ETV Bharat / bharat

Cruelty to Animals: দুই কুকুরছানার লেজ ও কান কেটে মদের চাট বানাল দুই মাতাল !

মদের চাট চাই ৷ তাই কুকুরছানার লেজ আর কান কেটে খেল (Eating Ears and tail of Puppies) দুই মাতাল ! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলির ফরিদপুরের ঘটনা (Cruelty to Animals) ৷

author img

By

Published : Dec 14, 2022, 2:25 PM IST

Updated : Dec 14, 2022, 2:38 PM IST

FIR against two men in Uttar Pradesh for Eating Ears and tail of Puppies
Cruelty to Animals: দুই কুকুরছানার লেজ ও কান কেটে মদের চাট বানাল দুই মাতাল !

বরেলি, 14 ডিসেম্বর: পৈশাচিক এক ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলি জেলার ফরিদপুর ৷ দুই মাতালের বিরুদ্ধে দু'টি কুকুরছানার কান ও লেজ কেটে খেয়ে নেওয়ার (Eating Ears and tail of Puppies) অভিযোগ উঠল ! অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় ফরিদপুর থানায় ইতিমধ্য়েই লিখিত অভিযোগ দায়ের করেছে একটি পশুপ্রেমী সংগঠন ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই মাতাল মুকেশ বাল্মিকী ও তার বন্ধু একসঙ্গে মদ্যপান করতে বসেছিল ৷ কিন্তু, সঙ্গে খাওয়ার মতো যুৎসই কোনও 'চাট' ছিল না ৷ তাই রাস্তার দু'টি কুকুরছানাকে ধরে তাদের একটির দু'টি কান এবং অন্যটির লেজ কেটে নেয় দুই মাতাল ! এরপর সেই কাটা লেজ আর একজোড়া কান মদের সঙ্গে 'স্ন্যাক্স' হিসাবে খায় তারা !

আরও পড়ুন: শ্রদ্ধা হত্যাকাণ্ডের স্মৃতি ফিরল কর্ণাটকে, খুন করে বাবার দেহ 30 টুকরো করল ছেলে

নৃশংস এই ঘটনা জানার পরই এলাকায় পৌঁছন নীরজ পাঠক নামে একজন পশুপ্রেমী ৷ 'পিপল ফর অ্য়ানিম্যাল' নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন নীরজ ৷ তাঁরই অভিযোগের ভিত্তিতে মুকেশ এবং তার বন্ধুর বিরুদ্ধে এফআইআর করা হয় ৷ অন্যদিকে, নীরজ নিজের উদ্যোগে আহত কুকুরছানা দু'টিকে উদ্ধার করেন ৷ প্রাণী দু'টিতে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷ আপাতত সুস্থ রয়েছে কুকুরছানা দু'টি ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ পশুর উপর অত্যাচার (Cruelty to Animals) সংক্রান্ত ধারায় দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

পুলিশ আধিকারিক দয়াশংকর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দু'টি ছোট্ট অবলা প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতা তাঁদেরও হতবাক করে দিয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণ হলে, তারা যাতে কঠোর শাস্তি পায়, তা নিশ্চিত করতে পুলিশের তরফ থেকে সবরকম প্রচেষ্টা করা হবে বলেও জানিয়েছেন ইন্সপেক্টর দয়াশংকর ৷

বরেলি, 14 ডিসেম্বর: পৈশাচিক এক ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলি জেলার ফরিদপুর ৷ দুই মাতালের বিরুদ্ধে দু'টি কুকুরছানার কান ও লেজ কেটে খেয়ে নেওয়ার (Eating Ears and tail of Puppies) অভিযোগ উঠল ! অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় ফরিদপুর থানায় ইতিমধ্য়েই লিখিত অভিযোগ দায়ের করেছে একটি পশুপ্রেমী সংগঠন ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই মাতাল মুকেশ বাল্মিকী ও তার বন্ধু একসঙ্গে মদ্যপান করতে বসেছিল ৷ কিন্তু, সঙ্গে খাওয়ার মতো যুৎসই কোনও 'চাট' ছিল না ৷ তাই রাস্তার দু'টি কুকুরছানাকে ধরে তাদের একটির দু'টি কান এবং অন্যটির লেজ কেটে নেয় দুই মাতাল ! এরপর সেই কাটা লেজ আর একজোড়া কান মদের সঙ্গে 'স্ন্যাক্স' হিসাবে খায় তারা !

আরও পড়ুন: শ্রদ্ধা হত্যাকাণ্ডের স্মৃতি ফিরল কর্ণাটকে, খুন করে বাবার দেহ 30 টুকরো করল ছেলে

নৃশংস এই ঘটনা জানার পরই এলাকায় পৌঁছন নীরজ পাঠক নামে একজন পশুপ্রেমী ৷ 'পিপল ফর অ্য়ানিম্যাল' নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন নীরজ ৷ তাঁরই অভিযোগের ভিত্তিতে মুকেশ এবং তার বন্ধুর বিরুদ্ধে এফআইআর করা হয় ৷ অন্যদিকে, নীরজ নিজের উদ্যোগে আহত কুকুরছানা দু'টিকে উদ্ধার করেন ৷ প্রাণী দু'টিতে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷ আপাতত সুস্থ রয়েছে কুকুরছানা দু'টি ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ পশুর উপর অত্যাচার (Cruelty to Animals) সংক্রান্ত ধারায় দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

পুলিশ আধিকারিক দয়াশংকর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দু'টি ছোট্ট অবলা প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতা তাঁদেরও হতবাক করে দিয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণ হলে, তারা যাতে কঠোর শাস্তি পায়, তা নিশ্চিত করতে পুলিশের তরফ থেকে সবরকম প্রচেষ্টা করা হবে বলেও জানিয়েছেন ইন্সপেক্টর দয়াশংকর ৷

Last Updated : Dec 14, 2022, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.