ETV Bharat / bharat

Horrific Murder in UP: জুতের ফিতে গলায় পেঁচিয়ে 6 বছরের ছেলেকে 'খুন' করল বাবা ! - murder in sambhal

ছেলেকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে (Father allegedly murdered son) । তা-ও আবার জুতোর ফিতের ফাঁস দিয়ে । কিন্তু নিজের একরত্তি ছেলেকে কেন খুন করল বাবা ? তদন্তে নেমে পুলিশের অনুমান, স্ত্রী বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়েছেন সন্দেহ করেই এমন কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 7, 2023, 7:20 AM IST

সম্বল (উত্তরপ্রদেশ), 7 জানুয়ারি: কথায় বলে, "কু'সন্তান যদি বা হয় কু'মাতা কখনও নয়" । উত্তরপ্রদেশের সম্বলে খোঁজ মিলল এমন এক বাবার যে নিজের 6 বছরের ছেলেকে খুন করেছে বলে অভিযোগ। পুলিশের আরও দাবি, জুতোর ফিতে গলায় জড়িয়ে নৃশংস কায়দায় খুন করার পর বাড়ি থেকে কিছুটা দূরে একটি চাষের জমিতে দেহ ফেলে দিয়ে আসে । তারপর নিজেই থানায় অভিযোগও দায়ের করে । শেষমেশ গ্রামের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গোটা বিষয়টা জানতে পারে পুলিশ (Police collected CCTV footages from the area) । ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে । জেরায় খুনের কথা স্বীকারও করে নিয়েছে অভিযুক্ত বাবা (Father allegedly killed son) ।

কিন্তু বাবা হয়ে নিজের ছেলেকে খুন কারণ কি হতে পারে? তদন্তকারীদের দাবি, স্ত্রী বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়েছেন সন্দেহ করেই এমন নারকীয় কাণ্ড ঘটিয়েছে সে। গুণধর বাবার নাম ধর্মেশ । বাড়ি চন্দৌসি কোতয়ালি এলাকার একটি গ্রামে । 5 জানুয়ারি স্থানীয় থানায় গিয়ে ছেলের নামে মিসিং ডায়েরি করে । তদন্ত শুরু করে পুলিশ । গ্রামের বিভিন্ন জায়গায় চলে তল্লাশি । ধর্মেশের বাড়ির কাছাকাছি একটি বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে জানতে পেরে ফুটেজ সংগ্রহ করা হয় ।

আরও পড়ুন: বিমানে ভিন রাজ্যে পৌঁছে স্ক্রু ড্রাইভার দিয়ে খুন তরুণীকে

সেই ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই চোখ কপালে ওঠে তদন্তকারীদের । তারা বুঝতে পারেন যে বাবা ছেলের নামে মিসিং ডায়েরি করেছে সে নিজেই খুনি । পুলিশ সূত্রে খবর, টানা জেরায় খুনের কথা স্বীকারও করে নেয় সে । পাশাপাশি নিজের একরত্তি ছেলেটাকে কীভাবে খুন করেছে তাও জানায় সে । দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে । রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে । পাশাপাশি আরও কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চান তদন্তকারীরা । কথা বলা হচ্ছে এলাকার বাসিন্দাদের সঙ্গেও ।

সম্বল (উত্তরপ্রদেশ), 7 জানুয়ারি: কথায় বলে, "কু'সন্তান যদি বা হয় কু'মাতা কখনও নয়" । উত্তরপ্রদেশের সম্বলে খোঁজ মিলল এমন এক বাবার যে নিজের 6 বছরের ছেলেকে খুন করেছে বলে অভিযোগ। পুলিশের আরও দাবি, জুতোর ফিতে গলায় জড়িয়ে নৃশংস কায়দায় খুন করার পর বাড়ি থেকে কিছুটা দূরে একটি চাষের জমিতে দেহ ফেলে দিয়ে আসে । তারপর নিজেই থানায় অভিযোগও দায়ের করে । শেষমেশ গ্রামের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গোটা বিষয়টা জানতে পারে পুলিশ (Police collected CCTV footages from the area) । ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে । জেরায় খুনের কথা স্বীকারও করে নিয়েছে অভিযুক্ত বাবা (Father allegedly killed son) ।

কিন্তু বাবা হয়ে নিজের ছেলেকে খুন কারণ কি হতে পারে? তদন্তকারীদের দাবি, স্ত্রী বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়েছেন সন্দেহ করেই এমন নারকীয় কাণ্ড ঘটিয়েছে সে। গুণধর বাবার নাম ধর্মেশ । বাড়ি চন্দৌসি কোতয়ালি এলাকার একটি গ্রামে । 5 জানুয়ারি স্থানীয় থানায় গিয়ে ছেলের নামে মিসিং ডায়েরি করে । তদন্ত শুরু করে পুলিশ । গ্রামের বিভিন্ন জায়গায় চলে তল্লাশি । ধর্মেশের বাড়ির কাছাকাছি একটি বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে জানতে পেরে ফুটেজ সংগ্রহ করা হয় ।

আরও পড়ুন: বিমানে ভিন রাজ্যে পৌঁছে স্ক্রু ড্রাইভার দিয়ে খুন তরুণীকে

সেই ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই চোখ কপালে ওঠে তদন্তকারীদের । তারা বুঝতে পারেন যে বাবা ছেলের নামে মিসিং ডায়েরি করেছে সে নিজেই খুনি । পুলিশ সূত্রে খবর, টানা জেরায় খুনের কথা স্বীকারও করে নেয় সে । পাশাপাশি নিজের একরত্তি ছেলেটাকে কীভাবে খুন করেছে তাও জানায় সে । দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে । রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে । পাশাপাশি আরও কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চান তদন্তকারীরা । কথা বলা হচ্ছে এলাকার বাসিন্দাদের সঙ্গেও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.