ETV Bharat / bharat

Fire Breaks Out at Delhi: দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে খাক বহু দোকান - দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে খাঁক বহু দোকান

বৃহস্পতিবার ভোরে বিধ্বংসী আগুন লাগে দিল্লির চাঁদনি চকে (Fire breaks out at Chandni Chowk in delhi) ৷

Fire Breaks Out at Delhi
দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
author img

By

Published : Jan 6, 2022, 10:10 AM IST

Updated : Jan 6, 2022, 10:29 AM IST

নয়াদিল্লি, 6 জানুয়ারি : বৃহস্পতিবার ভোরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল দিল্লির চাঁদনি চকের কমপক্ষে 60টি দোকান ৷

জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে 4টে নাগাদ আগুন লাগে লালকেল্লার উল্টোদিকে চাঁদনি চকের লাজপত রাই বাজারে (Fire breaks out at Lajpat Rai Market in Chandni Chowk) ৷ মুহূর্তে বিধ্বংসী আকার ধারণ করে সেই আগুন ৷ একের পর এক দোকানকে নিজের গ্রাসে নিয়ে নেয় আগুনের লেলিহান শিখা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের 13টি ইঞ্জিন ৷ বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান দমকল কর্মীরা ৷

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে খাক বহু দোকান

আরও পড়ুন : সুরাতে ট্যাঙ্কার থেকে বিষাক্ত গ্যাস লিক, মৃত কমপক্ষে 6

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

নয়াদিল্লি, 6 জানুয়ারি : বৃহস্পতিবার ভোরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল দিল্লির চাঁদনি চকের কমপক্ষে 60টি দোকান ৷

জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে 4টে নাগাদ আগুন লাগে লালকেল্লার উল্টোদিকে চাঁদনি চকের লাজপত রাই বাজারে (Fire breaks out at Lajpat Rai Market in Chandni Chowk) ৷ মুহূর্তে বিধ্বংসী আকার ধারণ করে সেই আগুন ৷ একের পর এক দোকানকে নিজের গ্রাসে নিয়ে নেয় আগুনের লেলিহান শিখা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের 13টি ইঞ্জিন ৷ বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান দমকল কর্মীরা ৷

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে খাক বহু দোকান

আরও পড়ুন : সুরাতে ট্যাঙ্কার থেকে বিষাক্ত গ্যাস লিক, মৃত কমপক্ষে 6

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

Last Updated : Jan 6, 2022, 10:29 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.