ETV Bharat / bharat

জগদীপ ধনকড়কে ব্যঙ্গ করায় কল্যাণের বিরুদ্ধে এফআইআর, সমালোচনা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

TMC leader mimicry row: রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে ব্যঙ্গ করেছিলেন তৃণমূলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবারই এই ঘটনায় দিল্লির দু'টি থানায় লিখিত অভিযোগ জমা পড়ে ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই আচরণের সমালোচনা করেছেন ৷ উপরাষ্ট্রপতিকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
সংসদ চত্বরে জগদীপ ধনকড়কে ব্যঙ্গ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 12:48 PM IST

Updated : Dec 20, 2023, 1:02 PM IST

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে ব্যঙ্গ করার অভিযোগে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হল ৷ মঙ্গলবার সংসদ চত্বরে রাজ্যসভার চেয়ারম্যান ধনকড়কে ব্যঙ্গ করে দেখান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ৷ তাঁর এই মিমিক্রি এতটাই জনপ্রিয় হয় যে, কংগ্রেসের রাহুল গান্ধি-সহ বিরোধী সাংসদরা সেখানে ভিড় জমান ৷

এর আগের দিনই 49 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল ৷ তৃণমূল সাংসদ তাঁদের মধ্যে অন্যতম ৷ এবার এই ঘটনায় লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হল ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দলের সংসদীয় কমিটি এর উত্তর দেবে ৷"

  • I was dismayed to see the manner in which our respected Vice President was humiliated in the Parliament complex. Elected representatives must be free to express themselves, but their expression should be within the norms of dignity and courtesy. That has been the Parliamentary…

    — President of India (@rashtrapatibhvn) December 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই আচরণের সমালোচনায় সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি লেখেন, "সংসদ চত্বরে যেভাবে দেশের সম্মানীয় উপরাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, তাতে আমি হতাশ বোধ করছি ৷ একজন নির্বাচিত জনপ্রতিনিধির নিজের মত প্রকাশের স্বাধীনতা আছে ৷ তবে তাঁদের সেই মতামত প্রকাশে সম্ভ্রম থাকা উচিত ৷ সেটাই চিরাচরিত সাংবিধানিক রীতি ৷ আমরা এর জন্য গর্বিত ৷ ভারতের নাগরিক এটাই আশা করে ৷"

  • प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का फोन आया और उन्होंने कल संसद के पवित्र परिसर में कुछ माननीय सांसदों द्वारा प्रदर्शित की गयी अपमानजनक नाटकीयता पर अत्यंत दुख व्यक्त किया। उन्होंने मुझे बताया कि वह पिछले बीस वर्षों से इस तरह के अपमान सहते आ रहे हैं, लेकिन देश के उपराष्ट्रपति…

    — Vice President of India (@VPIndia) December 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে ফোন করে এই মিমিক্রির জন্য অনুতাপ করেন ৷ উপরাষ্ট্রপতির সচিবালয় থেকে জানানো হয়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেছিলেন ৷ গতকাল কয়েকজন সম্মাননীয় সাংসদ মিলে ঘৃণ্য নাটক করেছেন ৷ তাও আবার পবিত্র সংসদ চত্বরে ৷ প্রধানমন্ত্রী এই ঘটনায় ব্যথিত হয়েছে ৷"

সোশাল মিডিয়ায় জগদীপ ধনকড় লেখেন, "প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আমায় ফোন করেছিলেন ৷ তিনি আমায় বলেন, তিনিও বিগত 20 বছর ধরে এই ধরনের অপমান সহ্য করে চলেছেন ৷ তবে উপরাষ্ট্রপতির মতো একটি সাংবিধানিক পদ এবং তা সংসদের সঙ্গে জড়িত ৷ একে খুব দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আমি প্রধানমন্ত্রীকে বললাম, কয়েকজন মানুষের অদ্ভুত কাজকর্ম আমায় নিজের কর্তব্য পালন থেকে আটকাতে পারবে না ৷ আমি আমাদের সংবিধানের নিয়মকানুনকে শ্রদ্ধা করি ৷ সাংবিধানিক মূল্যবোধের প্রতি আমি দায়বদ্ধ ৷ এই ধরনের অপমান আমাকে আমার পথ থেকে সরাতে পারবে না ৷"

এদিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "কাউকে আঘাত করার কোনও ইচ্ছাই আমার নেই ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই লোকসভায় 2014-19 সালের মধ্যে এই ব্যঙ্গ করে দেখিয়েছিলেন ৷" এই ঘটনায় দিল্লির দু'টি আলাদা আলাদা থানায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৷

  • #WATCH | On mimicry row involving party MP Kalyan Banerjee, TMC chairperson Mamata Banerjee, "My parliamentary party can reply to this. They are enough to take a decision." pic.twitter.com/vcYzA8bvCR

    — ANI (@ANI) December 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একটি দক্ষিণ দিল্লির ডিফেন্স কলোনি থানা এবং দ্বিতীয়টি নতুন পার্লামেন্ট স্ট্রিট থানায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই কয়েকজন আইনজীবী ডিফেন্স কলোনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তবে দক্ষিণ দিল্লির ডিসিপি এই অভিযোগ নিয়ে সরকারিভাবে কিছু বলেননি ৷

  • #WATCH On mimicry row, TMC MP Kalyan Banerjee says, "I have never had any intention to hurt anyone...Does he really behave like this in Rajya Sabha? Mimicry was done by the PM in Lok Sabha between 2014-2019..." pic.twitter.com/rc6c5X8Lku

    — ANI (@ANI) December 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

  1. সংসদ চত্বরে ধনকড়কে নকল করে ব্যঙ্গ কল্যাণের, কড়া প্রতিক্রিয়া রাজ্যসভার চেয়ারম্যানের
  2. একশো দিনের বকেয়া নিয়ে রাজ্যের আধিকারিকদের সঙ্গে কথা বলবে কেন্দ্র, মোদির সঙ্গে বৈঠক সেরে বললেন মমতা

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে ব্যঙ্গ করার অভিযোগে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হল ৷ মঙ্গলবার সংসদ চত্বরে রাজ্যসভার চেয়ারম্যান ধনকড়কে ব্যঙ্গ করে দেখান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ৷ তাঁর এই মিমিক্রি এতটাই জনপ্রিয় হয় যে, কংগ্রেসের রাহুল গান্ধি-সহ বিরোধী সাংসদরা সেখানে ভিড় জমান ৷

এর আগের দিনই 49 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল ৷ তৃণমূল সাংসদ তাঁদের মধ্যে অন্যতম ৷ এবার এই ঘটনায় লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হল ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দলের সংসদীয় কমিটি এর উত্তর দেবে ৷"

  • I was dismayed to see the manner in which our respected Vice President was humiliated in the Parliament complex. Elected representatives must be free to express themselves, but their expression should be within the norms of dignity and courtesy. That has been the Parliamentary…

    — President of India (@rashtrapatibhvn) December 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই আচরণের সমালোচনায় সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি লেখেন, "সংসদ চত্বরে যেভাবে দেশের সম্মানীয় উপরাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, তাতে আমি হতাশ বোধ করছি ৷ একজন নির্বাচিত জনপ্রতিনিধির নিজের মত প্রকাশের স্বাধীনতা আছে ৷ তবে তাঁদের সেই মতামত প্রকাশে সম্ভ্রম থাকা উচিত ৷ সেটাই চিরাচরিত সাংবিধানিক রীতি ৷ আমরা এর জন্য গর্বিত ৷ ভারতের নাগরিক এটাই আশা করে ৷"

  • प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का फोन आया और उन्होंने कल संसद के पवित्र परिसर में कुछ माननीय सांसदों द्वारा प्रदर्शित की गयी अपमानजनक नाटकीयता पर अत्यंत दुख व्यक्त किया। उन्होंने मुझे बताया कि वह पिछले बीस वर्षों से इस तरह के अपमान सहते आ रहे हैं, लेकिन देश के उपराष्ट्रपति…

    — Vice President of India (@VPIndia) December 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে ফোন করে এই মিমিক্রির জন্য অনুতাপ করেন ৷ উপরাষ্ট্রপতির সচিবালয় থেকে জানানো হয়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেছিলেন ৷ গতকাল কয়েকজন সম্মাননীয় সাংসদ মিলে ঘৃণ্য নাটক করেছেন ৷ তাও আবার পবিত্র সংসদ চত্বরে ৷ প্রধানমন্ত্রী এই ঘটনায় ব্যথিত হয়েছে ৷"

সোশাল মিডিয়ায় জগদীপ ধনকড় লেখেন, "প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আমায় ফোন করেছিলেন ৷ তিনি আমায় বলেন, তিনিও বিগত 20 বছর ধরে এই ধরনের অপমান সহ্য করে চলেছেন ৷ তবে উপরাষ্ট্রপতির মতো একটি সাংবিধানিক পদ এবং তা সংসদের সঙ্গে জড়িত ৷ একে খুব দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আমি প্রধানমন্ত্রীকে বললাম, কয়েকজন মানুষের অদ্ভুত কাজকর্ম আমায় নিজের কর্তব্য পালন থেকে আটকাতে পারবে না ৷ আমি আমাদের সংবিধানের নিয়মকানুনকে শ্রদ্ধা করি ৷ সাংবিধানিক মূল্যবোধের প্রতি আমি দায়বদ্ধ ৷ এই ধরনের অপমান আমাকে আমার পথ থেকে সরাতে পারবে না ৷"

এদিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "কাউকে আঘাত করার কোনও ইচ্ছাই আমার নেই ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই লোকসভায় 2014-19 সালের মধ্যে এই ব্যঙ্গ করে দেখিয়েছিলেন ৷" এই ঘটনায় দিল্লির দু'টি আলাদা আলাদা থানায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৷

  • #WATCH | On mimicry row involving party MP Kalyan Banerjee, TMC chairperson Mamata Banerjee, "My parliamentary party can reply to this. They are enough to take a decision." pic.twitter.com/vcYzA8bvCR

    — ANI (@ANI) December 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একটি দক্ষিণ দিল্লির ডিফেন্স কলোনি থানা এবং দ্বিতীয়টি নতুন পার্লামেন্ট স্ট্রিট থানায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই কয়েকজন আইনজীবী ডিফেন্স কলোনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তবে দক্ষিণ দিল্লির ডিসিপি এই অভিযোগ নিয়ে সরকারিভাবে কিছু বলেননি ৷

  • #WATCH On mimicry row, TMC MP Kalyan Banerjee says, "I have never had any intention to hurt anyone...Does he really behave like this in Rajya Sabha? Mimicry was done by the PM in Lok Sabha between 2014-2019..." pic.twitter.com/rc6c5X8Lku

    — ANI (@ANI) December 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

  1. সংসদ চত্বরে ধনকড়কে নকল করে ব্যঙ্গ কল্যাণের, কড়া প্রতিক্রিয়া রাজ্যসভার চেয়ারম্যানের
  2. একশো দিনের বকেয়া নিয়ে রাজ্যের আধিকারিকদের সঙ্গে কথা বলবে কেন্দ্র, মোদির সঙ্গে বৈঠক সেরে বললেন মমতা
Last Updated : Dec 20, 2023, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.