কান্নুর, 24 জুন: আট বছরের ছেলেকে যৌন নির্যাতন ৷ অভিযুক্ত বাবাকে 90 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ 25 হাজার টাকা জরিমানা করল আদালত । টালিপারম্বা পকসো ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক কে রাজেশ এই সাজা ঘোষণা করেছেন । 2018 সালে পাইয়ান্নুর থানা এলাকায় ওই নাবালককে যৌন নির্যাতনের ঘটনাটি ঘটে । অভিযোগ ছিল, আট বছরের ছেলেকে একাধিকবার যৌন হেনস্তা করেছে তারই বাবা । তৎকালীন পাইয়ান্নুর এসআই কেপি শাইন নিজে মামলা নথিভুক্ত করে অভিযুক্তকে গ্রেফতার করেন । পরে পাইয়ান্নুর থানার পরিদর্শক কে বিনোদ কুমার তদন্ত করে রিপোর্ট জমা দেন। পকসো আদালত পাঁচটি ধারায় 90 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ 25 হাজার টাকা জরিমানা করেছে । মামলাটি লড়েন পাবলিক প্রসিকিউটর শেরিমল জোস।
অন্যদিকে, ত্রিশুরে 10 বছরের একটি ছেলেকে যৌন নির্যাতনের দায়ে 64 বছর বয়সি বৃদ্ধকে 95 বছরের সশ্রম কারাদণ্ড এবং সাড়ে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে । চালাক্কুডি পকসো আদালত মালা-পুথানচিরার স্থানীয় হাইড্রোসকে দোষী সাব্যস্ত করেছে । জরিমানার সম্পূর্ণ অর্থ নির্যাতিত বালককে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । এই মামলাটিও 2018 সালের । দোষী ওই ব্যক্তি পাখি ধরে দোকানে বিক্রি করতেন । নির্যাতনের শিকার 10 বছর বয়সি ওই ছাত্র তার কাছ থেকে তোতাপাখি কিনতে আসত । অভিযুক্ত বালককে হুমকি দেয় এবং বহুবার যৌন নির্যাতন করে । 2018 সালে এক বছর ধরে ছেলেটিকে নির্যাতন করা হয়েছিল । তখন অপরাধীর বয়স ছিল 60 বছর এবং ছেলেটির বয়স 10 ।
আরও পড়ুন: লখনউয়ে মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বাবা
পরে ছেলেটি তার বন্ধুদের ঘটনাটি জানায় । বিষয়টি জানতে পেরে বন্ধুরা এসে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলেও সে তাদের হুমকি দিয়ে ফেরত পাঠিয়ে দেয় । এরপর বন্ধুরা ছেলেটির পরিবারকে তার উপর হওয়া যৌন নির্যাতনের কথা জানায় । এরপর মালা থানায় ওই পাখি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ছেলেটির পরিবার । সিআই সাজিন শশী মামলার চার্জশিট দাখিল করেন ৷ সিআই-এর কে কে ভূপেশ এবং সাজিন শশী ঘটনার তদন্ত করেন । পাবলিক প্রসিকিউটর বাবুরাজ আদালতে মামলাটি লড়েন ।