ETV Bharat / bharat

Jharkhand Female Cop Murder: তল্লাশি চলছিল, কর্তব্যরত মহিলা এসআইকে পিষে দিল গাড়ি

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল ঝাড়খণ্ডের রাঁচিতে ৷ টুপুদানা আউটপোস্টে গাড়ি তল্লাশির দায়িত্বে ছিলেন মহিলা সাব-ইন্সপেক্টর ৷ হঠাৎই তাঁকে গাড়ি চাপা দিয়ে চলে যায় (Jharkhand Female Cop Murder) ৷

author img

By

Published : Jul 20, 2022, 10:54 AM IST

Updated : Jul 20, 2022, 1:41 PM IST

Jharkhand Ranchi Female Sub Inspector
ঝাড়খণ্ডের মহিলা এসআই সন্ধ্যা টোপনো

রাঁচি, 20 জুলাই: রুটিনমাফিক গাড়ির তল্লাশি করছিলেন তিনি ৷ এমন সময় একটি গাড়ি মহিলা সাব-ইন্সপেক্টরকে চাপা দিয়ে চলে যায় ৷ টুপুদানা আউটপোস্টে তিনি দায়িত্বে ছিলেন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলা এসআইয়ের নাম সন্ধ্যা টোপনো ৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ (Female sub-inspector Sandhya Topno mowed down to death during vehicle check in Tupudana OP Jharkhand) ৷

রাঁচির এসএসপি কৌশল কিশোর একটি সংবাদসংস্থায় বলেন, "তাঁর কাছে খবর ছিল যে, একটি গাড়িতে পশু পাচার হচ্ছে ৷ তিনি গাড়িটিকে বাধা দিতে গেলে গাড়িচালক তাঁকে পিষে দেয় ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে এসআইকে মৃত বলে জানান চিকিৎসকরা ৷" তিনি জানান, তদন্ত চলছে ৷

আরও পড়ুন: আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দেওয়ার অভিযোগ, উত্তাল লাখিমপুর খেরি

মৃত সন্ধ্যার ভাই অজিত টোপনো এই ঘটনাকে খুন বলে উল্লেখ করে বলেন, "যদি কেউ কর্তব্যরত পুলিশকর্মীকে পিষে দেয়, তাহলে সেটা খুনই ৷ পশু পাচারের খবর যখন ছিলই, তখন দফতরের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তাকর্মী পাঠানো উচিত ছিল ৷ তিনি আমাদের মধ্যে সবচেয়ে বড় ৷ আমরা তাঁকে হারালাম ৷ দোষীদের প্রাপ্য সাজা পাওয়া উচিত ৷"

প্রসঙ্গত, গতকাল হরিয়ানার নুহতে একটি অবৈধ খনি পরিদর্শনের সময় ডিএসপি তাউরো সুরিন্দর সিংয়ের উপর দিয়ে একটি ডাম্পার চলে যায় ৷ মারা যান ডিএসপি (DSP Taoru Surender Singh) ৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর 1 লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং দোষীদের শাস্তি দেওয়ার কথাও জানিয়েছেন ৷

রাঁচি, 20 জুলাই: রুটিনমাফিক গাড়ির তল্লাশি করছিলেন তিনি ৷ এমন সময় একটি গাড়ি মহিলা সাব-ইন্সপেক্টরকে চাপা দিয়ে চলে যায় ৷ টুপুদানা আউটপোস্টে তিনি দায়িত্বে ছিলেন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলা এসআইয়ের নাম সন্ধ্যা টোপনো ৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ (Female sub-inspector Sandhya Topno mowed down to death during vehicle check in Tupudana OP Jharkhand) ৷

রাঁচির এসএসপি কৌশল কিশোর একটি সংবাদসংস্থায় বলেন, "তাঁর কাছে খবর ছিল যে, একটি গাড়িতে পশু পাচার হচ্ছে ৷ তিনি গাড়িটিকে বাধা দিতে গেলে গাড়িচালক তাঁকে পিষে দেয় ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে এসআইকে মৃত বলে জানান চিকিৎসকরা ৷" তিনি জানান, তদন্ত চলছে ৷

আরও পড়ুন: আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দেওয়ার অভিযোগ, উত্তাল লাখিমপুর খেরি

মৃত সন্ধ্যার ভাই অজিত টোপনো এই ঘটনাকে খুন বলে উল্লেখ করে বলেন, "যদি কেউ কর্তব্যরত পুলিশকর্মীকে পিষে দেয়, তাহলে সেটা খুনই ৷ পশু পাচারের খবর যখন ছিলই, তখন দফতরের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তাকর্মী পাঠানো উচিত ছিল ৷ তিনি আমাদের মধ্যে সবচেয়ে বড় ৷ আমরা তাঁকে হারালাম ৷ দোষীদের প্রাপ্য সাজা পাওয়া উচিত ৷"

প্রসঙ্গত, গতকাল হরিয়ানার নুহতে একটি অবৈধ খনি পরিদর্শনের সময় ডিএসপি তাউরো সুরিন্দর সিংয়ের উপর দিয়ে একটি ডাম্পার চলে যায় ৷ মারা যান ডিএসপি (DSP Taoru Surender Singh) ৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর 1 লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং দোষীদের শাস্তি দেওয়ার কথাও জানিয়েছেন ৷

Last Updated : Jul 20, 2022, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.