ETV Bharat / bharat

FIR Against Assam CM : সীমান্তে সংঘর্ষের জের, অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর - অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর

প্রায় 200 জন অসমের পুলিশকর্মীর বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী সহ সবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 (খুনের চেষ্টা) ও 120বি (অপরাধের ষড়যন্ত্র) ধারায় মামলা করা হয়েছে ৷

অসমের মুখ্যমন্ত্রী
অসমের মুখ্যমন্ত্রী
author img

By

Published : Jul 31, 2021, 12:50 PM IST

আইজল, 31 জুলাই : অসমের সীমান্তে হিংসার ঘটনায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর ৷ মিজোরামের একটি ছাত্রসংগঠন মিজো জিরলাই পাওল এই এফআইআর দায়ের করেছে ৷ মিজোরামের ভাইরেঙ্গত পুলিশ স্টেশনে এই এফআইআর দায়ের করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাশাপাশি আরও 6 জনের নাম আছে এফআইআরের তালিকায় ৷

এছাড়া প্রায় 200 জন অসমের অজ্ঞাতপরিচয় পুলিশকর্মীর বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী সহ সবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 (খুনের চেষ্টা) ও 120বি (অপরাধের ষড়যন্ত্র) ধারায় মামলা করা হয়েছে ৷

আরও পড়ুন : BJP Documentary : মমতার ‘‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন’’ বানচাল করতে হিংসার তথ্যচিত্র হাতিয়ার বিজেপির

অন্যদিকে বারাক উপত্যকার তিনটি জেলার বিধায়করা মিজোরামের কোলাসিব জেলার এসপির বিরুদ্ধে কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, দুই রাজ্য পুলিশের সংঘর্ষে তিনি প্ররোচনা দিয়েছেন ৷ এছাড়া শিলচরে সর্বদলীয় বৈঠকে বসেছিলেন কাচার, করিমগঞ্জ ও হাইলাকান্দির বিধায়করা ৷ সেখানে ঠিক হয় সংসদের বাইরে করা মন্তব্যের জন্য মিজোরামের একমাত্র রাজ্যসভার সাংসদ কে ভানলালভেনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ৷

আইজল, 31 জুলাই : অসমের সীমান্তে হিংসার ঘটনায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর ৷ মিজোরামের একটি ছাত্রসংগঠন মিজো জিরলাই পাওল এই এফআইআর দায়ের করেছে ৷ মিজোরামের ভাইরেঙ্গত পুলিশ স্টেশনে এই এফআইআর দায়ের করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাশাপাশি আরও 6 জনের নাম আছে এফআইআরের তালিকায় ৷

এছাড়া প্রায় 200 জন অসমের অজ্ঞাতপরিচয় পুলিশকর্মীর বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী সহ সবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 (খুনের চেষ্টা) ও 120বি (অপরাধের ষড়যন্ত্র) ধারায় মামলা করা হয়েছে ৷

আরও পড়ুন : BJP Documentary : মমতার ‘‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন’’ বানচাল করতে হিংসার তথ্যচিত্র হাতিয়ার বিজেপির

অন্যদিকে বারাক উপত্যকার তিনটি জেলার বিধায়করা মিজোরামের কোলাসিব জেলার এসপির বিরুদ্ধে কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, দুই রাজ্য পুলিশের সংঘর্ষে তিনি প্ররোচনা দিয়েছেন ৷ এছাড়া শিলচরে সর্বদলীয় বৈঠকে বসেছিলেন কাচার, করিমগঞ্জ ও হাইলাকান্দির বিধায়করা ৷ সেখানে ঠিক হয় সংসদের বাইরে করা মন্তব্যের জন্য মিজোরামের একমাত্র রাজ্যসভার সাংসদ কে ভানলালভেনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.