ETV Bharat / bharat

Zika Virus in Karnataka: কর্ণাটকে জিকা ভাইরাসে আক্রান্ত 5 বছরের নাবালিকা - কর্নাটকে জিকা ভাইরাসে আক্রান্ত

কর্ণাটকে প্রথম জিকা ভাইরাসে সংক্রামিতের সন্ধান মিলল ৷ একটি 5 বছরের নাবালিকা আক্রান্ত হয়েছে (Zika Virus Case) ৷

Zika Virus
ETV Bharat
author img

By

Published : Dec 13, 2022, 10:12 AM IST

বেঙ্গালুরু, 13 ডিসেম্বর: জিকা ভাইরাসে আক্রান্ত 5 বছরের এক নাবালিকা, জানাচ্ছে পুনে ল্যাবরেটরির রিপোর্ট ৷ কর্ণাটকের এই নাবালিকা এবং তার পরিবারকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে (5 years old girl tests positive of Zika Virus in Karnataka) ৷

রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ডাঃ কে সুধাকর বলেন, "রাজ্যে এটাই প্রথম কেস ৷ সরকার সতর্ক ৷ খুব ভালোভাবে পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে ৷ আমাদের দফতর এই পরিস্থিতি সামলাতে প্রস্তুত ৷"

এ মাসের প্রথম দিকে, পুনের বাভধান এলাকায় 67 বছরের এক প্রৌঢ়ের শরীরে জিকা ভাইরাসের সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছিল, জানিয়েছে স্বাস্থ্য দফতর ৷ তিনি মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা ৷ তিনি 6 নভেম্বর মহারাষ্ট্রের পুনেতে এসেছিলেন ৷

16 নভেম্বর প্রৌঢ় জ্বর নিয়ে জাহাঙ্গির হাসপাতালে চিকিৎসককে দেখাতে আসেন ৷ তাঁর কাশি, গাঁটে গাঁটে ব্যথা এবং ক্লান্তিও ছিল ৷ 18 নভেম্বর একটি বেসরকারি ল্যাবরেটরিতে পরীক্ষায় তাঁর শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় ৷ তবে ওই রোগী শারীরিকভাবে স্থিতিশীল, জানিয়েছে স্বাস্থ্য দফতর ৷

আরও পড়ুন: আরও 4 জন, কেরালায় চিন্তা বাড়িয়ে জ়িকায় আক্রান্ত 23

বেঙ্গালুরু, 13 ডিসেম্বর: জিকা ভাইরাসে আক্রান্ত 5 বছরের এক নাবালিকা, জানাচ্ছে পুনে ল্যাবরেটরির রিপোর্ট ৷ কর্ণাটকের এই নাবালিকা এবং তার পরিবারকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে (5 years old girl tests positive of Zika Virus in Karnataka) ৷

রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ডাঃ কে সুধাকর বলেন, "রাজ্যে এটাই প্রথম কেস ৷ সরকার সতর্ক ৷ খুব ভালোভাবে পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে ৷ আমাদের দফতর এই পরিস্থিতি সামলাতে প্রস্তুত ৷"

এ মাসের প্রথম দিকে, পুনের বাভধান এলাকায় 67 বছরের এক প্রৌঢ়ের শরীরে জিকা ভাইরাসের সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছিল, জানিয়েছে স্বাস্থ্য দফতর ৷ তিনি মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা ৷ তিনি 6 নভেম্বর মহারাষ্ট্রের পুনেতে এসেছিলেন ৷

16 নভেম্বর প্রৌঢ় জ্বর নিয়ে জাহাঙ্গির হাসপাতালে চিকিৎসককে দেখাতে আসেন ৷ তাঁর কাশি, গাঁটে গাঁটে ব্যথা এবং ক্লান্তিও ছিল ৷ 18 নভেম্বর একটি বেসরকারি ল্যাবরেটরিতে পরীক্ষায় তাঁর শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় ৷ তবে ওই রোগী শারীরিকভাবে স্থিতিশীল, জানিয়েছে স্বাস্থ্য দফতর ৷

আরও পড়ুন: আরও 4 জন, কেরালায় চিন্তা বাড়িয়ে জ়িকায় আক্রান্ত 23

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.