ETV Bharat / bharat

ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, দুর্ঘটনায় মৃত 5, আহত বহু - লখনউ চণ্ডীগড় এক্সপ্রেস

উত্তর প্রদেশে রেল দুর্ঘটনায় 5 জনের মৃত্য ৷ আহত হয়েছেন বহু মানুষ ৷ গেটম্যান রেলগেট খোলা রেখে দেওয়ায় সেখান দিয়ে গাড়ি যাতায়াত করছিল ৷ সেই সময় লখনউ-চণ্ডীগড় এক্সপ্রেস চলে আসায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে ৷

five-killed-several-injured-as-train-rams-into-truck-in-uttar-pradesh
ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, দুর্ঘটনায় মৃত 5, আহত বহু
author img

By

Published : Apr 22, 2021, 2:09 PM IST

শাহজাহানপুর (উত্তর প্রদেশ), 22 এপ্রিল : গেট ম্যানের গাফিলতির জেরে ভয়াবহ রেল দুর্ঘটনা উত্তর প্রদেশের শাহজাহানপুরে ৷ একটি ট্রাক, ট্রেলার ও 2টি মটোর বাইকে ধাক্কা মারল লখনউ-চণ্ডীগড় এক্সপ্রেস ৷ ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে এবং একাধিক ব্যাক্তি আহত হয়েছেন ৷ বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় গেটম্যান রেলগেট বন্ধ করতে ভুলে গিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷

আজ ভোরে উত্তর প্রদেশের শাহজাহানপুরের কাতরা থানা এলাকার রেলগেট খোলা রেখে দেন গেটম্যান ৷ সেই সময় সেখান দিয়ে লখনউ-চণ্ডীগড় এক্সপ্রেস পাস করার কথা ৷ রেল সূত্রে খবর, রেলগেট খোলা থাকায় স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করছিল সেখান দিয়ে ৷ সেই সময় লখনউ-চণ্ডীগড় এক্সপ্রেস চলে আসে ৷ সেই সময় লাইনের উপর দিয়ে একটি ট্রাক, একটি ট্রেলার ও দু’টি বাইক পার হচ্ছিল ৷ দ্রুতগতিতে আসা ট্রেনটি প্রথমে ট্রাকে ধাক্কা মারে ৷ এরপর একে একে ট্রেলার ও বাইক দু’টির সঙ্গে ধাক্কা লাগে ৷

আরও পড়ুন : বংশীহারীতে সরকারি বাসের ধাক্কায় মৃত 2

দুর্ঘটনায় মোট 5 জন নারা গিয়েছেন ৷ তাঁদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য ৷ তাঁরা সবাই দুর্ঘটনাগ্রস্ত ট্রাকে ছিলেন ৷ বাকি আরেক জনের পরিচয় জানা যায়নি ৷ এই দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন ৷ এ দিন উত্তর প্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করতে জেলা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি ৷ নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন যোগী আদিত্যনাথ ৷

শাহজাহানপুর (উত্তর প্রদেশ), 22 এপ্রিল : গেট ম্যানের গাফিলতির জেরে ভয়াবহ রেল দুর্ঘটনা উত্তর প্রদেশের শাহজাহানপুরে ৷ একটি ট্রাক, ট্রেলার ও 2টি মটোর বাইকে ধাক্কা মারল লখনউ-চণ্ডীগড় এক্সপ্রেস ৷ ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে এবং একাধিক ব্যাক্তি আহত হয়েছেন ৷ বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় গেটম্যান রেলগেট বন্ধ করতে ভুলে গিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷

আজ ভোরে উত্তর প্রদেশের শাহজাহানপুরের কাতরা থানা এলাকার রেলগেট খোলা রেখে দেন গেটম্যান ৷ সেই সময় সেখান দিয়ে লখনউ-চণ্ডীগড় এক্সপ্রেস পাস করার কথা ৷ রেল সূত্রে খবর, রেলগেট খোলা থাকায় স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করছিল সেখান দিয়ে ৷ সেই সময় লখনউ-চণ্ডীগড় এক্সপ্রেস চলে আসে ৷ সেই সময় লাইনের উপর দিয়ে একটি ট্রাক, একটি ট্রেলার ও দু’টি বাইক পার হচ্ছিল ৷ দ্রুতগতিতে আসা ট্রেনটি প্রথমে ট্রাকে ধাক্কা মারে ৷ এরপর একে একে ট্রেলার ও বাইক দু’টির সঙ্গে ধাক্কা লাগে ৷

আরও পড়ুন : বংশীহারীতে সরকারি বাসের ধাক্কায় মৃত 2

দুর্ঘটনায় মোট 5 জন নারা গিয়েছেন ৷ তাঁদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য ৷ তাঁরা সবাই দুর্ঘটনাগ্রস্ত ট্রাকে ছিলেন ৷ বাকি আরেক জনের পরিচয় জানা যায়নি ৷ এই দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন ৷ এ দিন উত্তর প্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করতে জেলা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি ৷ নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন যোগী আদিত্যনাথ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.