ETV Bharat / bharat

Durga Puja 2021: প্রতিমা বিসর্জনের সময় ডুবে মৃত্যু চারজনের, এখনও নিখোঁজ 1

দশমীর রাতে উত্তরপ্রদেশ সীমানাবর্তী রাজস্থানের ঢোলপুর জেলার ভূতেশ্বরে এই ঘটনা ঘটেছে । আগ্রা ভবনপুরা গ্রামের কিছু বাসিন্দা পার্বতী নদীতে প্রতিমা বিসর্জন করতে এসেছিলেন । কাঠামো সমেত প্রতিমা নিয়ে 10-12 জন যুবক নদীতে নেমে যান । তখনই বিপত্তি ঘটে ।

five men all under 30 drown in rajasthan river during durga idol immersion
দশমীর রাতে পার্বতীগর্ভে ৫ যুবক
author img

By

Published : Oct 16, 2021, 11:45 AM IST

ঢোলপুর, 16 অক্টোবর: দুর্গাপ্রতিমা বিসর্জন করতে এসে নদীগর্ভে তলিয়ে গেলেন কমপক্ষে পাঁচজন যুবক । তাঁদের মধ্যে চার জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে । এখনও খোঁজ মেলেনি পঞ্চম জনের । মৃতদের সকলেরই বয়স 30-এর নীচে । শুক্রবার, দশমীর রাতে উত্তরপ্রদেশ সীমানাবর্তী রাজস্থানের ঢোলপুর জেলার ভূতেশ্বরে এই ঘটনা ঘটেছে । আগ্রা ভবনপুরা গ্রামের কিছু বাসিন্দা পার্বতী নদীতে প্রতিমা বিসর্জন করতে এসেছিলেন । কাঠামো সমেত প্রতিমা নিয়ে 10-12 জন যুবক নদীতে নেমে যান । তখনই বিপত্তি ঘটে ।

আরও পড়ুন: Amit Shah : সাভারকরের সমালোচকদের লজ্জিত হওয়া উচিত : অমিত শাহ

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নদীর গভীরতা এবং স্রোতের অভিমুখ বুঝতে পারেনি ওই যুবকের দল । তাই অনেক দূর চলে গিয়েছিল । সেই সময় প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল । তাতেই টাল সামলাতে পারেননি অনেকে । নদীর তীব্র স্রোত তাঁদের ভাসিয়ে নিয়ে যায় ।

ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেন ঘটনাস্থলে উপস্থিত মানুষ । উদ্ধারকারীরা এসে রবি (26), রণবীর (34), সত্যপ্রকাশ (24) এবং কৃষ্ণ (21) নামের চার যুবকের দেহ উদ্ধার করেন । ময়নাতদন্তের জন্য তাঁদের দেহ নিয়ে গিয়েছে পুলিশ । তবে শনিবার সকাল পর্যন্ত 27 বছরের সন্দীপের খোঁজ মেলেনি ।

আরও পড়ুন: Singhu Border Killing : সিঙ্ঘু সীমানায় খুনের ঘটনায় আত্মসমর্পণ এক নিহং শিখের, উচ্চ পর্যায়ের বৈঠক খট্টরের

ঢোলপুর, 16 অক্টোবর: দুর্গাপ্রতিমা বিসর্জন করতে এসে নদীগর্ভে তলিয়ে গেলেন কমপক্ষে পাঁচজন যুবক । তাঁদের মধ্যে চার জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে । এখনও খোঁজ মেলেনি পঞ্চম জনের । মৃতদের সকলেরই বয়স 30-এর নীচে । শুক্রবার, দশমীর রাতে উত্তরপ্রদেশ সীমানাবর্তী রাজস্থানের ঢোলপুর জেলার ভূতেশ্বরে এই ঘটনা ঘটেছে । আগ্রা ভবনপুরা গ্রামের কিছু বাসিন্দা পার্বতী নদীতে প্রতিমা বিসর্জন করতে এসেছিলেন । কাঠামো সমেত প্রতিমা নিয়ে 10-12 জন যুবক নদীতে নেমে যান । তখনই বিপত্তি ঘটে ।

আরও পড়ুন: Amit Shah : সাভারকরের সমালোচকদের লজ্জিত হওয়া উচিত : অমিত শাহ

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নদীর গভীরতা এবং স্রোতের অভিমুখ বুঝতে পারেনি ওই যুবকের দল । তাই অনেক দূর চলে গিয়েছিল । সেই সময় প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল । তাতেই টাল সামলাতে পারেননি অনেকে । নদীর তীব্র স্রোত তাঁদের ভাসিয়ে নিয়ে যায় ।

ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেন ঘটনাস্থলে উপস্থিত মানুষ । উদ্ধারকারীরা এসে রবি (26), রণবীর (34), সত্যপ্রকাশ (24) এবং কৃষ্ণ (21) নামের চার যুবকের দেহ উদ্ধার করেন । ময়নাতদন্তের জন্য তাঁদের দেহ নিয়ে গিয়েছে পুলিশ । তবে শনিবার সকাল পর্যন্ত 27 বছরের সন্দীপের খোঁজ মেলেনি ।

আরও পড়ুন: Singhu Border Killing : সিঙ্ঘু সীমানায় খুনের ঘটনায় আত্মসমর্পণ এক নিহং শিখের, উচ্চ পর্যায়ের বৈঠক খট্টরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.