প্যারিস, 16 অগস্ট: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নির্বাসিত করল ফিফা । ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবলের এহেন সিদ্ধান্তে ঘোর সংকটে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার ভবিষ্যৎ । ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ কারণে এই শাস্তির কথা ঘোষণা করেছে ফিফা । ফলে প্রবল অনিশ্চয়তার মধ্যে পড়ল অনূর্ধ্ব-17 মেয়েদের বিশ্বকাপ ফুটবল আয়োজন (FIFA suspends All India Football Federation) ।
একটি বিজ্ঞতিতে ফিফা জানিয়েছে, "ফিফা কাউন্সিলের ব্যুরো সর্বসম্মতিক্রমে তৃতীয় পক্ষের অযাচিত প্রভাবের কারণে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) অবিলম্বে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে । এই সংস্থা ফিফা আইনের গুরুতর লঙ্ঘন করেছে ।" একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী অক্টোবরে অনূর্ধ-17 মহিলা বিশ্বকাপ আয়োজন করতে পারবে না ভারত ।
-
The suspension means that the FIFA U-17 Women’s World Cup 2022, scheduled to take place in India on 11-30 October 2022, cannot currently be held in India as planned: FIFA https://t.co/cn3BRg52AD
— ANI (@ANI) August 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The suspension means that the FIFA U-17 Women’s World Cup 2022, scheduled to take place in India on 11-30 October 2022, cannot currently be held in India as planned: FIFA https://t.co/cn3BRg52AD
— ANI (@ANI) August 16, 2022The suspension means that the FIFA U-17 Women’s World Cup 2022, scheduled to take place in India on 11-30 October 2022, cannot currently be held in India as planned: FIFA https://t.co/cn3BRg52AD
— ANI (@ANI) August 16, 2022
আরও পড়ুন : 43 লক্ষ টাকার বিরিয়ানির বিল! জম্মু-কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা
ফিফার আরোপিত এই নিষেধাজ্ঞার ফলে ভারতীয় জাতীয় দল (পুরুষ এবং মহিলা) কোনও জুনিয়র বা সিনিয়র আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে পারবে না । ভারতীয় ক্লাবগুলিও এএফসি মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ, এএফসি কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করতে পারবে না ।