ETV Bharat / bharat

থানের হাসপাতালে আগুন , মৃত 4 - fire

থানের একটি হাসপাতালে আগুন ৷ মারা গেলেন 4 জন ৷ এই ঘটনায় মৃতদের পরিবার পিছু পাঁচ লাখ এবং আহতদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷

থানের হাসপাতালে আগুন , মৃত 3
থানের হাসপাতালে আগুন , মৃত 3
author img

By

Published : Apr 28, 2021, 7:22 AM IST

Updated : Apr 28, 2021, 9:04 AM IST

থানে , 28 এপ্রিল : মুম্বই থেকে 28 কিলোমিটার দূরে থানের একটি বেসরকারি হাসপাতালে আগুন ৷ মৃত 4 ৷ ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন সহ একটি উদ্ধারকারী গাড়ি ও পাঁচটি অ্যাম্বুলেন্স ৷ আগুন এখন নিয়ন্ত্রণে ৷

আজ রাত 3টে 40 নাগাদ থানের অন্তর্গত মামব্রা এলাকার প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতালে আগুন লাগে ৷ 20 জন রোগীকে হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে ৷ যার মধ্যে ছ'জন আইসিইউ তে ভরতি ছিলেন ৷ থানে পৌরনিগম সূত্রে জানা গেছে , আগুন লাগার পর অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় চারজন মারা যায় ৷

হাসপাতাল সূত্রে জানা গেছে , আগুনে হাসপাতালের প্রথম তল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছ ৷ সেখানে কোনও করোনা রোগী ছিলেন না ৷

যদিও ঠিক কী কারণে এই আগুন তা এখনও জানা যায়নি ৷

এই ঘটনায় মৃতদের পরিবার পিছু পাঁচ লাখ এবং আহতদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ ঘটনার কারণ জানতে পুলিশ ও মেডিকেল আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিধায়ক জিতেন্দ্র আভাদ ৷

আরও পড়ুন : ভারতকে দ্রুত সব রকমের সাহায্য পাঠাবে আমেরিকা, আশ্বাস বাইডেনের

থানে , 28 এপ্রিল : মুম্বই থেকে 28 কিলোমিটার দূরে থানের একটি বেসরকারি হাসপাতালে আগুন ৷ মৃত 4 ৷ ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন সহ একটি উদ্ধারকারী গাড়ি ও পাঁচটি অ্যাম্বুলেন্স ৷ আগুন এখন নিয়ন্ত্রণে ৷

আজ রাত 3টে 40 নাগাদ থানের অন্তর্গত মামব্রা এলাকার প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতালে আগুন লাগে ৷ 20 জন রোগীকে হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে ৷ যার মধ্যে ছ'জন আইসিইউ তে ভরতি ছিলেন ৷ থানে পৌরনিগম সূত্রে জানা গেছে , আগুন লাগার পর অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় চারজন মারা যায় ৷

হাসপাতাল সূত্রে জানা গেছে , আগুনে হাসপাতালের প্রথম তল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছ ৷ সেখানে কোনও করোনা রোগী ছিলেন না ৷

যদিও ঠিক কী কারণে এই আগুন তা এখনও জানা যায়নি ৷

এই ঘটনায় মৃতদের পরিবার পিছু পাঁচ লাখ এবং আহতদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ ঘটনার কারণ জানতে পুলিশ ও মেডিকেল আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিধায়ক জিতেন্দ্র আভাদ ৷

আরও পড়ুন : ভারতকে দ্রুত সব রকমের সাহায্য পাঠাবে আমেরিকা, আশ্বাস বাইডেনের

Last Updated : Apr 28, 2021, 9:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.