ETV Bharat / bharat

দেরাদুনগামী শতাব্দী এক্সপ্রেসের কামরায় আগুন - শতাব্দী এক্সপ্রেসে আগুন

আগুন লাগার সঙ্গে সঙ্গে কামরাটিকে ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয় ৷

শতাব্দী এক্সপ্রেস
ছবি
author img

By

Published : Mar 13, 2021, 2:37 PM IST

Updated : Mar 13, 2021, 4:27 PM IST

দেরাদুন, 13 মার্চ : নয়াদিল্লি থেকে দেরাদুনগামী শতাব্দী এক্সপ্রেসের বাতানকুল কামরায় আগুন ৷ প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিটের জন্যেই আগুন লেগেছে কামরায় ৷ উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, কামরা থেকে সকল যাত্রীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে ৷ দুর্ঘটনাটি ঘটেছে কাঁসরোর কাছে ৷ আগুন অবশ্য পরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷

এই কাঁসরো স্টেশনটি রাজাজি জাতীয় উদ্যানের একেবারে ভিতরের দিকে পড়ে ৷ কাঁসরো স্টেশনের কাছে যখন বাতানুকুল সি 4 কামরায় আগুন লাগে, সঙ্গে সঙ্গে কামরাটিকে বাকি ট্রেনের থেকে আলাদা করে দেওয়া হয় ৷

কাঁসরোর কাছে দেরাদুনগামী শতাব্দী এক্সপ্রেসের কামরায় আগুন

আরও পড়ুন : কেন অগ্নিকাণ্ডের সময় লিফট ব্যবহার দমকলকর্মীদের ? উঠছে প্রশ্ন

আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থানে আসেন কাঁসরো রেঞ্জের আধিকারিক ৷ যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কামরা থেকে যাত্রীদের বের করে আনা হয় ৷ নয়াদিল্লি থেকে সকাল 6টার সময় শতাব্দী এক্সপ্রেসটি রওনা হয় ৷ দেরাদুন পৌঁছানোর কথা ছিল দুপুর 12 টো নাগাদ ৷ কিন্তু হরিদ্বার ও রাইওয়ালার মাঝে কাঁসরোর বনে ট্রেনটিতে আগুন লেগে যায় ৷

শতাব্দী এক্সপ্রেস
ভষ্মীভূত শতাব্দী এক্সপ্রেসের সি 4 কামরা

দেরাদুন, 13 মার্চ : নয়াদিল্লি থেকে দেরাদুনগামী শতাব্দী এক্সপ্রেসের বাতানকুল কামরায় আগুন ৷ প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিটের জন্যেই আগুন লেগেছে কামরায় ৷ উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, কামরা থেকে সকল যাত্রীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে ৷ দুর্ঘটনাটি ঘটেছে কাঁসরোর কাছে ৷ আগুন অবশ্য পরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷

এই কাঁসরো স্টেশনটি রাজাজি জাতীয় উদ্যানের একেবারে ভিতরের দিকে পড়ে ৷ কাঁসরো স্টেশনের কাছে যখন বাতানুকুল সি 4 কামরায় আগুন লাগে, সঙ্গে সঙ্গে কামরাটিকে বাকি ট্রেনের থেকে আলাদা করে দেওয়া হয় ৷

কাঁসরোর কাছে দেরাদুনগামী শতাব্দী এক্সপ্রেসের কামরায় আগুন

আরও পড়ুন : কেন অগ্নিকাণ্ডের সময় লিফট ব্যবহার দমকলকর্মীদের ? উঠছে প্রশ্ন

আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থানে আসেন কাঁসরো রেঞ্জের আধিকারিক ৷ যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কামরা থেকে যাত্রীদের বের করে আনা হয় ৷ নয়াদিল্লি থেকে সকাল 6টার সময় শতাব্দী এক্সপ্রেসটি রওনা হয় ৷ দেরাদুন পৌঁছানোর কথা ছিল দুপুর 12 টো নাগাদ ৷ কিন্তু হরিদ্বার ও রাইওয়ালার মাঝে কাঁসরোর বনে ট্রেনটিতে আগুন লেগে যায় ৷

শতাব্দী এক্সপ্রেস
ভষ্মীভূত শতাব্দী এক্সপ্রেসের সি 4 কামরা
Last Updated : Mar 13, 2021, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.