ETV Bharat / bharat

Fire at Delhi AIIMS: দিল্লি এইমসের এন্ডোস্কোপি রুমে আগুন, সরানো হল রোগীদের - এন্ডোস্কোপি রুমে আগুন

Fire breaks out at Delhi AIIMS: সোমবার সকালে আগুন লাগল দিল্লি এইমসের এন্ডোস্কোপি রুমে ৷ সঙ্গে সঙ্গে সেই ঘর থেকে সরানো হয় রোগীদের ৷ এই ঘটনায় আতঙ্ক ছড়ায় ৷

Image Courtesy: ANI Twitter
ছবি সৌজন্য: এএনআই টুইটার
author img

By

Published : Aug 7, 2023, 1:42 PM IST

Updated : Aug 7, 2023, 1:58 PM IST

নয়াদিল্লি, 7 অগস্ট: বিধ্বংসী আগুন লাগল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ৷ সোমবার এইমসের দ্বিতীয় তলে এন্ডোস্কোপি রুমে আগুন লাগে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ এই ঘটনায় হাসপাতালে তীব্র আতঙ্ক ছড়ায় ৷ যুদ্ধকালীন তৎপরতায় ওই ঘর থেকে সব রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় ৷ দমকলের আটটি ইঞ্জিন দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে ৷ তবে আগুন লাগার কারণে এখনও জানা যায়নি ৷

এন্ডোস্কোপি রুমে আগুন: সোমবার সকালে আগুন লাগে এইমস হাসপাতালের এন্ডোস্কোপি রুমে ৷ ছবি ও ভিডিয়োয় দেখা গিয়েছে, জানলা গিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে ৷ দেখা যায় আগুনের লেলিহান শিখাও ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে ৷ আধিকারিকরা জানিয়েছেন যে, আগুনের বিষয়ে বেলা 11.54-র দিকে তাঁদের কাছে তথ্য আসে ৷ এরপরই দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷

  • #WATCH | Delhi: A fire broke out in the endoscopy room of AIIMS. All people evacuated.

    More than 6 fire tenders sent, say Delhi Fire Service

    Further details are awaited. pic.twitter.com/u8iomkvEpX

    — ANI (@ANI) August 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিধ্বংসী আগুন! 100 রোগীকে স্থানান্তরিত করল হাসপাতাল

নিরাপদে সরানো হয় রোগীদের: সূত্র জানিয়েছে, পুরনো ওপিডির দ্বিতীয় তলায় জরুরি ওয়ার্ডের উপরে অবস্থিত এন্ডোস্কোপি রুমে আগুন লাগে । সেই ঘরের সব রোগীকে একে একে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷

আতঙ্ক ছড়ায় হাসপাতালে: এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় হাসপাতালের রোগী ও রোগীর আত্মীয়দের মধ্যে ৷ তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে হাসপাতাল সূত্র ৷ দমকলের তরফে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় ৷ কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

নয়াদিল্লি, 7 অগস্ট: বিধ্বংসী আগুন লাগল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ৷ সোমবার এইমসের দ্বিতীয় তলে এন্ডোস্কোপি রুমে আগুন লাগে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ এই ঘটনায় হাসপাতালে তীব্র আতঙ্ক ছড়ায় ৷ যুদ্ধকালীন তৎপরতায় ওই ঘর থেকে সব রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় ৷ দমকলের আটটি ইঞ্জিন দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে ৷ তবে আগুন লাগার কারণে এখনও জানা যায়নি ৷

এন্ডোস্কোপি রুমে আগুন: সোমবার সকালে আগুন লাগে এইমস হাসপাতালের এন্ডোস্কোপি রুমে ৷ ছবি ও ভিডিয়োয় দেখা গিয়েছে, জানলা গিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে ৷ দেখা যায় আগুনের লেলিহান শিখাও ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে ৷ আধিকারিকরা জানিয়েছেন যে, আগুনের বিষয়ে বেলা 11.54-র দিকে তাঁদের কাছে তথ্য আসে ৷ এরপরই দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷

  • #WATCH | Delhi: A fire broke out in the endoscopy room of AIIMS. All people evacuated.

    More than 6 fire tenders sent, say Delhi Fire Service

    Further details are awaited. pic.twitter.com/u8iomkvEpX

    — ANI (@ANI) August 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিধ্বংসী আগুন! 100 রোগীকে স্থানান্তরিত করল হাসপাতাল

নিরাপদে সরানো হয় রোগীদের: সূত্র জানিয়েছে, পুরনো ওপিডির দ্বিতীয় তলায় জরুরি ওয়ার্ডের উপরে অবস্থিত এন্ডোস্কোপি রুমে আগুন লাগে । সেই ঘরের সব রোগীকে একে একে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷

আতঙ্ক ছড়ায় হাসপাতালে: এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় হাসপাতালের রোগী ও রোগীর আত্মীয়দের মধ্যে ৷ তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে হাসপাতাল সূত্র ৷ দমকলের তরফে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় ৷ কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Aug 7, 2023, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.