ETV Bharat / bharat

Bihar Ministers Covid Positive : বিহারে দুই উপমুখ্যমন্ত্রী সমেত পাঁচ মন্ত্রী কোভিডে আক্রান্ত - Deputy Chief Minister Tarkishore Prasad Covid Positive

বিহারে করোনা সংক্রামিত পাঁচ মন্ত্রী ৷ এঁদের মধ্যে রয়েছেন দু'জন উপমুখ্যমন্ত্রী (Five ministers of Bihar government test Covid positive) ৷

Bihar Ministers Covid Positive
উপমুখ্যমন্ত্রী রেণু দেবী ও তারকিশোর প্রসাদ করোনা আক্রান্ত
author img

By

Published : Jan 5, 2022, 1:16 PM IST

পটনা, 5 জানুয়ারি : দু'জন উপমুখ্যমন্ত্রী-সহ মোট পাঁচ জন মন্ত্রী করোনা সংক্রামিত হয়েছেন বিহারে ৷ উপমুখ্যমন্ত্রী রেণু দেবী (Renu Devi) এবং তারকিশোর প্রসাদের (Tarkishore Prasad) কোভিড পজিটিভ ধরা পড়েছে ৷

এছাড়া আবগারি মন্ত্রী সুনীল কুমার (Excise Minister Sunil Kumar), শিক্ষা ও সংসদীয় মন্ত্রী বিজয় কুমার চৌধুরী (Education and Parliamentary Affairs Minister Vijay Kumar Chaudhary) এবং শিক্ষাম মন্ত্রী অশোক চৌধুরীও (Education Minister Ashok Choudhary) করোনায় আক্রান্ত হয়েছেন ৷

আরও পড়ুন : Dev Rukmini test Covid positive : করোনা আক্রান্ত দেব ও রুক্মিণী

তারকিশোর প্রসাদ টুইটারে তাঁর কোভিড পজিটিভ হওয়ার খবর জানিয়ে লেখেন, "আমার কোভিড-19 পরীক্ষার ফল পজিটিভ ৷ বর্তমানে আমি আমার পটনার বাড়িতে কোয়ারান্টিনে আছি ৷ এর মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের আইসোলেশনে থাকার অনুরোধ জানাচ্ছি ৷ আপনারা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন ৷"

  • मेरी कोविड जाँच रिपोर्ट पॉज़िटिव आयी है। फ़िलहाल अपने पटना निवास पर क्वारंटीन में हूँ। कृपया इस दौरान मेरे संपर्क में आए सभी लोग खुद को आइसोलेशन में रखकर अपनी सेहत से संबंधित सभी सतर्कता बरतें।
    आप सब भी अपना ध्यान रखें ।

    — Tarkishore Prasad (@tarkishorepd) January 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার বিহার সরকার নতুন করে রাত্রিকালীন কার্ফু জারি করেছে ৷ 6 জানুয়ারি শুরু হবে এই কার্ফু, চলবে 21 জানুয়ারি পর্যন্ত ৷ রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত রাস্তায় জরুরি প্রয়োজন ছাড়া বেরনো নিষেধ ৷

স্বাস্থ্য মন্ত্রকের (Union Ministry of Health) দেওয়া তথ্য অনুযায়ী, নীতীশ কুমারের রাজ্যে সক্রিয় রোগীর (active cases) সংখ্যা 2 হাজার 223 ৷

পটনা, 5 জানুয়ারি : দু'জন উপমুখ্যমন্ত্রী-সহ মোট পাঁচ জন মন্ত্রী করোনা সংক্রামিত হয়েছেন বিহারে ৷ উপমুখ্যমন্ত্রী রেণু দেবী (Renu Devi) এবং তারকিশোর প্রসাদের (Tarkishore Prasad) কোভিড পজিটিভ ধরা পড়েছে ৷

এছাড়া আবগারি মন্ত্রী সুনীল কুমার (Excise Minister Sunil Kumar), শিক্ষা ও সংসদীয় মন্ত্রী বিজয় কুমার চৌধুরী (Education and Parliamentary Affairs Minister Vijay Kumar Chaudhary) এবং শিক্ষাম মন্ত্রী অশোক চৌধুরীও (Education Minister Ashok Choudhary) করোনায় আক্রান্ত হয়েছেন ৷

আরও পড়ুন : Dev Rukmini test Covid positive : করোনা আক্রান্ত দেব ও রুক্মিণী

তারকিশোর প্রসাদ টুইটারে তাঁর কোভিড পজিটিভ হওয়ার খবর জানিয়ে লেখেন, "আমার কোভিড-19 পরীক্ষার ফল পজিটিভ ৷ বর্তমানে আমি আমার পটনার বাড়িতে কোয়ারান্টিনে আছি ৷ এর মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের আইসোলেশনে থাকার অনুরোধ জানাচ্ছি ৷ আপনারা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন ৷"

  • मेरी कोविड जाँच रिपोर्ट पॉज़िटिव आयी है। फ़िलहाल अपने पटना निवास पर क्वारंटीन में हूँ। कृपया इस दौरान मेरे संपर्क में आए सभी लोग खुद को आइसोलेशन में रखकर अपनी सेहत से संबंधित सभी सतर्कता बरतें।
    आप सब भी अपना ध्यान रखें ।

    — Tarkishore Prasad (@tarkishorepd) January 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার বিহার সরকার নতুন করে রাত্রিকালীন কার্ফু জারি করেছে ৷ 6 জানুয়ারি শুরু হবে এই কার্ফু, চলবে 21 জানুয়ারি পর্যন্ত ৷ রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত রাস্তায় জরুরি প্রয়োজন ছাড়া বেরনো নিষেধ ৷

স্বাস্থ্য মন্ত্রকের (Union Ministry of Health) দেওয়া তথ্য অনুযায়ী, নীতীশ কুমারের রাজ্যে সক্রিয় রোগীর (active cases) সংখ্যা 2 হাজার 223 ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.