ETV Bharat / bharat

Six People Burnt: ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত 6, তদন্তে পুলিশ - Six People Burnt

বাড়িতে আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত 6 জন (Six People Burnt) ৷ ঘটনাটি ঘটেছে মাঞ্চরিয়ালা জেলার মন্দামারি মণ্ডলের (Mandamarri mandal) ভেঙ্কটাপুরে (Venkatapur)।

Six People Burnt
আগুন লেগে মৃত 6
author img

By

Published : Dec 17, 2022, 12:28 PM IST

ভেঙ্কটাপুর (তেলেঙ্গানা), 17 ডিসেম্বর: বাড়িতে আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত 6 জন (Six People Burnt) ৷ ঘটনাটি ঘটেছে মাঞ্চরিয়ালা জেলার মন্দামারি মণ্ডলের (Mandamarri mandal) ভেঙ্কটাপুরে (Venkatapur)। মৃতরা হলেন, বাড়ির মালিক শিবায় (50), তাঁর স্ত্রী পদ্মা (45), পদ্মার বড় বোনের মেয়ে মৌনিকা (23), মৌনিকার দুই মেয়ে ও আরেক আত্মীয় শান্তা নামে একজন মারা যান ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় । পুলিশ দেহগুলি উদ্ধারের জন্য ব্যবস্থা নিয়েছে । তবে শর্ট সার্কিট নাকি অন্য় কোনও কারণে আগুন লেগেছে তার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ভেঙ্কটাপুর (তেলেঙ্গানা), 17 ডিসেম্বর: বাড়িতে আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত 6 জন (Six People Burnt) ৷ ঘটনাটি ঘটেছে মাঞ্চরিয়ালা জেলার মন্দামারি মণ্ডলের (Mandamarri mandal) ভেঙ্কটাপুরে (Venkatapur)। মৃতরা হলেন, বাড়ির মালিক শিবায় (50), তাঁর স্ত্রী পদ্মা (45), পদ্মার বড় বোনের মেয়ে মৌনিকা (23), মৌনিকার দুই মেয়ে ও আরেক আত্মীয় শান্তা নামে একজন মারা যান ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় । পুলিশ দেহগুলি উদ্ধারের জন্য ব্যবস্থা নিয়েছে । তবে শর্ট সার্কিট নাকি অন্য় কোনও কারণে আগুন লেগেছে তার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: 6টি ইঞ্জিনের চেষ্টায় আয়ত্তে হাবড়ার রেলবস্তির আগুন, পুড়ে ছাই 50টি ঘর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.