ETV Bharat / bharat

দু'সপ্তাহ কাটতে না কাটতেই ফের দিল্লির এইমসে আগুন - দিল্লির দমকল বাহিনী

ফের আগুন লাগার ঘটনা ঘটল দিল্লির এইমস-এ ৷ যদিও এই আগুন লাগাকে সামান্য ঘটনা বলে উল্লেখ করেছে দিল্লির দমকল বিভাগ ৷ কারও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে দমকল বিভাগ ৷

দিল্লির এইমসে আগুন
দিল্লির এইমসে আগুন
author img

By

Published : Jun 28, 2021, 8:51 AM IST

Updated : Jun 28, 2021, 10:09 AM IST

নয়া দিল্লি, 28 জুন : ফের আগুন রাজধানীর এইমসে ৷ আজ ভোর 5টা নাগাদ আগুন লাগে এইমস-এর (AIIMS) ইমারজেন্সি বিভাগের (Emergency Department) অপারেশন থিয়েটারের পাশের একটি ঘরে ৷ জানিয়েছে দিল্লির দমকল বিভাগ ৷ এখনও পর্যন্ত কারওর আহত হওয়ার খবর পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : দিল্লিতে আজও 100-র নিচে সংক্রমণ, সোমবার থেকে লকডাউন আরও শিথিল

দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, আজ ভোর 5.04 নাগাদ ইমার্জেন্সি বিভাগের অপারেশন থিয়েটারে (operation theater, OT) আগুন লাগার খবর আসে ৷ সঙ্গে সঙ্গে 7টি ইঞ্জিন ঘটনাস্থানে যায় ৷ তিনি আরও জানিয়েছেন, আগুন লাগে ওটি-র পাশের ঘরে ৷ খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ৷

পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) অতুল কুমার ঠাকুর জানিয়েছেন, "ওই জায়গায় থাকা সব রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ এখন সব কিছু স্বাভাবিক রয়েছে ৷ কেউ ক্ষতিগ্রস্ত হননি বলে জানিয়েছেন তিনি ৷ কীভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত চলছে ৷ আর ওই ঘরটি আবারও রোগীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে, জানিয়েছেন পুলিশ আধিকারিক ৷

এর আগে 17 জুন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতালটির ন'তলায় আগুন লেগেছিল ৷ সে বার 26 টি ইঞ্জিন 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ ওই ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হননি ৷

নয়া দিল্লি, 28 জুন : ফের আগুন রাজধানীর এইমসে ৷ আজ ভোর 5টা নাগাদ আগুন লাগে এইমস-এর (AIIMS) ইমারজেন্সি বিভাগের (Emergency Department) অপারেশন থিয়েটারের পাশের একটি ঘরে ৷ জানিয়েছে দিল্লির দমকল বিভাগ ৷ এখনও পর্যন্ত কারওর আহত হওয়ার খবর পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : দিল্লিতে আজও 100-র নিচে সংক্রমণ, সোমবার থেকে লকডাউন আরও শিথিল

দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, আজ ভোর 5.04 নাগাদ ইমার্জেন্সি বিভাগের অপারেশন থিয়েটারে (operation theater, OT) আগুন লাগার খবর আসে ৷ সঙ্গে সঙ্গে 7টি ইঞ্জিন ঘটনাস্থানে যায় ৷ তিনি আরও জানিয়েছেন, আগুন লাগে ওটি-র পাশের ঘরে ৷ খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ৷

পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) অতুল কুমার ঠাকুর জানিয়েছেন, "ওই জায়গায় থাকা সব রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ এখন সব কিছু স্বাভাবিক রয়েছে ৷ কেউ ক্ষতিগ্রস্ত হননি বলে জানিয়েছেন তিনি ৷ কীভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত চলছে ৷ আর ওই ঘরটি আবারও রোগীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে, জানিয়েছেন পুলিশ আধিকারিক ৷

এর আগে 17 জুন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতালটির ন'তলায় আগুন লেগেছিল ৷ সে বার 26 টি ইঞ্জিন 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ ওই ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হননি ৷

Last Updated : Jun 28, 2021, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.