ETV Bharat / bharat

Road Accident in Alappuzha: কেরালায় পথ দুর্ঘটনায় ইসরো ক্যান্টিনের পাঁচ চুক্তিভিত্তিক কর্মীর মৃত্যু - কেরালা

বিয়ে বাড়ি যাওয়ার পথে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত পাঁচ (Road Accident) ৷ ঘটনাটি ঘটেছে কেরালার আলাপ্পুঝা জেলার আম্বালাপুঝার কাছে ৷ মৃতরা ইসরোর (ISRO) ক্যান্টিনের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন ৷

Road Accident in Alappuzha
Road Accident in Alappuzha
author img

By

Published : Jan 23, 2023, 3:21 PM IST

আলাপ্পুঝা (কেরালা), 23 জানুয়ারি: কেরালার (Kerala) আলাপ্পুঝা জেলার আম্বালাপুঝার কাছে একটি লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে তিরুঅনন্তপুরমে ইসরো ক্যান্টিনের অন্তত পাঁচজন চুক্তিভিত্তিক কর্মচারী মারা গিয়েছেন (Staffers of ISRO Canteen Die in Accident) । তাঁদের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান এবং পঞ্চম ব্যক্তির মৃত্যু হয় হাসপাতালে যাওয়ার পথে ৷ ঘটনাটি গভীর রাতে ঘটেছে জাতীয় সড়কে ৷ আম্বালাপুজা পুলিশ এই তথ্য দিয়েছে ।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকরা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organisation) বা ইসরোর তিরুঅনন্তপুরমের ক্যান্টিনে চুক্তিভিত্তিক কর্মচারী ছিলেন (Five Contract Staffers of ISRO Canteen) ৷ তাঁরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সড়ক দিয়ে গভীর রাতে গাড়িতে যাচ্ছিলেন । বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় । লরি চালককে হেফাজতে নেওয়া হয়েছে । রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে ।

তবে জাতীয় সড়কে এই ধরনের দুর্ঘটনা নতুন নয় ৷ রাতের অন্ধকারে দ্রুতগতি বা চালকের অন্যমনস্কতার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে অনেক সময় ৷ সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে বারবার এই নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয় (Awareness Campaign on Road Accident) ৷ রাতের দিকে সাবধানে গাড়ি চালাতে বলা হয় ৷ কিন্তু প্রশাসনের তরফে করা এই ধরনের প্রচারের পরও দুর্ঘটনা ঘটে ৷ যেমন এই দুর্ঘটনাটি ঘটেছে ৷

তবে কী কারণে দুর্ঘটনা, তা এখনও পুলিশ জানতে পারেনি ৷ ইসরো ক্যান্টিনের কর্মীদের গাড়ির চালকের দোষ নাকি ট্রাক নাকি তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ট্রাকের চালককে আটক করা হয়েছে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে ৷ এদিকে যাঁদের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়, তাঁদের নামও এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন: চলন্ত ট্রেনে মহিলাকে গণধর্ষণ ! গ্রেফতার টিকিট পরীক্ষক

আলাপ্পুঝা (কেরালা), 23 জানুয়ারি: কেরালার (Kerala) আলাপ্পুঝা জেলার আম্বালাপুঝার কাছে একটি লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে তিরুঅনন্তপুরমে ইসরো ক্যান্টিনের অন্তত পাঁচজন চুক্তিভিত্তিক কর্মচারী মারা গিয়েছেন (Staffers of ISRO Canteen Die in Accident) । তাঁদের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান এবং পঞ্চম ব্যক্তির মৃত্যু হয় হাসপাতালে যাওয়ার পথে ৷ ঘটনাটি গভীর রাতে ঘটেছে জাতীয় সড়কে ৷ আম্বালাপুজা পুলিশ এই তথ্য দিয়েছে ।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকরা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organisation) বা ইসরোর তিরুঅনন্তপুরমের ক্যান্টিনে চুক্তিভিত্তিক কর্মচারী ছিলেন (Five Contract Staffers of ISRO Canteen) ৷ তাঁরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সড়ক দিয়ে গভীর রাতে গাড়িতে যাচ্ছিলেন । বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় । লরি চালককে হেফাজতে নেওয়া হয়েছে । রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে ।

তবে জাতীয় সড়কে এই ধরনের দুর্ঘটনা নতুন নয় ৷ রাতের অন্ধকারে দ্রুতগতি বা চালকের অন্যমনস্কতার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে অনেক সময় ৷ সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে বারবার এই নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয় (Awareness Campaign on Road Accident) ৷ রাতের দিকে সাবধানে গাড়ি চালাতে বলা হয় ৷ কিন্তু প্রশাসনের তরফে করা এই ধরনের প্রচারের পরও দুর্ঘটনা ঘটে ৷ যেমন এই দুর্ঘটনাটি ঘটেছে ৷

তবে কী কারণে দুর্ঘটনা, তা এখনও পুলিশ জানতে পারেনি ৷ ইসরো ক্যান্টিনের কর্মীদের গাড়ির চালকের দোষ নাকি ট্রাক নাকি তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ট্রাকের চালককে আটক করা হয়েছে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে ৷ এদিকে যাঁদের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়, তাঁদের নামও এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন: চলন্ত ট্রেনে মহিলাকে গণধর্ষণ ! গ্রেফতার টিকিট পরীক্ষক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.