ETV Bharat / bharat

বিহার বিধানসভায় বিক্ষোভ দেখানোয় তেজস্বী, তেজপ্রতাপদের বিরুদ্ধে এফআইআর

বিহার বিধানসভায় পুলিশ বিলের বিরোধিতায় বিক্ষোভ দেখানোয় তেজস্বী যাদব, তেজপ্রতাপ সহ একাধিক বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করল নীতীশ প্রশাসন ৷

fir-against-tejashwi-yadav-tej-pratap yadav-after-bihar-assembly-ruckus
বিহার বিধানসভায় বিক্ষোভ দেখানোয় তেজস্বী, তেজ প্রতাপদের বিরুদ্ধে এফআইআর
author img

By

Published : Mar 24, 2021, 9:25 PM IST

বিহার, 24 মার্চ : বিহার স্পেশাল আর্মড পুলিশ বিল 2021 এর বিরোধিতায় বিধানসভায় বিক্ষোভ দেখানোয় তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদব সহ আরজেডি-র একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর করল সরকার ৷ মঙ্গলবার বিহার স্পেশাল আর্মড পুলিশ বিলের বিরোধিতায় বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান তেজস্বী যাদবরা ৷

প্রসঙ্গত, এর আগে বিহার বিধানসভায় বিরোধীরা নয়া এই পুলিশ বিলের বিরোধিতায় আগ্রাসী ভূমিকা নেয় ৷ বিলটি আটকাতে বিধানসভার পরিবেশ রীতিমত অশান্ত করে তোলে আরজেডি বিধায়করা ৷ অধ্যক্ষের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন তেজস্বী যাদবরা ৷ যাতে অধ্যক্ষকে বিধানসভা কক্ষে যাওয়া থেকে আটকানো যায় ৷ বিরোধী বিধায়কদরে অভিযোগ, এই বিলে পুলিশকে বিনা পরোয়ানায় গ্রেফতারির ছাড়পত্র এবং পুলিশি হেফাজতে মৃত্যুতে দায়মুক্ত করার কথা বলা হয়েছে ৷ পুলিশকে এমন অবাধ স্বাধীনতা সংবিধানের মানবাধিকার লঙ্ঘন বলে অভিযোগ করেছে বিরোধী শিবির ৷ আর তারই প্রতিবাদে দফায় দফায় অশান্ত হয়ে ওঠে বিহার বিধানসভা ৷ যাকে কেন্দ্র করে একাধিকবার অধিবেশন মুলতবি করে দেওয়া হয় ৷

আরও পড়ুন : নীতীশের জন্মদিনে 'বিকাশ দিবস' পালন জেডিইউ কর্মীদের

বিহার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পর আরজেডি, সিপিআইএমএল এবং কংগ্রেসের বিধায়করা অধিবেশন কক্ষের ওয়েলে নেমে বিক্ষোভ এবং স্লোগান দিতে শুরু করে ৷ বিরোধীদের এই বিক্ষোভের মাঝেই অধ্যক্ষ বিজয় কুমার সিনহা বারবার বিধায়কদের, তাঁদের নিজেদের জায়গায় থেকে বক্তব্য পেশ করার আবেদন জানান ৷ তবে, বিরোধী বিধায়করা তাতে কর্ণপাত না করে শোরগোল করতেই থাকেন ৷ যার জেরে বেলা 12টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন অধ্যক্ষ ৷ তবে, অধিবেশন নতুন করে শুরু হওয়ার পর, বিরোধীরা আবারও হইহট্টোগোল শুরু করে ৷ অন্যদিকে, তেজস্বী যাদব বিধানসভার মধ্যেই নয়া পুলিশ বিলটিকে ‘কালো আইন’ বলে সমালোচনা করেন ৷

বিহার, 24 মার্চ : বিহার স্পেশাল আর্মড পুলিশ বিল 2021 এর বিরোধিতায় বিধানসভায় বিক্ষোভ দেখানোয় তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদব সহ আরজেডি-র একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর করল সরকার ৷ মঙ্গলবার বিহার স্পেশাল আর্মড পুলিশ বিলের বিরোধিতায় বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান তেজস্বী যাদবরা ৷

প্রসঙ্গত, এর আগে বিহার বিধানসভায় বিরোধীরা নয়া এই পুলিশ বিলের বিরোধিতায় আগ্রাসী ভূমিকা নেয় ৷ বিলটি আটকাতে বিধানসভার পরিবেশ রীতিমত অশান্ত করে তোলে আরজেডি বিধায়করা ৷ অধ্যক্ষের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন তেজস্বী যাদবরা ৷ যাতে অধ্যক্ষকে বিধানসভা কক্ষে যাওয়া থেকে আটকানো যায় ৷ বিরোধী বিধায়কদরে অভিযোগ, এই বিলে পুলিশকে বিনা পরোয়ানায় গ্রেফতারির ছাড়পত্র এবং পুলিশি হেফাজতে মৃত্যুতে দায়মুক্ত করার কথা বলা হয়েছে ৷ পুলিশকে এমন অবাধ স্বাধীনতা সংবিধানের মানবাধিকার লঙ্ঘন বলে অভিযোগ করেছে বিরোধী শিবির ৷ আর তারই প্রতিবাদে দফায় দফায় অশান্ত হয়ে ওঠে বিহার বিধানসভা ৷ যাকে কেন্দ্র করে একাধিকবার অধিবেশন মুলতবি করে দেওয়া হয় ৷

আরও পড়ুন : নীতীশের জন্মদিনে 'বিকাশ দিবস' পালন জেডিইউ কর্মীদের

বিহার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পর আরজেডি, সিপিআইএমএল এবং কংগ্রেসের বিধায়করা অধিবেশন কক্ষের ওয়েলে নেমে বিক্ষোভ এবং স্লোগান দিতে শুরু করে ৷ বিরোধীদের এই বিক্ষোভের মাঝেই অধ্যক্ষ বিজয় কুমার সিনহা বারবার বিধায়কদের, তাঁদের নিজেদের জায়গায় থেকে বক্তব্য পেশ করার আবেদন জানান ৷ তবে, বিরোধী বিধায়করা তাতে কর্ণপাত না করে শোরগোল করতেই থাকেন ৷ যার জেরে বেলা 12টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন অধ্যক্ষ ৷ তবে, অধিবেশন নতুন করে শুরু হওয়ার পর, বিরোধীরা আবারও হইহট্টোগোল শুরু করে ৷ অন্যদিকে, তেজস্বী যাদব বিধানসভার মধ্যেই নয়া পুলিশ বিলটিকে ‘কালো আইন’ বলে সমালোচনা করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.