ETV Bharat / bharat

Journalists Resign in Kashmir: সন্ত্রাসবাদীদের হুমকি, জাতীয় প্রেস দিবসে ইস্তফা 5 সাংবাদিকের - সোশাল মিডিয়ায় সন্ত্রাসবাদীদের হুমকি

সোশাল মিডিয়ায় সন্ত্রাসবাদীদের হুমকি কাশ্মীরের 12 জন সাংবাদিককে ৷ আর তার জেরে অবসর ঘোষণা করলেন 5 স্থানীয় সাংবাদিক (Five Journalists Resign Due to Terror Threats) ৷

Five Journalists Resign Due to Terror Threats in Kashmir on National Press Day
Five Journalists Resign Due to Terror Threats in Kashmir on National Press Day
author img

By

Published : Nov 16, 2022, 9:36 AM IST

Updated : Nov 16, 2022, 9:49 AM IST

শ্রীনগর, 16 নভেম্বর: আজ জাতীয় প্রেস দিবস ৷ আর এ দিনই সাংবাদিকতা থেকে অবসর ঘোষণা করলেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) স্থানীয় সংবাদ মাধ্যমের 5 সাংবাদিক ৷ এর একমাত্র কারণ, সন্ত্রাসবাদীদের তরফে তাঁদের কাছে আসা হুমকি (Five Journalists Resign Due to Terror Threats) ৷ সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর, তাঁদের সোশাল মিডিয়ায় হুমকি দেওয়া হয়েছে ৷

সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসবাদী সংগঠনের তরফে 12 জন সাংবাদিকের নামপ্রকাশ করা হয়েছে ৷ যেখানে দাবি করা হয়েছে, ওই 12 জন সাংবাদিক নিরাপত্তা সংস্থার হয়ে কাজ করছে ৷ যেখানে স্থানীয় দুই সংবাদপত্রের এডিটরের নামও ছিল ৷ জানা গিয়েছে, মঙ্গলবার যে 5 জন সাংবাদিক সন্ত্রাসবাদীদের হুমকির জেরে কাজ ছেড়ে দিয়েছেন ৷ তাঁদের মধ্যে 3 জন সোশাল মিডিয়ায় নিজেদের পদত্যাগ পত্র প্রকাশ করেছেন ৷ পুলিশের দাবি লস্কর-তইবার ছত্রছায়ায় বেড়ে ওঠা সন্ত্রাসবাদী সংগঠন ‘দ্য রেজিসটেন্ট ফ্রন্ট’ এই হুমকি দিয়েছে ৷ ়

আরও পড়ুন: কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে নাশকতার ছক আল কায়দার !

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে আরও বলা হয়েছে, ‘‘হুমকির বিষয়বস্তু সন্ত্রাসবাদী এবং ভারত-বিরোধী কার্যকলাপের উদ্দেশ্যকেই তুলে ধরেছে ৷ সাংবাদিকদেরও হুমকি দেওয়া হয়েছে ৷’’ এই ঘটনায় পুলিশে একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ সোশাল মিডিয়ায় সাংবাদিকদের হুমকির ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷

শ্রীনগর, 16 নভেম্বর: আজ জাতীয় প্রেস দিবস ৷ আর এ দিনই সাংবাদিকতা থেকে অবসর ঘোষণা করলেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) স্থানীয় সংবাদ মাধ্যমের 5 সাংবাদিক ৷ এর একমাত্র কারণ, সন্ত্রাসবাদীদের তরফে তাঁদের কাছে আসা হুমকি (Five Journalists Resign Due to Terror Threats) ৷ সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর, তাঁদের সোশাল মিডিয়ায় হুমকি দেওয়া হয়েছে ৷

সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসবাদী সংগঠনের তরফে 12 জন সাংবাদিকের নামপ্রকাশ করা হয়েছে ৷ যেখানে দাবি করা হয়েছে, ওই 12 জন সাংবাদিক নিরাপত্তা সংস্থার হয়ে কাজ করছে ৷ যেখানে স্থানীয় দুই সংবাদপত্রের এডিটরের নামও ছিল ৷ জানা গিয়েছে, মঙ্গলবার যে 5 জন সাংবাদিক সন্ত্রাসবাদীদের হুমকির জেরে কাজ ছেড়ে দিয়েছেন ৷ তাঁদের মধ্যে 3 জন সোশাল মিডিয়ায় নিজেদের পদত্যাগ পত্র প্রকাশ করেছেন ৷ পুলিশের দাবি লস্কর-তইবার ছত্রছায়ায় বেড়ে ওঠা সন্ত্রাসবাদী সংগঠন ‘দ্য রেজিসটেন্ট ফ্রন্ট’ এই হুমকি দিয়েছে ৷ ়

আরও পড়ুন: কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে নাশকতার ছক আল কায়দার !

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে আরও বলা হয়েছে, ‘‘হুমকির বিষয়বস্তু সন্ত্রাসবাদী এবং ভারত-বিরোধী কার্যকলাপের উদ্দেশ্যকেই তুলে ধরেছে ৷ সাংবাদিকদেরও হুমকি দেওয়া হয়েছে ৷’’ এই ঘটনায় পুলিশে একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ সোশাল মিডিয়ায় সাংবাদিকদের হুমকির ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Nov 16, 2022, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.