গয়া, 23 নভেম্বর: মানবিকতার উদাহরণ হয়ে উঠলেন বিদেশি নাগরিক ৷ দেশের মাটিতে অসুস্থ মহিলাকে বাঁচালেন ৷ এমনটাই হয়েছে বিহারের গয়া স্টেশনে ৷ পুলিশ সূত্রে খবর, এক মহিলা যাত্রী হঠাৎ প্ল্যাটফর্মের মাটিতে পড়ে যান ৷ তা দেখে এগিয়ে আসেন কয়েকজন পর্যটক ৷ তাঁরা অস্ট্রেলিয়া থেকে ভারতে ঘুরতে এসেছিলেন ৷ ওই পর্যটকদের মধ্যে এক মহিলা অসুস্থ যাত্রীর চিকিৎসা করে তাঁকে সুস্থ করেন ৷ পরে জানা যায় সরোয়া আন্নে নামে অস্ট্রেলিয়ার ওই নাগরিক পেশায় চিকিৎসক ৷ মহিলাকে অসুস্থ হতে দেখে দ্রুত তাঁকে সাহায্য করার সিদ্ধান্ত নেন।
আরপিএফের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, গয়ার রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে ৷ ওই মহিলা আচমকা প্ল্যাটফর্মে পড়ে যান ৷ অস্ট্রেলিয়ার এক মহিলা চিকিৎসক তাঁর চিকিৎসা করেন ৷ তিনি অসুস্থ মহিলার প্রাথমিক চিকিৎসা করে তাঁকে কিছুটা সুস্থ করে তোলেন ৷ তারপর তাঁকে রেলের হাসপাতালে পাঠানো হয় ৷ এরপর ওই অসুস্থ মহিলাকে মগধ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷ তাঁর অবস্থা এখন স্থিতিশীল ৷ চিকিৎসকদের অনুমান, অস্ট্রেলিয়ার ওই চিকিৎসক প্রাথমিক চিকিৎসা না দিলে মহিলার শারীরিক পরিস্থিতি আরও খারাপ হতে পারত।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, অস্ট্রেলিয়া থেকে আসা একটি পর্যটক দল গয়ার রেল স্টেশনে ঘুরছিলেন ৷ সেখানে যাত্রীদের মাঝে এক মহিলা হঠাৎ প্ল্যাটফর্মে পড়ে যান ৷ জানা গিয়েছে, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন ৷ তাঁকে পড়ে যেতে দেখে ওই পর্যটক দলের এক মহিলা অসুস্থ মহিলার দিকে এগিয়ে যান ৷ সঙ্গে সঙ্গে মহিলা চিকিৎসক চিকিৎসার কাজ শুরু করেন ৷ প্রাথমিক চিকিৎসা পেতেই অসুস্থ মহিলা সুস্থ হয়ে ওঠেন পরে তাঁকে রেলের হাসপাতালে পাঠানো হয় ৷ এখন তাঁর বিপদ কেটে গিয়েছে ৷ তাঁকে মগধ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সেখানে তাঁর চিকিৎসা চলছে ৷
আরও পড়ুন: