ETV Bharat / bharat

Solar Eclipse 2023: বিরল হাইব্রিড সূর্যগ্রহণ, চলতি বছরের প্রথম এই গ্রহণ 100 বছরে কয়েকবার ঘটে - 2023 সালের প্রথম সূর্যগ্রহণ

এক শতাব্দী অর্থাৎ 100 বছরে মাত্র কয়েকবার ঘটে থাকে এই বিরল হাইব্রিড সূর্যগ্রহণ ৷ যা এবার ঘটতে চলেছে 20 এপ্রিল, বৃহস্পতিবার ৷ দেখা যাবে পশ্চিম অস্ট্রেলিয়া থেকে ৷

ETV BHARAT
বিরল হাইব্রিড সূর্যগ্রহণ
author img

By

Published : Apr 19, 2023, 10:53 PM IST

হায়দরাবাদ, 19 এপ্রিল: চলতি বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে বিশ্ববাসী ৷ 20 এপ্রিল বৃহস্পতিবার বৈশাখী অমাবস্যায় শুরু হবে সূর্যগ্রহণ ৷ 2023 সালে মোট চারটি গ্রহণ হবে ৷ যার মধ্যে দু'টো সূর্যগ্রহণ ও দু'টো চন্দ্রগ্রহণ ৷

তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার বৈশাখী অমাবস্যায় ঘটতে থাকা এই গ্রহণটি একটি বিরল হাইব্রিড সূর্যগ্রহণ ৷ যা প্রতি শতাব্দীতে মাত্র কয়েকবার ঘটে ৷ হাইব্রিড সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের সামনে চলে যায় ৷ তখন সূর্যের আলোকে সম্পূর্ণরূপে ঢেকে দেয় ৷ যার ফলে সেই সময় সূর্যালোক অন্য গ্রহে পৌঁছতে পারে না ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনার সময় পৃথিবীর কিছু অঞ্চল সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় ৷ কারণ পূর্ণিমা পৃথিবীর সমগ্র পৃষ্ঠজুড়ে তার ছায়া ফেলে ৷

মজার বিষয় হল, তিনটি ভিন্ন ধরনের সূর্যগ্রহণ রয়েছে ৷ তা হল পূর্ণ, আংশিক ও বৃত্তাকার ৷ এর মধ্যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে দেয় ৷ যখন কেবল তার বাইরের বায়ুমণ্ডল দৃশ্যমান হয় ৷ আংশিক সূর্যগ্রহণে চাঁদ আংশিকভাবে সূর্যকে ঢেকে দেয় ৷ অর্থাৎ, সূর্যের একটা অংশ ঢেকে দেয় ৷ সূর্যের বাকি অংশের আলো পৃথিবীতে আসে ৷ বৃত্তাকার সূর্যগ্রহণে সূর্যকে ঢেকে রাখার সময় চাঁদ সূর্যের চেয়ে ছোট দেখায় ৷ যা দেখে আমাদের মনে হয় আগুনের একটি বলয়ে ঢাকা রয়েছে ৷

বৃহস্পতিবারের এই হাইব্রিড সূর্যগ্রহণ শুধুমাত্র পশ্চিম অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে ৷ অস্ট্রেলিয়ার নিঙ্গালু উপকূলের উপর ভিত্তি করে এটিকে নিঙ্গালু গ্রহণও বলা হয় ৷ যেখান থেকে এই গ্রহণটি দেখা যাবে ৷ দুর্ভাগ্যবশত, আংশিক হোক বা সম্পূর্ণ, ভারত এই গ্রহণের কোনও অংশই দেখতে পাবে না ৷ সূর্যগ্রহণ দেখার সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ৷ 14-শেডের ওয়েলডিং গ্লাস, অ্যালুমিনাইজড মাইলার বা কালো পলিমারের মতো ফিলটার ব্যবহার করে এটি দেখতে পারেন ৷ এছাড়াও দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করেও এই গ্রহণ দেখতে পারেন ৷ খালি চোখে কখনওই গ্রহণ দেখা উচিত নয় ৷

আরও পড়ুন : কোন রাশিতে পড়বে সূর্যগ্রহণের প্রভাব ? জেনে নিন, তা ভালো না খারাপ

হায়দরাবাদ, 19 এপ্রিল: চলতি বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে বিশ্ববাসী ৷ 20 এপ্রিল বৃহস্পতিবার বৈশাখী অমাবস্যায় শুরু হবে সূর্যগ্রহণ ৷ 2023 সালে মোট চারটি গ্রহণ হবে ৷ যার মধ্যে দু'টো সূর্যগ্রহণ ও দু'টো চন্দ্রগ্রহণ ৷

তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার বৈশাখী অমাবস্যায় ঘটতে থাকা এই গ্রহণটি একটি বিরল হাইব্রিড সূর্যগ্রহণ ৷ যা প্রতি শতাব্দীতে মাত্র কয়েকবার ঘটে ৷ হাইব্রিড সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের সামনে চলে যায় ৷ তখন সূর্যের আলোকে সম্পূর্ণরূপে ঢেকে দেয় ৷ যার ফলে সেই সময় সূর্যালোক অন্য গ্রহে পৌঁছতে পারে না ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনার সময় পৃথিবীর কিছু অঞ্চল সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় ৷ কারণ পূর্ণিমা পৃথিবীর সমগ্র পৃষ্ঠজুড়ে তার ছায়া ফেলে ৷

মজার বিষয় হল, তিনটি ভিন্ন ধরনের সূর্যগ্রহণ রয়েছে ৷ তা হল পূর্ণ, আংশিক ও বৃত্তাকার ৷ এর মধ্যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে দেয় ৷ যখন কেবল তার বাইরের বায়ুমণ্ডল দৃশ্যমান হয় ৷ আংশিক সূর্যগ্রহণে চাঁদ আংশিকভাবে সূর্যকে ঢেকে দেয় ৷ অর্থাৎ, সূর্যের একটা অংশ ঢেকে দেয় ৷ সূর্যের বাকি অংশের আলো পৃথিবীতে আসে ৷ বৃত্তাকার সূর্যগ্রহণে সূর্যকে ঢেকে রাখার সময় চাঁদ সূর্যের চেয়ে ছোট দেখায় ৷ যা দেখে আমাদের মনে হয় আগুনের একটি বলয়ে ঢাকা রয়েছে ৷

বৃহস্পতিবারের এই হাইব্রিড সূর্যগ্রহণ শুধুমাত্র পশ্চিম অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে ৷ অস্ট্রেলিয়ার নিঙ্গালু উপকূলের উপর ভিত্তি করে এটিকে নিঙ্গালু গ্রহণও বলা হয় ৷ যেখান থেকে এই গ্রহণটি দেখা যাবে ৷ দুর্ভাগ্যবশত, আংশিক হোক বা সম্পূর্ণ, ভারত এই গ্রহণের কোনও অংশই দেখতে পাবে না ৷ সূর্যগ্রহণ দেখার সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ৷ 14-শেডের ওয়েলডিং গ্লাস, অ্যালুমিনাইজড মাইলার বা কালো পলিমারের মতো ফিলটার ব্যবহার করে এটি দেখতে পারেন ৷ এছাড়াও দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করেও এই গ্রহণ দেখতে পারেন ৷ খালি চোখে কখনওই গ্রহণ দেখা উচিত নয় ৷

আরও পড়ুন : কোন রাশিতে পড়বে সূর্যগ্রহণের প্রভাব ? জেনে নিন, তা ভালো না খারাপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.