নয়াদিল্লি, 17 ডিসেম্বর: 2 বছরের শিশুকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে (Father Threw 2 Year Old Child from Roof) ৷ শুক্রবার রাতে হাড়হিম করা ঘটনাটি ঘটেছে দিল্লির কালকাজি এলাকায় ৷ জানা গিয়েছে শিশুকে ছাদ থেকে ফেলে দেওয়ার পর ওই ব্যক্তি নিজেও ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন ৷ দু’জনেই বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ পুরো ঘটনায় পুলিশ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ যদিও আহত ব্যক্তির অবস্থা আশংকাজনক ৷
বিষয়টি নিশ্চিত করে ডিসিপি সাউথ-ইস্ট ঈশা পাণ্ডে শনিবার জানিয়েছেন, গতকাল রাত সাড়ে 10টার দিকে এ বিষয়ে পুলিশের কাছে প্রথম খবর আসে ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে ওখলার সঞ্জয় কলোনির বাসিন্দা অভিযুক্ত মান সিং তাঁর 2 বছরের শিশুপুত্রকে দোতলার ছাদ থেকে নীচে ফেলে দেন এবং পরবর্তী সময়ে তিনি নিজেও ঝাঁপ দিয়েছেন ৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন, যে বাড়ির ছাদ থেকে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে, সেটি মান সিং'য়ের স্ত্রী পূজার দিদার বাড়ি ৷
আরও পড়ুন: ঋণের বোঝা ঝেড়ে ফেলতে তরুণীকে ধর্ষণ করে খুনের চেষ্টা ! কাঠগড়ায় হবু স্বামী ও তাঁর ভাই
ডিসিপি জানিয়েছেন, পূজা তাঁর আহত সন্তানকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই ওই শিশুর চিকিৎসা চলছে ৷ অন্যদিকে, মান সিংকে এইমস-এর ট্রমা সেন্টারে ভর্তি করানো হয়েছে ৷ পূজা পুলিশকে জানিয়েছেন, স্বামী মান সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয় ৷ সেই কারণে গত কয়েকদিন ধরে তিনি তাঁর 2 সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকছিলেন ৷ পূজা পুলিশকে জানিয়েছেন, শুক্রবার রাতে মান সিং ওই বাড়িতে মদ্যপ অবস্থায় আসেন এবং অশান্তি শুরু করেন ৷ আর সেই ঝগড়ার মাঝেই নিজের 2 বছরের ছেলেকে নিয়ে বাড়ির ছাদে উঠে যান ৷ সেখান থেকে ছেলেকে নীচে ফেলে দেন এবং নিজেও ঝাঁপ দেন ৷ এই ঘটনায় পুলিশ অভিযুক্ত মান সিংয়ের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা রুজু করেছে ৷