ETV Bharat / bharat

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফার চিকিৎসা সরঞ্জাম পৌঁছল ভারতে - কোভিড-19

সেই কারণে কী কী লাগবে, তার তালিকায় বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলিতে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ বিশেষ নজর দেওয়া হয়েছে অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, অক্সিজেন কনসেনট্রেটর এবং ছোট ও বড় অক্সিজেন সিলিন্ডারের দিকে ৷

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফার চিকিৎসা সরঞ্জাম পৌঁছল ভারতে
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফার চিকিৎসা সরঞ্জাম পৌঁছল ভারতে
author img

By

Published : Apr 30, 2021, 1:08 PM IST

নয়াদিল্লি, 30 এপ্রিল : মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফার চিকিৎসা সরঞ্জাম এল ভারতে ৷ শুক্রবার সকালে প্রথম দফার চিকিৎসা সরঞ্জাম এসে পৌঁছয় ৷ সূত্র মারফত জানা গিয়েছে যে সেখানে ভারতীয় দূতাবাসের তরফে জরুরি ওষুধ ও অক্সিজেন সংক্রান্ত সরঞ্জামের দিকেই বেশি নজর দিতে বলা হয়েছে ৷

সেই কারণে কী কী লাগবে, তার তালিকায় বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলিতে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ বিশেষ নজর দেওয়া হয়েছে অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, অক্সিজেন কনসেনট্রেটর এবং ছোট ও বড় অক্সিজেন সিলিন্ডারের দিকে ৷ এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ থেকে রেমডিসিভির, টোসিলিজুমাব এবং ফ্যাবিপিরাভিরের মতো গুরুত্বপূর্ণ ওষুধ আনার দিকেও নজর দেওয়া হয়েছে ৷

এছাড়া জানা গিয়েছে যে ভারত করোনার ভ্যাকসিনের সমস্ত সরঞ্জাম আনার দিকে নজর দিয়েছে ৷ ওই সূত্র জানাচ্ছে যে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির মাধ্যমে অধিকাংশ কাঁচামাল-সহ অন্যান্য চিকিৎসা সামগ্রী আনা হচ্ছে ৷ আবার বেসরকারি উদ্যোগ, কেন্দ্রীয় সরকারের ও রাজ্য সরকারগুলির উদ্যোগেও বিদেশ থেকে সরঞ্জাম আসছে ৷ তবে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়নি ৷ তবে এই পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে ৷

আরও পড়ুন : এবার ভারতের পাশে বাংলাদেশ, করোনা মোকাবিলায় ওষুধ পাঠাচ্ছে হাসিনার সরকার

এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভারতে করোনার সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে অক্সিজেনের সংকট বড় হয়ে দাঁড়িয়েছে ৷ এই পরিস্থিতিতে বিদেশ থেকে অক্সিজেন তৈরির সরঞ্জাম ভারতে আনা হচ্ছে ৷ এই কাজ করছে বায়ুসেনা ৷ বিশ্বের বিভিন্ন দেশ এই সংকটে ভারতের পাশে দাঁড়িয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরঞ্জাম চলে এল ৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরঞ্জাম আনা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল ৷ পরে তা কেটে যায় ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

নয়াদিল্লি, 30 এপ্রিল : মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফার চিকিৎসা সরঞ্জাম এল ভারতে ৷ শুক্রবার সকালে প্রথম দফার চিকিৎসা সরঞ্জাম এসে পৌঁছয় ৷ সূত্র মারফত জানা গিয়েছে যে সেখানে ভারতীয় দূতাবাসের তরফে জরুরি ওষুধ ও অক্সিজেন সংক্রান্ত সরঞ্জামের দিকেই বেশি নজর দিতে বলা হয়েছে ৷

সেই কারণে কী কী লাগবে, তার তালিকায় বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলিতে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ বিশেষ নজর দেওয়া হয়েছে অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, অক্সিজেন কনসেনট্রেটর এবং ছোট ও বড় অক্সিজেন সিলিন্ডারের দিকে ৷ এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ থেকে রেমডিসিভির, টোসিলিজুমাব এবং ফ্যাবিপিরাভিরের মতো গুরুত্বপূর্ণ ওষুধ আনার দিকেও নজর দেওয়া হয়েছে ৷

এছাড়া জানা গিয়েছে যে ভারত করোনার ভ্যাকসিনের সমস্ত সরঞ্জাম আনার দিকে নজর দিয়েছে ৷ ওই সূত্র জানাচ্ছে যে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির মাধ্যমে অধিকাংশ কাঁচামাল-সহ অন্যান্য চিকিৎসা সামগ্রী আনা হচ্ছে ৷ আবার বেসরকারি উদ্যোগ, কেন্দ্রীয় সরকারের ও রাজ্য সরকারগুলির উদ্যোগেও বিদেশ থেকে সরঞ্জাম আসছে ৷ তবে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়নি ৷ তবে এই পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে ৷

আরও পড়ুন : এবার ভারতের পাশে বাংলাদেশ, করোনা মোকাবিলায় ওষুধ পাঠাচ্ছে হাসিনার সরকার

এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভারতে করোনার সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে অক্সিজেনের সংকট বড় হয়ে দাঁড়িয়েছে ৷ এই পরিস্থিতিতে বিদেশ থেকে অক্সিজেন তৈরির সরঞ্জাম ভারতে আনা হচ্ছে ৷ এই কাজ করছে বায়ুসেনা ৷ বিশ্বের বিভিন্ন দেশ এই সংকটে ভারতের পাশে দাঁড়িয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরঞ্জাম চলে এল ৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরঞ্জাম আনা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল ৷ পরে তা কেটে যায় ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.