বিকানের, 15 ডিসেম্বর: আত্মঘাতী হলেন একই পরিবারের পাঁচ সদস্য ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের বিকানেরে ৷ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শহরের মুক্তা প্রসাদ থানা এলাকার অন্ত্যোদয় নগরে ৷ মৃতদের মধ্যে রয়েছে এক দম্পতি এবং তাঁদের সন্তানও ৷ খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন এসপি তেজস্বিনী গৌতম এবং পুলিশের দল ৷ তদন্ত শুরু হয়েছে ৷ ফরেন্সিক ল্যাবরেটরির দল এবং ডগ স্কোয়াডও সেখানে গিয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই পাঁচজন আত্মহত্যাই করেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল ৷ হয়তো সেই কারণেই এমন চরম পথ বেছে নেন পরিবারের সদস্যরা ৷ সার্কল অফিসার হিমাংশু জানিয়েছেন, এই আত্মহত্যার সঠিক কারণ জানতে হবে ৷ তদন্ত চলছে ৷ মৃতদেহগুলি বিকানেরের পিবিএম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷ সেখানেই ময়নাতদন্ত হবে ৷
ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। শুধুই আর্থিক অনটনে এই ঘটনা ঘটেছে নাকি এর নেপথ্যে অন্য কোনও বিষয় আছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পরিবাররে পরিচিতদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। তাছাডা আরও কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে অন্ধ্রপ্রদেশে একটি পরিবার আত্মহত্যা করে ৷ দেনার দায়ে তারা এই কাজ করেছিল বলে জানা গিয়েছে ৷ পাওনাদাররা ধার দেওয়া টাকা আদায়ে বারবার চাপ দিচ্ছিলেন ৷ আর সেই চাপ সহ্য করতে না পেরেই এমন কাজ করেছিলেন দম্পতি ও তাঁদের দুই ছেলে ৷ পুলিশ সূত্রের খবর, তাঁদের ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া যায় ৷ মৃতরা হলেন কোন্ডা বাবু (50), তাঁর স্ত্রী লাবণ্য (45), রাজেশ (25) এবং জয়রাজ (22) ৷ তাঁরা সবাই অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার বাসিন্দা ছিলেন ৷
আরও পড়ুন: