ETV Bharat / bharat

FIFA World Cup 2022: ফাইনালের রাতে 50 কোটির মদ বিক্রি করল কেরলের সরকারি সংস্থা ! - sold liquor 0f 50 crore

বিশ্বকাপ ফাইনালের রাতে শুধু কেরলে 50 কোটির মদ বিক্রি করল সরকারি সংস্থা বেভকো। অন্যদিনের থেকে বিক্রির পরিমাণ প্রায় 17 কোটি বেশি (Kerala liquor company registered sale of 50 crore) ।

Etv Bharat
কাপ হাতে উল্লাস
author img

By

Published : Dec 21, 2022, 7:23 AM IST

তিরুবন্তপুরম, 21 ডিসেম্বর: উপলক্ষ্য ছিল বিশ্বকাপ ফাইনাল (FIFA World Cup 2022) । পৃথিবীর প্রায় সব প্রান্তের মানুষের চোখ ছিল টিভির পর্দায় । ফুটবলের এই মহারণকে স্মরণীয় করে রাখতে চেষ্টার ত্রুটি ছিল না কেরলেও । তথ্য বলছে মেসি-এমবাপেরা যখন মাঠে স্কিলের ঝড় তুলে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন তখন শুধু কেরলে 50 কোটি টাকার মদ বিক্রি করল সরকারি সংস্থা বেভকো! 'ভগবানের আপন দেশ'-এর এমন কাণ্ড দেখে সকলেরই চোখ কপালে উঠেছে (Kerala liquor company registered sale of 50 crore) ।

কেরলের বিভিন্ন প্রান্তে বেভকোর প্রায় সবকটি দোকানের সামনে ভিড় ছিল চোখে পড়ার মতো । খেলা শুরুর আগে রবিবার সন্ধ্যা থেকেই ভিড় বাড়তে শুরু করে বলে জানা গিয়েছে । বেভকোর কর্তারা প্রথম থেকেই বুঝতে পারছিলেন অন্য ছুটির দিনের তুলনায় 18 তারিখ বিক্রি বেশি হবে । তবে শেষমেশ বিক্রির পরিমাণ যে বেড়ে 50 কোটিতে গিয়ে ঠেকবে এমনটা কারও প্রত্যাশা ছিল না । সংস্থার থেকে পাওয়া আরও একটি হিসেব বলছে, রবিবার অন্য দিনের থেকে প্রায় 17 কোটি টাকার অতিরিক্ত মদ বিক্রি হয়েছে । রবিবার রাত পর্যন্ত মদ বিক্রি হওয়ার পর সোমাবার হিসেব কষতে বসেন সংস্থার কর্তারা । বিভিন্ন জেলা থেকে পাওয়া রিপোর্ট যোগ করে দেখা যায় বিক্রি 50 কোটি ছাড়িয়েছে । যে কোনও উৎসবেই এই ছবি দেখতে পাওয়া যায় । কলকাতায় প্রতি বছর দুর্গাপুজোর পর মদ বিক্রির যে পরিসংখ্যান হাতে আসে তা দেখেও অবাক হওয়া ছাড়া উপায় থাকে না। প্রায় একই ছবি ধরা পড়ল কেরলে ।

তিরুবন্তপুরম, 21 ডিসেম্বর: উপলক্ষ্য ছিল বিশ্বকাপ ফাইনাল (FIFA World Cup 2022) । পৃথিবীর প্রায় সব প্রান্তের মানুষের চোখ ছিল টিভির পর্দায় । ফুটবলের এই মহারণকে স্মরণীয় করে রাখতে চেষ্টার ত্রুটি ছিল না কেরলেও । তথ্য বলছে মেসি-এমবাপেরা যখন মাঠে স্কিলের ঝড় তুলে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন তখন শুধু কেরলে 50 কোটি টাকার মদ বিক্রি করল সরকারি সংস্থা বেভকো! 'ভগবানের আপন দেশ'-এর এমন কাণ্ড দেখে সকলেরই চোখ কপালে উঠেছে (Kerala liquor company registered sale of 50 crore) ।

কেরলের বিভিন্ন প্রান্তে বেভকোর প্রায় সবকটি দোকানের সামনে ভিড় ছিল চোখে পড়ার মতো । খেলা শুরুর আগে রবিবার সন্ধ্যা থেকেই ভিড় বাড়তে শুরু করে বলে জানা গিয়েছে । বেভকোর কর্তারা প্রথম থেকেই বুঝতে পারছিলেন অন্য ছুটির দিনের তুলনায় 18 তারিখ বিক্রি বেশি হবে । তবে শেষমেশ বিক্রির পরিমাণ যে বেড়ে 50 কোটিতে গিয়ে ঠেকবে এমনটা কারও প্রত্যাশা ছিল না । সংস্থার থেকে পাওয়া আরও একটি হিসেব বলছে, রবিবার অন্য দিনের থেকে প্রায় 17 কোটি টাকার অতিরিক্ত মদ বিক্রি হয়েছে । রবিবার রাত পর্যন্ত মদ বিক্রি হওয়ার পর সোমাবার হিসেব কষতে বসেন সংস্থার কর্তারা । বিভিন্ন জেলা থেকে পাওয়া রিপোর্ট যোগ করে দেখা যায় বিক্রি 50 কোটি ছাড়িয়েছে । যে কোনও উৎসবেই এই ছবি দেখতে পাওয়া যায় । কলকাতায় প্রতি বছর দুর্গাপুজোর পর মদ বিক্রির যে পরিসংখ্যান হাতে আসে তা দেখেও অবাক হওয়া ছাড়া উপায় থাকে না। প্রায় একই ছবি ধরা পড়ল কেরলে ।

আরও পড়ুন: ট্রফি জড়িয়ে শান্তির ঘুম এলএম'র, ছবি ভাইরাল আন্তর্জালে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.