ETV Bharat / bharat

Mumbai Fire: মুম্বইয়ের রেস্তোরাঁয় আগুন, মৃত 1 - fire breaks out at Mumbai restaurant at ghatkopar

শনিবার দুপুরে মুম্বইয়ের ঘাটকোপারে এক রেস্তোরাঁয় আগুন লেগে প্রাণ হারালেন 1 জন ৷ আহত হয়েছেন 2 জন (fire breaks out in Mumbai) ৷

ETV Bharat
fire in mumbai restaurant
author img

By

Published : Dec 17, 2022, 5:35 PM IST

Updated : Dec 17, 2022, 6:05 PM IST

মুম্বইয়ের রেস্তোরাঁয়

মুম্বই, 17 ডিসেম্বর: শনিবার দুপুরে মুম্বইয়ের ঘাটকোপারে এক পিৎজা রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ এই ঘটনায় 1 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ আগুন নেভাতে ঘটনাস্থলে গিয়েছে দমকলের 8টি ইঞ্জিন (fire breaks out in Ghatkopar ) ৷ যে রেস্তোরাঁয় এই আগুন লেগেছে তার কাছেই রয়েছে পারেখ হাসপাতাল (fire breaks out at Mumbai near a hospital)৷ তবে সেখানে আগুন পৌঁছয়নি ৷

জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে কুরেশি দেধিয়া (46) নামে এক ব্যক্তির ৷ আহত হয়েছেন আরও 2 জন ৷ তাঁদের ভর্তি করা হয়েছে রাজওয়াডি হাসপাতালে ৷ আগাম সতর্কতা হিসেবে পারেখ হাসপাতালে চিকিৎসাধীন 22 জন রোগীকে অন্যত্র স্থানান্তরিত করা হয় ৷

আরও পড়ুন: দু'বছরের শিশুকে ছাদ থেকে ফেলে নিজেও ঝাঁপ দিলেন বাবা! দিল্লির কালকাজিতে চাঞ্চল্য

এদিন মহারাষ্ট্রের পুনের ভিমা কোরেগাঁওতেও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ একটি এয়ার ফিল্টার সংস্থায় এই আগুন লাগে ৷ এই ঘটনায় আহত হয়েছেন 2 জন ৷

মুম্বইয়ের রেস্তোরাঁয়

মুম্বই, 17 ডিসেম্বর: শনিবার দুপুরে মুম্বইয়ের ঘাটকোপারে এক পিৎজা রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ এই ঘটনায় 1 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ আগুন নেভাতে ঘটনাস্থলে গিয়েছে দমকলের 8টি ইঞ্জিন (fire breaks out in Ghatkopar ) ৷ যে রেস্তোরাঁয় এই আগুন লেগেছে তার কাছেই রয়েছে পারেখ হাসপাতাল (fire breaks out at Mumbai near a hospital)৷ তবে সেখানে আগুন পৌঁছয়নি ৷

জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে কুরেশি দেধিয়া (46) নামে এক ব্যক্তির ৷ আহত হয়েছেন আরও 2 জন ৷ তাঁদের ভর্তি করা হয়েছে রাজওয়াডি হাসপাতালে ৷ আগাম সতর্কতা হিসেবে পারেখ হাসপাতালে চিকিৎসাধীন 22 জন রোগীকে অন্যত্র স্থানান্তরিত করা হয় ৷

আরও পড়ুন: দু'বছরের শিশুকে ছাদ থেকে ফেলে নিজেও ঝাঁপ দিলেন বাবা! দিল্লির কালকাজিতে চাঞ্চল্য

এদিন মহারাষ্ট্রের পুনের ভিমা কোরেগাঁওতেও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ একটি এয়ার ফিল্টার সংস্থায় এই আগুন লাগে ৷ এই ঘটনায় আহত হয়েছেন 2 জন ৷

Last Updated : Dec 17, 2022, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.