ছাপড়া, 25 অগস্ট: শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে ফেরার পথে সরনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের পাঁচ জনের ৷ বিহারের মশরাকের কর্ণ কুদরিয়া গ্রামে একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা পাঁচ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। যদিও এক যুবক কোনওভাবে গাড়ি থেকে নামতে সক্ষম হয়েছিলেন বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে মশরাক থানা এলাকার চালিস আরডি খালের কাছে। জানা গিয়েছে, গোপালগঞ্জ জেলার বৈকুণ্ঠপুর থানা এলাকায় বসবাসকারী একটি পরিবারের লোকজন শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে সিওয়ানের বসন্তপুর থানা এলাকার বাঘি গ্রামে গিয়েছিল। বৃহস্পতিবার গভীর রাতে শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে সবাই গোপালগঞ্জের উদ্দেশে রওনা হলেও মশরাক থানা এলাকার আরডি খালের পাশে 15 ফুট গভীর একটি খালে পড়ে যায় স্করপিও গাড়িটি।
দুর্ঘটনার সময় গাড়িতে মোট ছয় জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। যার মধ্যে পাঁচ জন যাত্রী মারা গিয়েছেন বলে খবর। এক ব্যক্তি কোনওভাবে গাড়ি থেকে নেমে প্রাণে বেঁচে গিয়েছেন বলে খবর। ওই ব্যক্তি গাড়ি থেকে নামার সময়ই স্থানীয় লোকজন জড়ো হয়ে যায় ৷ এমনকী স্থানীয় ডুবুরিদের সহায়তায় গাড়িতে আটকে পড়া লোকজনকে বের করে আনলেও কাউকে বাঁচানো যায়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, খালে জলের প্রবাহ এতটাই দ্রুত ছিল যে স্করপিওটি দেড় কিলোমিটার দূরে চলে যায়।
আরও পড়ুন: কলকাতা পুলিশের আবাসন থেকে উদ্ধার সার্জেন্টের ঝুলন্ত দেহ
জানা গিয়েছে যে, গাড়িতে থাকা লোকেরা বাঘি গ্রামে আয়োজিত একটি শ্রাদ্ধে যোগ দেওয়ার পরে মশরাকের পদমপুরের বাসিন্দা এক ব্যক্তিকে ছাড়তে যাচ্ছিল ৷ তখনই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচ জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে ৷ পাশাপাশি তাদের পরিবারের লোকদেরও খবর দেওয়া হয়েছে।