ETV Bharat / bharat

Fire in Jorhat Chowk Bazaar: জোরহাটের চকবাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই পাঁচশোরও বেশি দোকান - Fire Broke Out at Historic Chowk Bazaar

অসমের জোরহাটের বিখ্যাত চকবাজার ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire in Jorhat Chowk Bazaar) ৷ বৃহস্পতিবার রাতে লাগা ওই আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি বলে খবর ৷

Fire in Jorhat Chowk Bazaar ETV BHARAT
Fire in Jorhat Chowk Bazaar
author img

By

Published : Feb 17, 2023, 10:31 AM IST

জোরহাট (অসম), 17 ফেব্রুয়ারি: 2 মাসের মাথায় ফের বিধ্বংসী আগুন অসমের জোরহাটে ৷ শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র চকবাজারে বৃহস্পতিবার রাত সাড়ে 9টা নাগাদ আগুন লাগে (Fire Broke Out at Historic Chowk Bazaar in Jorhat) ৷ মুহূর্তের মধ্যে সেই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা ৷ প্রাথমিকভাবে পুলিশে যে রিপোর্ট করা হয়েছে, তাতে বেশ কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের ৷ ঘটনায় আগুন আজ সকাল পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গিয়েছে ৷ দমকলের অংসখ্য ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে চলেছে ৷

বৃহস্পতিবার রাতের এই বিধ্বংসী আগুনের ঘটনায় কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ করেছেন ব্যবসায়ীদের একাংশ ৷ তাঁদের অভিযোগ স্থানীয় কিছু দুষ্কৃতী ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়েছে ৷ তবে ঠিক কেন তাঁরা এই অভিযোগ করেছেন তা জানা যায়নি ৷ দমকলের তরফে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগে থাকতে পারে ৷ ভয়াবহ এই আগুনের ঘটনায় জোরহাটের বিখ্যাত চকবাজারের প্রায় 530টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে ৷

এই অগ্নিকাণ্ডের জেরে বহু ব্যবসায়ীর দোকান ও গুদাম পুরোপুরি জ্বলে শেষ হয়ে গিয়েছে ৷ আগুনে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই ৷ তাঁদের উপার্জনের পথ বন্ধ হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়, সেই দিকেই তাকিয়ে চকবাজারের ব্যবসায়ীদের সংগঠন ৷ উল্লেখ্য, এই বাজারে একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে ৷ তবে, এত বড় আগুন এর লাগেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা ৷ তারপরেও কেন অগ্নি নির্বাপণ ব্যবস্থা আরও উন্নত করা হয়নি ? সেই প্রশ্ন উঠছে ৷

আরও পড়ুন: বয়লার বিস্ফোরণের জেরেই বিপত্তি, নাসিক অগ্নিকাণ্ডে মৃত দুই; আহত কমপক্ষে 17

বৃহস্পতিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি ৷ আগুন নেভানোর জন্য জোরহাট জেলার প্রতিটি জায়গা থেকে দমকলের ইঞ্জিন গিয়ে পৌঁছেছে ৷ সেগুলি বাজারের ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে ৷ তবে, অনেক বড় বাজার এলাকা হওয়ায় এবং দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়ছেন দমকলের কর্মীরা ৷

জোরহাট (অসম), 17 ফেব্রুয়ারি: 2 মাসের মাথায় ফের বিধ্বংসী আগুন অসমের জোরহাটে ৷ শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র চকবাজারে বৃহস্পতিবার রাত সাড়ে 9টা নাগাদ আগুন লাগে (Fire Broke Out at Historic Chowk Bazaar in Jorhat) ৷ মুহূর্তের মধ্যে সেই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা ৷ প্রাথমিকভাবে পুলিশে যে রিপোর্ট করা হয়েছে, তাতে বেশ কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের ৷ ঘটনায় আগুন আজ সকাল পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গিয়েছে ৷ দমকলের অংসখ্য ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে চলেছে ৷

বৃহস্পতিবার রাতের এই বিধ্বংসী আগুনের ঘটনায় কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ করেছেন ব্যবসায়ীদের একাংশ ৷ তাঁদের অভিযোগ স্থানীয় কিছু দুষ্কৃতী ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়েছে ৷ তবে ঠিক কেন তাঁরা এই অভিযোগ করেছেন তা জানা যায়নি ৷ দমকলের তরফে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগে থাকতে পারে ৷ ভয়াবহ এই আগুনের ঘটনায় জোরহাটের বিখ্যাত চকবাজারের প্রায় 530টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে ৷

এই অগ্নিকাণ্ডের জেরে বহু ব্যবসায়ীর দোকান ও গুদাম পুরোপুরি জ্বলে শেষ হয়ে গিয়েছে ৷ আগুনে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই ৷ তাঁদের উপার্জনের পথ বন্ধ হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়, সেই দিকেই তাকিয়ে চকবাজারের ব্যবসায়ীদের সংগঠন ৷ উল্লেখ্য, এই বাজারে একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে ৷ তবে, এত বড় আগুন এর লাগেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা ৷ তারপরেও কেন অগ্নি নির্বাপণ ব্যবস্থা আরও উন্নত করা হয়নি ? সেই প্রশ্ন উঠছে ৷

আরও পড়ুন: বয়লার বিস্ফোরণের জেরেই বিপত্তি, নাসিক অগ্নিকাণ্ডে মৃত দুই; আহত কমপক্ষে 17

বৃহস্পতিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি ৷ আগুন নেভানোর জন্য জোরহাট জেলার প্রতিটি জায়গা থেকে দমকলের ইঞ্জিন গিয়ে পৌঁছেছে ৷ সেগুলি বাজারের ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে ৷ তবে, অনেক বড় বাজার এলাকা হওয়ায় এবং দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়ছেন দমকলের কর্মীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.