ETV Bharat / bharat

গুজরাতে কোরোনা হাসপাতালে আগুন, মৃত 6 - গুজরাত

রাজকোটে কোভিড হাসপাতালে আগুন ৷ মৃত 6 রোগী ৷

হাসপাতালে আগুন
হাসপাতালে আগুন
author img

By

Published : Nov 27, 2020, 10:39 AM IST

রাজকোট, 27 নভেম্বর : গুজরাতের রাজকোটে কোভিড হাসপাতালে আগুন ৷ মৃত ৬ ৷ বৃহস্পতিবার গভীর রাতে রাজকোটের শিবানন্দ হাসপাতালের ICU ওয়ার্ডে আগুন লাগে । সেই সময় ওই ওয়ার্ডে 11 জন কোরোনা রোগী ভরতি ছিলেন ৷ আগুনে ঝলসে মৃত্যু হয় ৬ জনের ।

আগুনে জখম হয়েছেন আরও কয়েকজন ৷ তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷

তদন্ত শুরু করেছে দমকল বিভাগ ৷ জখম রোগীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ তবে গভীর রাতে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখবে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

রাজকোট, 27 নভেম্বর : গুজরাতের রাজকোটে কোভিড হাসপাতালে আগুন ৷ মৃত ৬ ৷ বৃহস্পতিবার গভীর রাতে রাজকোটের শিবানন্দ হাসপাতালের ICU ওয়ার্ডে আগুন লাগে । সেই সময় ওই ওয়ার্ডে 11 জন কোরোনা রোগী ভরতি ছিলেন ৷ আগুনে ঝলসে মৃত্যু হয় ৬ জনের ।

আগুনে জখম হয়েছেন আরও কয়েকজন ৷ তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷

তদন্ত শুরু করেছে দমকল বিভাগ ৷ জখম রোগীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ তবে গভীর রাতে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখবে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.