ETV Bharat / bharat

Rahul Gandhi: রাহুল গান্ধির পোস্ট সরাল ইনস্টাগ্রাম-ফেসবুক

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির ফেসবুক-ইনস্টাগ্রাম পোস্ট সরাল সোশ্যাল মিডিয়া সংস্থা ৷ কারণ হিসেবে সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটের নীতি লঙ্ঘন করার বিষয়টিকেই কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ৷

Rahul Gandhi
রাহুল গান্ধির পোস্ট সরাল ইনস্টাগ্রাম-ফেসবুক
author img

By

Published : Aug 20, 2021, 6:43 PM IST

নয়াদিল্লি, 20 অগস্ট: বিতর্ক যেন পিছু ছাড়ছে না কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির ৷ গত কয়েকদিন আগে তাঁর টুইটার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল ৷ শুক্রবার তাঁর ফেসবুক-ইনস্টাগ্রাম পোস্ট সরাল সোশ্যাল মিডিয়া জায়েন্ট সংস্থা ৷ কারণ হিসেবে সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটের নীতি লঙ্ঘন করার বিষয়টিকেই উল্লেখ করা হয়েছে ৷

ফেসবুক সংস্থার পক্ষ থেকে এর আগে নয় বছরের দলিত নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে তাঁর পোস্ট সরিয়ে নিতে রাহুল গান্ধি অনুরোধ করে ৷ তাঁকে চিঠিতে উল্লেখ করে লেখা হয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে আপলোড করা একটি পোস্ট ইন্ডিয়ান পেনাল কোডের জুভেনাইল জাস্টিস অ্যাক্টের আইনভঙ্গ করেছে ৷ তাই দ্রুত তা সরিয়ে ফেলার আবেদনও রাখা হয় ৷ ইতিমধ্যেই ফেসবুক রাহুল গান্ধি এবং শিশু সুরক্ষা কমিশনকে পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানিয়েছে ৷

আরও পড়ুন: বিকাশ দুবের মৃত্যু ভুয়ো এনকাউন্টারে নয়, তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ

1 অগস্ট দিল্লিতে নয় বছরের দলিত নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনার পর সেই ঘটনাস্থলে যান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন নাবালিকার পরিবারের সঙ্গে ৷ যা সোশ্যাল মিডিয়ার আইনের নীতি লঙ্ঘন বলেই উল্লেখ করে তাঁর টু্​ইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয় ৷ তারপর তাঁর আরও এক পোস্ট সরাল ফেসবুক-ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ ৷

নয়াদিল্লি, 20 অগস্ট: বিতর্ক যেন পিছু ছাড়ছে না কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির ৷ গত কয়েকদিন আগে তাঁর টুইটার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল ৷ শুক্রবার তাঁর ফেসবুক-ইনস্টাগ্রাম পোস্ট সরাল সোশ্যাল মিডিয়া জায়েন্ট সংস্থা ৷ কারণ হিসেবে সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটের নীতি লঙ্ঘন করার বিষয়টিকেই উল্লেখ করা হয়েছে ৷

ফেসবুক সংস্থার পক্ষ থেকে এর আগে নয় বছরের দলিত নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে তাঁর পোস্ট সরিয়ে নিতে রাহুল গান্ধি অনুরোধ করে ৷ তাঁকে চিঠিতে উল্লেখ করে লেখা হয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে আপলোড করা একটি পোস্ট ইন্ডিয়ান পেনাল কোডের জুভেনাইল জাস্টিস অ্যাক্টের আইনভঙ্গ করেছে ৷ তাই দ্রুত তা সরিয়ে ফেলার আবেদনও রাখা হয় ৷ ইতিমধ্যেই ফেসবুক রাহুল গান্ধি এবং শিশু সুরক্ষা কমিশনকে পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানিয়েছে ৷

আরও পড়ুন: বিকাশ দুবের মৃত্যু ভুয়ো এনকাউন্টারে নয়, তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ

1 অগস্ট দিল্লিতে নয় বছরের দলিত নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনার পর সেই ঘটনাস্থলে যান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন নাবালিকার পরিবারের সঙ্গে ৷ যা সোশ্যাল মিডিয়ার আইনের নীতি লঙ্ঘন বলেই উল্লেখ করে তাঁর টু্​ইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয় ৷ তারপর তাঁর আরও এক পোস্ট সরাল ফেসবুক-ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.