সেকেন্দ্রাবাদ, 7 জুলাই: ট্রেনে ভয়াবহ আগুন ৷ শুক্রবার সকালে হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসের আগুন লাগে ৷ ঘটনাটি ঘটে পাগিদিপল্লি এবং বোম্মাইপল্লির মাঝে ইয়াদাদরি ভুবনাগিরি জেলার মধ্যবর্তী জায়গায় ৷ প্রাথমিক অনুমান, শটসার্কিট থেকে এই আগুন লেগেছে ৷ রেল আধিকারিকদের মুহূর্তের তৎপরতায় বড়সড়ো দুর্ঘটনা থেকে বাঁচল ফলকনুমা এক্সপ্রস ও যাত্রীরা ৷
আধিকারিকরা সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয় দেন ৷ বগি থেকে যাত্রীদের নামানো হয় ৷ 6টি বগি সম্পূর্ণ পুড়ে গিয়েছে ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে ট্রেনের বগি থেকে গল গল করে কালো ধোঁয়া বেরচ্ছে ৷ তবে কোনও হতাহতের খবর মেলেনি ৷ বিষয়টি নিশ্চিত করেছেন রেলের আধিকারিক ৷
দক্ষিণ মধ্য রেলওয়ের সিপিআরও সিএইচ রাকেশ জানিয়েছেন, ফলকনুমা এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছে ৷ সব যাত্রীদের নামানো হয়েছে ৷ কারও কোনও হতাহতের খবর মেলেনি ৷ ট্রেনটিকে বোম্মাইপল্লি এবং পাগিদিপল্লি স্টেশনের মাঝে থামানো হয় ৷
-
#WATCH | Telangana | Fire broke out on three coaches of Falaknuma Express between Bommaipally and Pagidipally, following which it was stopped. All passengers deboarded the train, no injuries reported. pic.twitter.com/QfOkvrOAST
— ANI (@ANI) July 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Telangana | Fire broke out on three coaches of Falaknuma Express between Bommaipally and Pagidipally, following which it was stopped. All passengers deboarded the train, no injuries reported. pic.twitter.com/QfOkvrOAST
— ANI (@ANI) July 7, 2023#WATCH | Telangana | Fire broke out on three coaches of Falaknuma Express between Bommaipally and Pagidipally, following which it was stopped. All passengers deboarded the train, no injuries reported. pic.twitter.com/QfOkvrOAST
— ANI (@ANI) July 7, 2023
আরও পড়ুন: দুর্ঘটনার পাঁচদিন পর 'অভিশপ্ত' বাহানাগা পেরল করমণ্ডল এক্সপ্রেস
হাওড়া থেকে সেকেন্দ্রাবাদে আসছিল ট্রেনটি ৷ শুক্রবার সকালে অন্তিম স্টেশন সেকেন্দ্রাবাদে ঢোকার আগে এই বিপত্তি ঘটে ৷ আধিকারিকরা তড়িঘড়ি পদক্ষেপ করেন ৷ সঙ্গে সঙ্গে ট্রেনটিকে ঘটনাস্থলেই থামানো হয় ৷ আগুন লাগা বগিগুলি থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় ৷ 6টি বগির মারাত্মক ক্ষতি হয়েছে ৷ রেলের উচ্চাধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ উদ্ধারকার্য শুরু হয়েছে ৷ অনুমান শটসার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে ৷
আরও একটি বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে মুম্বই-সেকেন্দ্রাবাদ দেবগিরি এক্সপ্রেস ৷ রেলওয়ে ট্র্যাকের মাঝে একটি ড্রাম দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ব্রেক কষেন ট্রেনচালক ৷ ঘটনাটি মহারাষ্ট্রের জালনা জেলায় ঘটেছে ৷ ট্রেনটি সেই সময় পারতুর তেহসিলের সাতোনা এবং ওসমানপুর স্টেশনের মধ্যে ছিল ৷ এটি দক্ষিণ মধ্য রেলওয়ের নানদেদ ডিভিশনের আওতায় পড়ে ৷
আরও পড়ুন: করমণ্ডলের স্মৃতি উস্কে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা বাঁকুড়ায়
নানদেদ ডিভিশনের জনসংযোগ আধিকারিক রাজেশ শিন্ডে জানিয়েছেন, ট্র্যাকের মাঝখানে ড্রাম পড়ে আছে, এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ ৷ ড্রামটির ভিতরে শুধুই পাথর ছিল ৷ ওই পাথর-ভর্তি ড্রামটিকে রেলের ট্র্যাক থেকে সরানো হয় ৷ তারপর ফের ট্রেন চালু হয় ৷ রেলপুলিশ একটি মামলা দায়ের করেছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ৷ 2 জুন ওড়িশার বালাসোরে তিনটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনার একমাস কাটতে না কাটতে ফের একের পর এক ট্রেন দুর্ঘটনার খবর সামনে আসছে ৷