ETV Bharat / bharat

Fire Breaks Out in Mumbai: মুম্বইয়ের একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকানে আগুন, মৃত 1

মুম্বইয়ে এক বৈদ্যুতিক সামগ্রীর দোকানে আগুন (Fire in Mumbai) লেগে 1 ব্যক্তির মৃত্যু ৷ ঘটনাটি সোমবার ভোররাতে হয়েছে বলে জানিয়েছে বৃহন্মমুম্বই পৌরনিগম কর্তৃপক্ষ ৷ দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷

Fire Breaks Out in Mumbai ETV BHARAT
Fire Breaks Out in Mumbai
author img

By

Published : Mar 27, 2023, 12:10 PM IST

মুম্বই, 27 মার্চ: মুম্বইয়ের অন্ধেরি ইস্টের সাকি নাকা মেট্রো স্টেশনের কাছে সোমবার ভোররাতে একটি ইলেক্ট্রনিক্স ও হার্ডওয়্যার সামগ্রীর গুদামে আগুন লাগল (Fire Breaks Out at Electronic Goods Store) ৷ ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বৃহন্মমুম্ই পৌরনিগম ৷ ওই যুবককে দমকল বাহিনী উদ্ধার করে স্থানীয় রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ জানা গিয়েছে, তাঁর শরীরের প্রায় অধিকাংশই আগুনে ঝলসে গিয়েছিল ৷ ওই দোকানের ভিতরে মোট 2-3 জন আটকে গিয়েছিলেন ৷

রাজাওয়াড়ি হাসপাতালের তরফে জানানো হয়েছে, 22 বছরে রাকেশ গুপ্তা নামে ওই ব্যক্তিকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় ৷ তাঁর শরীরের অধিকাংশই আগুনে ঝলসে গিয়েছিল ৷ চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেছেন ৷ পুলিশের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, মৃত রাকেশ গুপ্তা ওই দোকানের কর্মী ৷ বিএমসি ও দমকলের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, কোনওভাবে শর্ট সার্কিট হয়ে যাওয়ায় বিদ্যুতের তার থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো দোকানে ৷ আগুন দেখে স্থানীয়রাই দমকলে খবর দেয় ৷ দমকলের মোট 5টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷

দোকানের ভিতরে বিদ্যুতিক সামগ্রী মজুত করা ছিল ৷ এমনকী হার্ডওয়্যারের সামগ্রীর বিপুল পরিমাণে ওই দোকানের ভিতরে মজুত করে রাখা ছিল বলে জানিয়েছে দমকল কর্মীরা ৷ বৃহন্মমুম্বই পৌরনিগমের এক আধিকারিক জানিয়েছেন, আগুন লাগার সময় দোকানের ভিতরে 2-3 জন ছিলেন ৷ তাঁদের উদ্ধার করা গেলেও একজনের মৃত্যু হয়েছে ৷ দোকানের ভিতরে প্রচুর সামগ্রী থাকায় ভিতরে ঢুকতে সমস্যায় পড়েছিলেন দমকল কর্মীরা ৷ ফলে উদ্ধারকাজে দেরি হয় ৷

আরও পড়ুন: পুরীতে মার্কেট কমপ্লেক্সে আগুন, 12 ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি

মূলত, বড় ও ভারী বৈদ্যুতিক সামগ্রী দোকানের সামনের অংশ মজুত করা ছিল ৷ ভিতরে ঢোকার জন্য আর্থ মুভারের সাহায্যে দোকানের সামনে অংশের কাঠামো ভেঙে ফেলা হয় ৷ তারপর দমকলের কর্মীরা ভিতরে ঢুকতে পারেন ৷ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ দোকানটিকে অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং ফায়ার এক্সিট ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

মুম্বই, 27 মার্চ: মুম্বইয়ের অন্ধেরি ইস্টের সাকি নাকা মেট্রো স্টেশনের কাছে সোমবার ভোররাতে একটি ইলেক্ট্রনিক্স ও হার্ডওয়্যার সামগ্রীর গুদামে আগুন লাগল (Fire Breaks Out at Electronic Goods Store) ৷ ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বৃহন্মমুম্ই পৌরনিগম ৷ ওই যুবককে দমকল বাহিনী উদ্ধার করে স্থানীয় রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ জানা গিয়েছে, তাঁর শরীরের প্রায় অধিকাংশই আগুনে ঝলসে গিয়েছিল ৷ ওই দোকানের ভিতরে মোট 2-3 জন আটকে গিয়েছিলেন ৷

রাজাওয়াড়ি হাসপাতালের তরফে জানানো হয়েছে, 22 বছরে রাকেশ গুপ্তা নামে ওই ব্যক্তিকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় ৷ তাঁর শরীরের অধিকাংশই আগুনে ঝলসে গিয়েছিল ৷ চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেছেন ৷ পুলিশের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, মৃত রাকেশ গুপ্তা ওই দোকানের কর্মী ৷ বিএমসি ও দমকলের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, কোনওভাবে শর্ট সার্কিট হয়ে যাওয়ায় বিদ্যুতের তার থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো দোকানে ৷ আগুন দেখে স্থানীয়রাই দমকলে খবর দেয় ৷ দমকলের মোট 5টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷

দোকানের ভিতরে বিদ্যুতিক সামগ্রী মজুত করা ছিল ৷ এমনকী হার্ডওয়্যারের সামগ্রীর বিপুল পরিমাণে ওই দোকানের ভিতরে মজুত করে রাখা ছিল বলে জানিয়েছে দমকল কর্মীরা ৷ বৃহন্মমুম্বই পৌরনিগমের এক আধিকারিক জানিয়েছেন, আগুন লাগার সময় দোকানের ভিতরে 2-3 জন ছিলেন ৷ তাঁদের উদ্ধার করা গেলেও একজনের মৃত্যু হয়েছে ৷ দোকানের ভিতরে প্রচুর সামগ্রী থাকায় ভিতরে ঢুকতে সমস্যায় পড়েছিলেন দমকল কর্মীরা ৷ ফলে উদ্ধারকাজে দেরি হয় ৷

আরও পড়ুন: পুরীতে মার্কেট কমপ্লেক্সে আগুন, 12 ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি

মূলত, বড় ও ভারী বৈদ্যুতিক সামগ্রী দোকানের সামনের অংশ মজুত করা ছিল ৷ ভিতরে ঢোকার জন্য আর্থ মুভারের সাহায্যে দোকানের সামনে অংশের কাঠামো ভেঙে ফেলা হয় ৷ তারপর দমকলের কর্মীরা ভিতরে ঢুকতে পারেন ৷ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ দোকানটিকে অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং ফায়ার এক্সিট ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.