ETV Bharat / bharat

শ্মশানে বিড়ালের সৎকার ! থানেতে 6 জনের বিরুদ্ধে এফআইআর - Cat

FIR against six for cremating Cat: শ্মশানে বিড়ালের সৎকার ৷ এই ঘটনায় ছ'জনের বিরুদ্ধে এফআইআর করল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে ৷

ETV Bharat
শ্মশানে বিড়াল সৎকার
author img

By PTI

Published : Jan 5, 2024, 12:59 PM IST

Updated : Jan 5, 2024, 1:08 PM IST

থানে, 5 জানুয়ারি: শ্মশানে বিড়ালের শেষকৃত্য করার অভিযোগে 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের ৷ তাঁদের মধ্যে একজন মহিলা ৷ বাড়ির পোষ্য কুকুর, বিড়াল, পাখিরা পরিবারের সঙ্গে থাকতে থাকতে পরিবারের একজন সদস্য হয়ে ওঠে ৷ তাদের মৃত্যুর পর সাধারণত কবর দেওয়ার রীতিই প্রচলিত ৷ কিন্তু বিড়ালের মৃত্যুর পর তার দেহ সৎকারের ঘটনা বিরল ৷

যে শ্মশানে মানুষের দেহ পুড়ে ছাই হয়, সেখানে বিড়ালের সৎকার নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে। এমন আজব ঘটনাই ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায় ৷ মীরা ভায়ান্ডার পৌরনিগমের অধীনে একটি শ্মশানে একটি বিড়ালের শেষকৃত্য করা হয় ৷ ঘটনায় পৌরনিগমের তরফে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে বুধবার এক মহিলা-সহ 6 জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ৷ ঘটনাটি ঘটে 22 ডিসেম্বর সন্ধ্যা নাগাদ ৷ ভায়ান্ডার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু'জন ব্যক্তি এসে একটি বিড়ালের শেষকৃত্য সম্পন্ন করে ৷ ঘটনায় জড়িত সন্দেহে মোট 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে কর্ণাটকের আক্কি আলুর জেলায় একটি কুকুর রক্ত দিয়ে আরেকটি কুকুরের প্রাণ বাঁচায় ৷ কুকুরটি লেপ্টোস্পাইরোসিসে ভুগছিল ৷ তার অস্ত্রোপচারের জন্য রক্তের দরকার ছিল ৷ আরেকটি কুকুর সেই রক্ত দিয়ে অসুস্থ সারমেয়র প্রাণ বাঁচায় ৷ কলকাতাতেও রাস্তাঘাটে সারমেয় ও বিড়ালদের দেখাশোনার জন্য স্কোয়াড তৈরি হয়েছে ৷ পশুপ্রেমীরা অর্থ সংগ্রহ করে এই কাজে এগিয়ে আসছেন ৷ এমনই আবহে থানেতে যে ঘটনা ঘটল তা নিয়ে যে বিস্তারিত চর্চা প্রয়োজন তাতে সন্দেহের অবকাশ নেই ।

আরও পড়ুন:

  1. লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত রকি, রক্ত দিয়ে জীবন বাঁচাল সারমেয় সিরি
  2. পথকুকুরদের ঘরে তুললেন সোহা-কুণাল, আদুরে বার্তা শ্রীলেখার
  3. মানবিক দৃষ্টান্ত! কুয়ো থেকে দমকলের চেষ্টায় উদ্ধার হল মা-সহ আটটি পথকুকুর

থানে, 5 জানুয়ারি: শ্মশানে বিড়ালের শেষকৃত্য করার অভিযোগে 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের ৷ তাঁদের মধ্যে একজন মহিলা ৷ বাড়ির পোষ্য কুকুর, বিড়াল, পাখিরা পরিবারের সঙ্গে থাকতে থাকতে পরিবারের একজন সদস্য হয়ে ওঠে ৷ তাদের মৃত্যুর পর সাধারণত কবর দেওয়ার রীতিই প্রচলিত ৷ কিন্তু বিড়ালের মৃত্যুর পর তার দেহ সৎকারের ঘটনা বিরল ৷

যে শ্মশানে মানুষের দেহ পুড়ে ছাই হয়, সেখানে বিড়ালের সৎকার নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে। এমন আজব ঘটনাই ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায় ৷ মীরা ভায়ান্ডার পৌরনিগমের অধীনে একটি শ্মশানে একটি বিড়ালের শেষকৃত্য করা হয় ৷ ঘটনায় পৌরনিগমের তরফে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে বুধবার এক মহিলা-সহ 6 জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ৷ ঘটনাটি ঘটে 22 ডিসেম্বর সন্ধ্যা নাগাদ ৷ ভায়ান্ডার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু'জন ব্যক্তি এসে একটি বিড়ালের শেষকৃত্য সম্পন্ন করে ৷ ঘটনায় জড়িত সন্দেহে মোট 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে কর্ণাটকের আক্কি আলুর জেলায় একটি কুকুর রক্ত দিয়ে আরেকটি কুকুরের প্রাণ বাঁচায় ৷ কুকুরটি লেপ্টোস্পাইরোসিসে ভুগছিল ৷ তার অস্ত্রোপচারের জন্য রক্তের দরকার ছিল ৷ আরেকটি কুকুর সেই রক্ত দিয়ে অসুস্থ সারমেয়র প্রাণ বাঁচায় ৷ কলকাতাতেও রাস্তাঘাটে সারমেয় ও বিড়ালদের দেখাশোনার জন্য স্কোয়াড তৈরি হয়েছে ৷ পশুপ্রেমীরা অর্থ সংগ্রহ করে এই কাজে এগিয়ে আসছেন ৷ এমনই আবহে থানেতে যে ঘটনা ঘটল তা নিয়ে যে বিস্তারিত চর্চা প্রয়োজন তাতে সন্দেহের অবকাশ নেই ।

আরও পড়ুন:

  1. লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত রকি, রক্ত দিয়ে জীবন বাঁচাল সারমেয় সিরি
  2. পথকুকুরদের ঘরে তুললেন সোহা-কুণাল, আদুরে বার্তা শ্রীলেখার
  3. মানবিক দৃষ্টান্ত! কুয়ো থেকে দমকলের চেষ্টায় উদ্ধার হল মা-সহ আটটি পথকুকুর
Last Updated : Jan 5, 2024, 1:08 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.