ETV Bharat / bharat

Egypt Accident: ইজিপ্টে বাস উলটে মৃত 5, আহত 50 - FIVE KILLED FIFTY INJURED IN BUS ACCIDENT IN EGYPT

সুয়েজের উত্তর-পূর্বাঞ্চলীয় গভর্নরেটে একটি ডবল ডেকার বাস উলটে অন্তত পাঁচজন নিহত ও 50 জন আহত হয়েছেন বলে খবর (Egypt Accident)।

Egypt Accident
ইজিপ্টে বাস উলটে মৃত 5
author img

By

Published : Sep 3, 2022, 9:17 AM IST

কায়রো, 3 সেপ্টেম্বর: এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের ৷ আহত হয়েছেন 50 জন ৷ দুর্ঘটনাটি ঘটেছে মিশরের কায়রো-আইন সোখনা সড়কে (Egypt Accident) ৷

মিশরীয় পুলিশ জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় সুয়েজ গভর্নরেটে একটি ডবল ডেকার বাস উলটে কমপক্ষে পাঁচজন নিহত এবং 50 জন আহত হয়েছে । শুক্রবার মিশরের কায়রো-আইন সোখনা সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে আহত সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

আরও পড়ুন: সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড় গেল অ্যাম্বুলেন্স !

এর আগে শুক্রবার উত্তর মিশরীয় শহর ফাকৌসে একটি বন্ধ রেল ক্রসিং পয়েন্টে মিনিবাস ও ট্রেনের সঙ্গে ধাক্কায় তিনজনের মৃত্যু হয় । আহত হন আরও 10 জন । মিশরে এই ধরনের মর্মান্তিক পথদুর্ঘটনা মোটেই নজিরবিহীন নয় । প্রতি বছর এই ধরনের ঘটনা হাজার হাজার মানুষের জীবন কেড়ে নেয় । বেশিরভাগ দুর্ঘটনাই দ্রুতগতির কারণে বা রাস্তার রক্ষণাবেক্ষণের অভাবে হয়ে থাকে । ট্রাফিক আইনের শিথিলতাও একটা বড় কারণ বলে মনে করেন অনেকে । তবে পরিস্থিতি কিছুটা বদলাচ্ছে। গত কয়েক বছর ধরে, মিশরে ট্রাফিক দুর্ঘটনা কমাতে নতুন রাস্তা এবং সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে । পুরনো রাস্তা মেরামতও করা হচ্ছে সমানতালে । এতে পরিস্থিতিতে বদল হয় কি না সেটাই দেখার ।

কায়রো, 3 সেপ্টেম্বর: এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের ৷ আহত হয়েছেন 50 জন ৷ দুর্ঘটনাটি ঘটেছে মিশরের কায়রো-আইন সোখনা সড়কে (Egypt Accident) ৷

মিশরীয় পুলিশ জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় সুয়েজ গভর্নরেটে একটি ডবল ডেকার বাস উলটে কমপক্ষে পাঁচজন নিহত এবং 50 জন আহত হয়েছে । শুক্রবার মিশরের কায়রো-আইন সোখনা সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে আহত সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

আরও পড়ুন: সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড় গেল অ্যাম্বুলেন্স !

এর আগে শুক্রবার উত্তর মিশরীয় শহর ফাকৌসে একটি বন্ধ রেল ক্রসিং পয়েন্টে মিনিবাস ও ট্রেনের সঙ্গে ধাক্কায় তিনজনের মৃত্যু হয় । আহত হন আরও 10 জন । মিশরে এই ধরনের মর্মান্তিক পথদুর্ঘটনা মোটেই নজিরবিহীন নয় । প্রতি বছর এই ধরনের ঘটনা হাজার হাজার মানুষের জীবন কেড়ে নেয় । বেশিরভাগ দুর্ঘটনাই দ্রুতগতির কারণে বা রাস্তার রক্ষণাবেক্ষণের অভাবে হয়ে থাকে । ট্রাফিক আইনের শিথিলতাও একটা বড় কারণ বলে মনে করেন অনেকে । তবে পরিস্থিতি কিছুটা বদলাচ্ছে। গত কয়েক বছর ধরে, মিশরে ট্রাফিক দুর্ঘটনা কমাতে নতুন রাস্তা এবং সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে । পুরনো রাস্তা মেরামতও করা হচ্ছে সমানতালে । এতে পরিস্থিতিতে বদল হয় কি না সেটাই দেখার ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.