ETV Bharat / bharat

কর্নাটকে বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 5 - পথ দুর্ঘটনায় মৃত 5

কর্নাটকের চিত্রদুর্গে পথ দুর্ঘটনায় মৃত 5 । আহত আরও 7 ।

Five killed in bus-car collision in Karnataka
Five killed in bus-car collision in Karnataka
author img

By

Published : Dec 27, 2020, 12:44 PM IST

চিত্রদুর্গ (কর্নাটক), 27 ডিসেম্বর : চিত্রদুর্গে বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষ । ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের । গুরুতর আহত আরও 7 । আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । গতরাতে কর্নাটকের মোলোকালমুরু তালুকের পাশে বিজি কেরে গ্রামে দুর্ঘটনাটি ঘটে ।

আরও পড়ুন : শিলিগুড়িতে বাস দুর্ঘটনায় মৃত 3

বাসটি বেঙ্গালুরু থেকে লিঙ্গসুগুরের দিকে যাচ্ছিল । অপরদিক থেকে গাড়িটি আসছিল । চিত্রদুর্গে দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় তিমান্না(40), রত্নাম্মা(38), মহেশ(19), দুর্গাপ্পা(16) এবং 55 বছরের এক ব্যক্তির মৃত্যু হয় । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।

চিত্রদুর্গ (কর্নাটক), 27 ডিসেম্বর : চিত্রদুর্গে বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষ । ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের । গুরুতর আহত আরও 7 । আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । গতরাতে কর্নাটকের মোলোকালমুরু তালুকের পাশে বিজি কেরে গ্রামে দুর্ঘটনাটি ঘটে ।

আরও পড়ুন : শিলিগুড়িতে বাস দুর্ঘটনায় মৃত 3

বাসটি বেঙ্গালুরু থেকে লিঙ্গসুগুরের দিকে যাচ্ছিল । অপরদিক থেকে গাড়িটি আসছিল । চিত্রদুর্গে দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় তিমান্না(40), রত্নাম্মা(38), মহেশ(19), দুর্গাপ্পা(16) এবং 55 বছরের এক ব্যক্তির মৃত্যু হয় । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.