ETV Bharat / bharat

রাজস্থানে একই পরিবারের 5 সদস্য আত্মঘাতী, নেপথ্যে আর্থিক অনটন; অনুমান পুলিশের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 9:43 AM IST

Updated : Dec 15, 2023, 9:51 AM IST

Five members of a family die by suicide: রাজস্থানে একই পরিবারের পাঁচ জন আত্মঘাতী হয়েছে ৷ আর্থিক কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা, মনে করছে পুলিশ ৷

ETV Bharat
রাজস্থানে একই পরিবারের পাঁচ সদস্য আত্মঘাতী

বিকানের, 15 ডিসেম্বর: আত্মঘাতী হলেন একই পরিবারের পাঁচ সদস্য ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের বিকানেরে ৷ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শহরের মুক্তা প্রসাদ থানা এলাকার অন্ত্যোদয় নগরে ৷ মৃতদের মধ্যে রয়েছে এক দম্পতি এবং তাঁদের সন্তানও ৷ খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন এসপি তেজস্বিনী গৌতম এবং পুলিশের দল ৷ তদন্ত শুরু হয়েছে ৷ ফরেন্সিক ল্যাবরেটরির দল এবং ডগ স্কোয়াডও সেখানে গিয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই পাঁচজন আত্মহত্যাই করেছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল ৷ হয়তো সেই কারণেই এমন চরম পথ বেছে নেন পরিবারের সদস্যরা ৷ সার্কল অফিসার হিমাংশু জানিয়েছেন, এই আত্মহত্যার সঠিক কারণ জানতে হবে ৷ তদন্ত চলছে ৷ মৃতদেহগুলি বিকানেরের পিবিএম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷ সেখানেই ময়নাতদন্ত হবে ৷

ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। শুধুই আর্থিক অনটনে এই ঘটনা ঘটেছে নাকি এর নেপথ্যে অন্য কোনও বিষয় আছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পরিবাররে পরিচিতদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। তাছাডা আরও কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে অন্ধ্রপ্রদেশে একটি পরিবার আত্মহত্যা করে ৷ দেনার দায়ে তারা এই কাজ করেছিল বলে জানা গিয়েছে ৷ পাওনাদাররা ধার দেওয়া টাকা আদায়ে বারবার চাপ দিচ্ছিলেন ৷ আর সেই চাপ সহ্য করতে না পেরেই এমন কাজ করেছিলেন দম্পতি ও তাঁদের দুই ছেলে ৷ পুলিশ সূত্রের খবর, তাঁদের ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া যায় ৷ মৃতরা হলেন কোন্ডা বাবু (50), তাঁর স্ত্রী লাবণ্য (45), রাজেশ (25) এবং জয়রাজ (22) ৷ তাঁরা সবাই অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার বাসিন্দা ছিলেন ৷

আরও পড়ুন:

  1. মেট্রোর ট্র্যাকে হাঁটতে হাঁটতেই রেলিং ধরে ঝাঁপ দেওয়ার হুমকি! তরুণীর আত্মহত্যার চেষ্টা রুখল নিরাপত্তা কর্মীরা
  2. বদাঁয়ুতে মা-মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা, পুলিশে অভিযোগ হতেই আত্মঘাতী অভিযুক্ত পঞ্চায়েত সচিব
  3. মানসিক অবসাদের জের, শিলিগুড়িতে মেয়েকে খুন করে আত্মঘাতী মা

বিকানের, 15 ডিসেম্বর: আত্মঘাতী হলেন একই পরিবারের পাঁচ সদস্য ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের বিকানেরে ৷ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শহরের মুক্তা প্রসাদ থানা এলাকার অন্ত্যোদয় নগরে ৷ মৃতদের মধ্যে রয়েছে এক দম্পতি এবং তাঁদের সন্তানও ৷ খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন এসপি তেজস্বিনী গৌতম এবং পুলিশের দল ৷ তদন্ত শুরু হয়েছে ৷ ফরেন্সিক ল্যাবরেটরির দল এবং ডগ স্কোয়াডও সেখানে গিয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই পাঁচজন আত্মহত্যাই করেছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল ৷ হয়তো সেই কারণেই এমন চরম পথ বেছে নেন পরিবারের সদস্যরা ৷ সার্কল অফিসার হিমাংশু জানিয়েছেন, এই আত্মহত্যার সঠিক কারণ জানতে হবে ৷ তদন্ত চলছে ৷ মৃতদেহগুলি বিকানেরের পিবিএম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷ সেখানেই ময়নাতদন্ত হবে ৷

ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। শুধুই আর্থিক অনটনে এই ঘটনা ঘটেছে নাকি এর নেপথ্যে অন্য কোনও বিষয় আছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পরিবাররে পরিচিতদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। তাছাডা আরও কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে অন্ধ্রপ্রদেশে একটি পরিবার আত্মহত্যা করে ৷ দেনার দায়ে তারা এই কাজ করেছিল বলে জানা গিয়েছে ৷ পাওনাদাররা ধার দেওয়া টাকা আদায়ে বারবার চাপ দিচ্ছিলেন ৷ আর সেই চাপ সহ্য করতে না পেরেই এমন কাজ করেছিলেন দম্পতি ও তাঁদের দুই ছেলে ৷ পুলিশ সূত্রের খবর, তাঁদের ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া যায় ৷ মৃতরা হলেন কোন্ডা বাবু (50), তাঁর স্ত্রী লাবণ্য (45), রাজেশ (25) এবং জয়রাজ (22) ৷ তাঁরা সবাই অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার বাসিন্দা ছিলেন ৷

আরও পড়ুন:

  1. মেট্রোর ট্র্যাকে হাঁটতে হাঁটতেই রেলিং ধরে ঝাঁপ দেওয়ার হুমকি! তরুণীর আত্মহত্যার চেষ্টা রুখল নিরাপত্তা কর্মীরা
  2. বদাঁয়ুতে মা-মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা, পুলিশে অভিযোগ হতেই আত্মঘাতী অভিযুক্ত পঞ্চায়েত সচিব
  3. মানসিক অবসাদের জের, শিলিগুড়িতে মেয়েকে খুন করে আত্মঘাতী মা
Last Updated : Dec 15, 2023, 9:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.