ETV Bharat / bharat

ঘন কুয়াশায় কম দৃশ্য়মানতা, বাস-ট্রাকের সংঘর্ষে আহত 5 - ঘন কুয়াশায় কম দৃশ্য়মানতা

Accident in Lucknow Due to Fog: লখনউতে ঘন কুয়াশার কারণে পথ দুর্ঘটনা ৷ আহত হয়েছেন বাসের চালক ৷ পাশাপাশি বিমান চলাচলেও বাধা সৃষ্টি হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 4:00 PM IST

নয়াদিল্লি/লখনউ, 15 জানুয়ারি: ঘন কুয়াশায় কমে গিয়েছে দৃশ্যমানতা ৷ পথ দুর্ঘটনার ঘটনা ঘটছে আকছার ৷ বাস ও ট্রাকে মুখোমুখি সংঘর্ষে চালক-সহ আহত 5 ৷ সোমবার লখউনের ঘটনা ৷ পুলিশ সূত্রে খবর, এদিন বাসটি দিল্লির থেকে সিদ্ধার্থনগর যাচ্ছিল ৷ সেইসময়েই লখনউ-এর সুশান্ত গলফ সিটির কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ চালকের অবস্থা গুরুতর ৷

ঘটনা প্রসঙ্গেই, সুশান্ত গল্ফ সিটির স্টেশন হাউস অফিসার অঞ্জনি কুমার মিশ্র বলেন, "আমরা দুর্ঘটনার খবর পেয়েছি ৷ ইতিমধ্যেই উদ্ধারকারীদের পাঠানো হয়েছে ঘটনাস্থলে । একটি অ্যাম্বুলেন্সও পাঠানো হয় ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আহতারা ৷"

পুলিশ সূত্রে খবর, সুশান্ত গলফ সিটির শহিদ পথ এলাকাটি ঘন কুয়াশায় আবৃত ছিল ৷ বিপরীত দিক থেকে একটি ট্রাক আসছিল ৷ বাস চালক শাবির আলি ও লরি চালক তা দেখতে পাননি ৷ দৃশ্যমানতা না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনায় আহত হন অনেকে ৷ গুরুতর জখম হন 5 জন ৷ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

এদিকে ঘন কুয়াশার কারণে দিল্লিতে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে ৷ বিমান বন্দরে এসে যাত্রীরা যাতে সমস্যায় না পড়েন তার জন্য আগে থেকেই সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে কথা বলতে বলা হয়েছে ৷ কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলা চলেও সমস্য়া সৃষ্টি হয়েছে ৷ বিশেষত দিল্লি, পঞ্জাব, হরিয়ানা -সহ একাধিক রাজ্যের বাসিন্দাদের সমস্যার সম্মুখীন হচ্ছেন ৷ ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবন-যাপন ৷ সোমবারই কুয়াশার কারণে দিল্লি থেকে একটি বিমান দেরিতে ওড়ার কথা ঘোষণা হওয়ার পরই, পাইলটের উপর চড়াও হয় এক যাত্রী ৷ ওই যাত্রীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে বিমান সংস্থা ৷

আরও পড়ুন:

  1. ঘন কুয়াশায় ব্যাহত পরিষেবা! দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর আগে যাত্রীদের যোগাযোগের পরামর্শ কর্তৃপক্ষের
  2. 'বিমান বিলম্বিত', ঘোষণা শুনেই পাইলটকে ঘুষি যাত্রীর ! ইন্ডিগোর উড়ানে হুলস্থুল
  3. দিল্লির পাঁচতারা হোটেলে ভারতীয়-মার্কিন মহিলাকে ধর্ষণের অভিযোগ

নয়াদিল্লি/লখনউ, 15 জানুয়ারি: ঘন কুয়াশায় কমে গিয়েছে দৃশ্যমানতা ৷ পথ দুর্ঘটনার ঘটনা ঘটছে আকছার ৷ বাস ও ট্রাকে মুখোমুখি সংঘর্ষে চালক-সহ আহত 5 ৷ সোমবার লখউনের ঘটনা ৷ পুলিশ সূত্রে খবর, এদিন বাসটি দিল্লির থেকে সিদ্ধার্থনগর যাচ্ছিল ৷ সেইসময়েই লখনউ-এর সুশান্ত গলফ সিটির কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ চালকের অবস্থা গুরুতর ৷

ঘটনা প্রসঙ্গেই, সুশান্ত গল্ফ সিটির স্টেশন হাউস অফিসার অঞ্জনি কুমার মিশ্র বলেন, "আমরা দুর্ঘটনার খবর পেয়েছি ৷ ইতিমধ্যেই উদ্ধারকারীদের পাঠানো হয়েছে ঘটনাস্থলে । একটি অ্যাম্বুলেন্সও পাঠানো হয় ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আহতারা ৷"

পুলিশ সূত্রে খবর, সুশান্ত গলফ সিটির শহিদ পথ এলাকাটি ঘন কুয়াশায় আবৃত ছিল ৷ বিপরীত দিক থেকে একটি ট্রাক আসছিল ৷ বাস চালক শাবির আলি ও লরি চালক তা দেখতে পাননি ৷ দৃশ্যমানতা না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনায় আহত হন অনেকে ৷ গুরুতর জখম হন 5 জন ৷ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

এদিকে ঘন কুয়াশার কারণে দিল্লিতে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে ৷ বিমান বন্দরে এসে যাত্রীরা যাতে সমস্যায় না পড়েন তার জন্য আগে থেকেই সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে কথা বলতে বলা হয়েছে ৷ কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলা চলেও সমস্য়া সৃষ্টি হয়েছে ৷ বিশেষত দিল্লি, পঞ্জাব, হরিয়ানা -সহ একাধিক রাজ্যের বাসিন্দাদের সমস্যার সম্মুখীন হচ্ছেন ৷ ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবন-যাপন ৷ সোমবারই কুয়াশার কারণে দিল্লি থেকে একটি বিমান দেরিতে ওড়ার কথা ঘোষণা হওয়ার পরই, পাইলটের উপর চড়াও হয় এক যাত্রী ৷ ওই যাত্রীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে বিমান সংস্থা ৷

আরও পড়ুন:

  1. ঘন কুয়াশায় ব্যাহত পরিষেবা! দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর আগে যাত্রীদের যোগাযোগের পরামর্শ কর্তৃপক্ষের
  2. 'বিমান বিলম্বিত', ঘোষণা শুনেই পাইলটকে ঘুষি যাত্রীর ! ইন্ডিগোর উড়ানে হুলস্থুল
  3. দিল্লির পাঁচতারা হোটেলে ভারতীয়-মার্কিন মহিলাকে ধর্ষণের অভিযোগ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.