ETV Bharat / bharat

হাসপাতালে বন্ধ অক্সিজেন সরবরাহ, অন্ধ্রে মৃত 11 - oxygen cylinder

রুইয়া হাসপাতালে প্রায় হাজার জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে । এর মধ্যে সাতশোর বেশি বেডে অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে । আইসিইউতে থাকা 130 জন রোগীর অবস্থা খুবই সঙ্কটজনক ।

Andhra Pradesh
Andhra Pradesh
author img

By

Published : May 11, 2021, 1:58 AM IST

তিরুপতি, 11 মে : অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতালে মৃত্যু হল কমপক্ষে 11 জনের । বেশ কয়েক জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের তিরুপতির রুইয়া হাসপাতালে ।

হাসপাতাল তরফে জানা গিয়েছে, প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ এদিন সকাল থেকেই কম ছিল । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি জটিল হয়ে ওঠে । রাত আটটা নাগাদ অক্সিজেন সরবরাহ অস্বাভাবিক হারে কমে যায় । রোগীদির অক্সিজেন সরবরাহ করা বন্ধ হয়ে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে ।

রুইয়া হাসপাতালে প্রায় হাজার জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে । এর মধ্যে সাতশোর বেশি বেডে অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে । আইসিইউতে থাকা 130 জন রোগীর অবস্থা খুবই সঙ্কটজনক ।

আরও পড়ুন : প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগে মুড়ে দাহ হবে কোভিডে মৃতদের

তিরুপতির সাংসদ গুরুমূর্তি, চিত্তূরের জেলা শাসক হরিনারায়ণ সহ উচ্চ পদস্থরা দ্রুত ঘটনাস্থলে যান । অক্সিজেনের অভাবেই যে এ দিনের মৃত্যুর ঘটনা ঘটেছে, তাও জানান তারা । পাশাপাশি তাঁরা দাবি করেছেন, দ্রুত অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করা হয়েছে । জেলা শাসকের দাবি, এ দিনের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনও দায় নেই । পরিবহন ব্যবস্থার সমস্যার কারণেই অক্সিজেন সিলিন্ডার আসতে সমস্যা তৈরি হয় । সাংসদ গুরুমূর্তি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের কথা বলেছেন । মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহনরেড্ডি পুরো ঘটনার দিকে নজর রেখেছেন । গোটা ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন । দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন ।

তিরুপতি, 11 মে : অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতালে মৃত্যু হল কমপক্ষে 11 জনের । বেশ কয়েক জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের তিরুপতির রুইয়া হাসপাতালে ।

হাসপাতাল তরফে জানা গিয়েছে, প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ এদিন সকাল থেকেই কম ছিল । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি জটিল হয়ে ওঠে । রাত আটটা নাগাদ অক্সিজেন সরবরাহ অস্বাভাবিক হারে কমে যায় । রোগীদির অক্সিজেন সরবরাহ করা বন্ধ হয়ে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে ।

রুইয়া হাসপাতালে প্রায় হাজার জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে । এর মধ্যে সাতশোর বেশি বেডে অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে । আইসিইউতে থাকা 130 জন রোগীর অবস্থা খুবই সঙ্কটজনক ।

আরও পড়ুন : প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগে মুড়ে দাহ হবে কোভিডে মৃতদের

তিরুপতির সাংসদ গুরুমূর্তি, চিত্তূরের জেলা শাসক হরিনারায়ণ সহ উচ্চ পদস্থরা দ্রুত ঘটনাস্থলে যান । অক্সিজেনের অভাবেই যে এ দিনের মৃত্যুর ঘটনা ঘটেছে, তাও জানান তারা । পাশাপাশি তাঁরা দাবি করেছেন, দ্রুত অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করা হয়েছে । জেলা শাসকের দাবি, এ দিনের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনও দায় নেই । পরিবহন ব্যবস্থার সমস্যার কারণেই অক্সিজেন সিলিন্ডার আসতে সমস্যা তৈরি হয় । সাংসদ গুরুমূর্তি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের কথা বলেছেন । মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহনরেড্ডি পুরো ঘটনার দিকে নজর রেখেছেন । গোটা ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন । দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.