প্যারিস, 16 অগস্ট: ভারতীয় ফুটবলে 16 অগস্ট কি অভিশপ্ত ? চার দশক আগে এই দিনেই কলকাতা ডার্বিতে পদপৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন 16 জন ফুটবলপ্রেমী । আরেক 16 অগস্টে শাস্তির খাঁড়া নেমে এল নীল জার্সিধারীদের উপর । দেশীয় ফুটবলের কোমায় চলে যাওয়া দেখে ফের ভারাক্রান্ত হৃদয় ফুটবলপ্রেমীদের ।
কথা ছিল 15 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করে কমিটি গড়ে ফেলতে হবে ভারতের ফুটবল ফেডারেশনকে । নয়তো ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা নির্বাসিত হতে পারে । তবে নির্দিষ্ট দিনের প্রায় এক মাস আগেই ফিফার শাস্তির খাঁড়া নেমে এল ভারতীয় ফুটবলে । তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ভারতীয় ফুটবলকে ব্যান করল ফিফা । 15 অগস্ট মধ্যরাতে মেল পাঠিয়ে ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থাকে এই কথা জানিয়ে দিল বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা । এর ফলে বিরাট সমস্যায় ভারতীয় ফুটবল । একনজরে দেখে নেওয়া যাক কী কী সমস্যায় পড়তে হতে পারে ভারতীয় ফুটবলকে-
- অন্যত্র হতে পারে মহিলা যুব বিশ্বকাপ: ফিফার এই ব্যানের জেরে অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ আপাতত আয়োজন করতে পারছে না ভারত । ফিফার তরফ থেকে পাঠান চিঠিতে এমনটাই বলা হয়েছে । 11-30 অক্টোবর মহিলাদের যুব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল ভারত । ফিফার নিষেধাজ্ঞাই তাই এখন বিশ বাঁও জলে । এই পরিস্থিতিতে তা সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হতে পারে ।
- বন্ধ হবে আন্তর্জাতিক ম্যাচ: ফুটবল সংক্রান্ত সমস্ত আন্তর্জাতিক ইভেন্ট থেকে বাদ পড়বে ভারত । অর্থাৎ, জাতীয় দলের খেলা আর হবে না । নীল জার্সিতে আপাতত আর দেখা যাবে না সুনীল ছেত্রীদের ।
- ট্রান্সফার সমস্যা: সমস্যায় পড়তে পড়বেন এখানে খেলতে আসা বিদেশি ফুটবলাররা । কারণ ট্রান্সফার বন্ধ থাকবে । যে সমস্ত বিদেশি ফুটবলার এখানে বিভিন্ন ক্লাবে খেলছেন তাঁরাও এনওসি নিয়ে অন্য কোনও ক্লাবে সই করতে পারবেন না । অন্য দেশ বা নিজের দেশের লিগেও খেলতে পারবেন না তাঁরা । ফলে তাঁদের ভবিষ্যৎ অন্ধকার । বর্তমানে ভারতের মহিলা দলের অনেক ফুটবলার বিদেশে খেলছেন । তাঁরাও একইভাবে সমস্যায় পড়তে পারেন। নতুন করে কোনও ফুটবলার সই করাতে পারবে না ভারতের কোনও ক্লাব । তিনি স্বদেশি হন বা বিদেশি ।
আরও পড়ুন : নির্বাসিত ভারতীয় ফুটবল, ফিফায় চরম ধাক্কা সুনীলদের
- সমস্যায় মোহন-ইস্ট: ক্লাবগুলো ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারবে না । অর্থাৎ এএফসি কাপে খেলতে পারবে না সবুজ-মেরুন । ষষ্ঠ বিদেশি সই করাতে পারবে না ইস্টবেঙ্গল । শুধু তাই নয়, যে বিদেশিদের নাম লাল-হলুদ ঘোষণা করে দিয়েছে, তাঁরা যদি আন্তর্জাতিক ছাড়পত্র না নিয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁদেরও সই করানো যাবে না ।
- ফিফা ব়্যাঙ্কিং: এই মূহুর্তে ফিফা ক্রমতালিকায় 104 নম্বরে রয়েছে ভারতীয় ফুটবল দল । তা ফের শূন্য থেকে শুরু করবেন ছেত্রীরা ।
যদিও ঘরোয়া লিগ করতে সমস্যা হবে না । ডুরান্ড কাপ, কলকাতা লিগ বা অন্য ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করতে পারবে ভারতীয় ফুটবল ফেডারেশন । বাধা থাকবে না আই লিগ বা আইএসএল আয়োজনের ক্ষেত্রেও ।