মুজাফফরনগর, 18 এপ্রিল : জানসাথ থানা এলাকার অন্তর্গত একটি গ্রামে পড়শির বিরুদ্ধে একজনের স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগ । স্বামীর অভিযোগ, ওই ব্যক্তি এক লক্ষ টাকায় তাঁর স্ত্রীকে অন্য কারও কাছে বিক্রি করে দিয়েছেন । এনিয়ে প্রথমে বচসা, পরে মারামারি শুরু হয় দু'জনের মধ্যে (Fight with neighbours for selling wife to another person) । খবর পেয়ে পুলিশ দু'জনকেই গ্রেফতার করে।
স্ত্রী হাতছাড়া হওয়া যুবকের অভিযোগ, তাঁর স্ত্রী শিক্ষিত ও সুন্দরী ছিল । তাঁকে প্রতিবেশী অন্য থানা এলাকায় নিয়ে গিয়ে এক লক্ষ টাকায় অপর ব্যক্তির কাছে বিক্রি করে দেয় । এ ব্যাপারে তিনি থানায় একাধিক আবেদন করলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ । এর পরই প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি ।
এ ব্যাপারে থানার ইনচার্জ বাবলু সিং ভার্মা জানান, নিহতের স্ত্রী শিক্ষিত ও বুদ্ধিমান । তিনি তাঁর নিজের ইচ্ছায় চলে গিয়েছেন ।
আরও পড়ুন : Corona Update in India : 24 ঘণ্টায় দেশে 90 শতাংশ বাড়ল সংক্রমণ, মৃত্যু একলাফে 214