আগরতলা, 20 নভেম্বর : ত্রিপুরার পানিসাগরে ভয়াবহ আগুন ৷ মুহূর্তে পুড়ে খাক হয়ে গেল অন্তত 18টি কুঁড়ে ঘর ৷ ঘটনাটি ঘটেছে পানিসাগর মহকুমার হামসাপাড়া ত্রাণশিবিরে ৷ পড়শি মিজোরাম থেকে উৎখাত হওয়া ব্রু উপজাতির মানুষরা এখানে থাকেন ৷ সেই ত্রাণশিবিরেই ছড়িয়ে পড়ে বিধ্বংসী আগুন ৷
আরও পড়ুন : Rajasthan Bus Accident : বারমেরে ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, মৃত 5
পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগে ৷ তারপর তা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা শিবিরে ৷ ওই পুলিশ আধিকারিক বলেন, ‘‘অন্তত 18টি অস্থায়ী বাসস্থান আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ এরপর বাসিন্দারা নিজেরাই আশপাশের আরও বেশ কয়েকটি ঝুপড়ি ভেঙে দেন ৷ তা না হলে আগুন আরও ছড়িয়ে পড়ত ৷’’ আগুন বাগে আনতে আশপাশের শুকনো গাছপালাও ভেঙে দেওয়া হয় ৷ তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ পুলিশ অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে ৷
মিজোরাম ব্রু ডিসপ্লেস্ড পিপলস ফোরামের সাধারণ সম্পাদক ব্রুনো এমশা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ প্রথম আগুন লাগে ৷ মুহূর্তে তা ছড়িয়ে পড়ে গোটা ত্রাণশিবিরে ৷ প্রাণ ভয়ে হুড়োহুড়ি শুরু করে দেন বাসিন্দারা ৷ প্রাথমিকভাবে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন ৷ পরে ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগান দমকলকর্মীরা ৷
আরও পড়ুন : Surat Fire : মাস্ক তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, হত 2, আহত 15
এদিনের এই ঘটনায় ঘোর বিপাকে পড়েছেন ত্রাণশিবিরের বাসিন্দারা ৷ তথ্য বলছে, এই মুহূর্তে ত্রিপুরার অন্তত 11টি জায়গায় ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন মিজোরাম থেকে আসা ব্রু উপজাতির মানুষরা ৷ ভিটেমাটি হারিয়ে আজ তাঁরা অসহায় ৷