ETV Bharat / bharat

Five Labours Died: ক্রেনের তার ছিঁড়ে তেলেঙ্গানায় মৃত 5 শ্রমিক - ক্রেনের তার ভেঙে মৃত 5 শ্রমিক

হায়দরাবাদের পালামুরু রঙ্গারেডি লিফ্ট ইরিগেশন ওয়ার্কসে ক্রেনের তার ছিঁড়ে মৃত্যু হল পাঁচ শ্রমিকের ৷ গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক (Five Labours Died) ৷

Five Labors Died
ক্রেনের তার ভেঙে মৃত 5 শ্রমিক
author img

By

Published : Jul 29, 2022, 9:57 AM IST

Updated : Jul 29, 2022, 1:05 PM IST

হায়দরাবাদ, 29 জুলাই: ক্রেনের তার ছিঁড়ে মৃত্যু হল পাঁচ শ্রমিকের ৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের পালামুরু রঙ্গারেড্ডিতে একটি সেচ প্রকল্পের কাজের সময় (Five Labours Died) ৷

জানা গিয়েছে, নাগারকুর্নুল জেলায় পালামুরু লিফট ইরিগেশন সেচ প্রকল্পের কাজে কিছু সমস্যা দেখা দেয় । শুক্রবার সকালে যখন ক্রেনের সাহায্যে পাম্প হাউসে নামছিলেন কর্নীরা তখন সংশ্লিষ্ট তার ছিঁড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচ শ্রমিকের মৃত্যু হয় । গুরুতর আহত হন আরও এক শ্রমিক । নিহত সকলেইরা বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-21 যুদ্ধবিমান, 2 পাইলটের মৃত্যু

রঙ্গারেডি লিফ্ট ইরিগেশন ওয়ার্কসের কর্মকর্তারা জানান, মৃতদেহগুলিকে হায়দরাবাদের ওসমানিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

হায়দরাবাদ, 29 জুলাই: ক্রেনের তার ছিঁড়ে মৃত্যু হল পাঁচ শ্রমিকের ৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের পালামুরু রঙ্গারেড্ডিতে একটি সেচ প্রকল্পের কাজের সময় (Five Labours Died) ৷

জানা গিয়েছে, নাগারকুর্নুল জেলায় পালামুরু লিফট ইরিগেশন সেচ প্রকল্পের কাজে কিছু সমস্যা দেখা দেয় । শুক্রবার সকালে যখন ক্রেনের সাহায্যে পাম্প হাউসে নামছিলেন কর্নীরা তখন সংশ্লিষ্ট তার ছিঁড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচ শ্রমিকের মৃত্যু হয় । গুরুতর আহত হন আরও এক শ্রমিক । নিহত সকলেইরা বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-21 যুদ্ধবিমান, 2 পাইলটের মৃত্যু

রঙ্গারেডি লিফ্ট ইরিগেশন ওয়ার্কসের কর্মকর্তারা জানান, মৃতদেহগুলিকে হায়দরাবাদের ওসমানিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

Last Updated : Jul 29, 2022, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.