আমেদাবাদ, 9 এপ্রিল : আগুন লাগল গুজরাতের একটি স্কুলে ৷ নাম অঙ্কুর ইন্টারন্য়াশনাল স্কুল ৷ আমেদাবাদের কৃষ্ণ নগর এলাকায় সেটি ৷ 4 জন পড়ুয়া আটকে থাকার খবর পাওয়া গেছে ৷ তবে এখনও পর্যন্ত কোনও মৃত্য়ুর খবর নেই ৷
জানা গেছে, আজ সকালে ওই স্কুলে আগুন দেখতে পাওয়া যায় ৷ সঙ্গে সঙ্গে স্কুলের তরফে দমকলে খবর দেওয়া হয় ৷ দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ৷
আরও পড়ুন- কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মন্তব্য, ফের মমতাকে নোটিস কমিশনের
সেসময় চার পড়ুয়া আটকে পড়ে স্কুলের ভিতর ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী তারা ছাদে পৌঁছতে সক্ষম হয়েছে ৷ এবং সেখান থেকে তাদের নামিয়ে আনার চেষ্টা করছে দমকল ৷
গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ কী থেকে আগুন লাগল তা বোঝার চেষ্টা করছেন দমকল কর্মীরা ৷ শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে কি না সেবিষয়েও স্পষ্ট কিছু জানা যায়নি ৷ স্কুলের তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি ৷