ETV Bharat / bharat

ভারতীয় সেনায় যুক্ত হল মহিলা সেনা পুলিশের প্রথম বাহিনী - বেঙ্গালুরুর দ্য কর্প অফ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল

ভারতীয় সেনায় যুক্ত হল মহিলা সেনা পুলিশের বাহিনী ৷ 83 সদস্যের সেই বাহিনী আজ বেঙ্গালুরুর দ্য কর্প অফ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলের দ্রোণাচার্য প্যারেড গ্রাউন্ডে প্যারডে অংশ নিল ৷

first-batch-of-women-military-police-inducted-into-indian-army
ভারতীয় সেনায় যুক্ত হল মহিলা সেনা পুলিশের প্রথম বাহিনী
author img

By

Published : May 8, 2021, 7:26 PM IST

বেঙ্গালুরু, 8 মে : মহিলা সেনা পুলিশের সংযুক্তিকরণ হল ভারতীয় সেনায় ৷ শনিবার বেঙ্গালুরুর দ্য কর্প অফ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলের দ্রোণাচার্য প্যারেড গ্রাউন্ডে প্রথম মহিলা সেনা পুলিশের 83 জন সদস্য প্যারেডে অংশ নিলেন ৷ করোনা আবহ পরিস্থিতির কথা মাথায় রেখে খুবই সামান্য আয়োজনের মধ্যে এই প্যারেড অনুষ্ঠিত হয় ৷

দ্য কর্প অফ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ডান্ট মহিলা সেনাবাহিনীর এই প্যারেডের মূল্যায়ন করেন ৷ তাঁরা তাঁদের অসাধারণ ড্রিলের মাধ্যমে সেখানে উপস্থিত আধিকারিকদের মন জয় করে নেন ৷ আর সেই সঙ্গে 61 সপ্তাহের কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলভাবে নিজেদের প্রমাণ করায়, দ্য কর্প অফ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ডান্ট বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানান ৷

আরও পড়ুন : আইএনএএস 323-র সংযুক্তি হল ভারতীয় নৌবাহিনীতে

সেনার মহিলা পুলিশ বাহিনীর এই 61 সপ্তাহের অনুশীলনে ছিল মিলিটারি ট্রেনিং এবং প্রোভোস্ট ট্রেনিং ৷ যেখানে যুদ্ধবন্দিদের কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, পুলিশের কর্তব্য এবং আনুষ্ঠানিক কর্তব্য শেখানো হয়েছে ৷ সেই সঙ্গে স্কিল ডেভলপমেন্ট যার মধ্যে গাড়ি চালানো এবং গাড়ি কীভাবে ঠিক করতে হয় এ সেই সঙ্গে সিগন্যাল সম্পর্কেও সেখানো হয়েছে ৷

বেঙ্গালুরু, 8 মে : মহিলা সেনা পুলিশের সংযুক্তিকরণ হল ভারতীয় সেনায় ৷ শনিবার বেঙ্গালুরুর দ্য কর্প অফ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলের দ্রোণাচার্য প্যারেড গ্রাউন্ডে প্রথম মহিলা সেনা পুলিশের 83 জন সদস্য প্যারেডে অংশ নিলেন ৷ করোনা আবহ পরিস্থিতির কথা মাথায় রেখে খুবই সামান্য আয়োজনের মধ্যে এই প্যারেড অনুষ্ঠিত হয় ৷

দ্য কর্প অফ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ডান্ট মহিলা সেনাবাহিনীর এই প্যারেডের মূল্যায়ন করেন ৷ তাঁরা তাঁদের অসাধারণ ড্রিলের মাধ্যমে সেখানে উপস্থিত আধিকারিকদের মন জয় করে নেন ৷ আর সেই সঙ্গে 61 সপ্তাহের কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলভাবে নিজেদের প্রমাণ করায়, দ্য কর্প অফ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ডান্ট বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানান ৷

আরও পড়ুন : আইএনএএস 323-র সংযুক্তি হল ভারতীয় নৌবাহিনীতে

সেনার মহিলা পুলিশ বাহিনীর এই 61 সপ্তাহের অনুশীলনে ছিল মিলিটারি ট্রেনিং এবং প্রোভোস্ট ট্রেনিং ৷ যেখানে যুদ্ধবন্দিদের কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, পুলিশের কর্তব্য এবং আনুষ্ঠানিক কর্তব্য শেখানো হয়েছে ৷ সেই সঙ্গে স্কিল ডেভলপমেন্ট যার মধ্যে গাড়ি চালানো এবং গাড়ি কীভাবে ঠিক করতে হয় এ সেই সঙ্গে সিগন্যাল সম্পর্কেও সেখানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.