ETV Bharat / bharat

Father Killed Son: মদ খাওয়া নিয়ে স্ত্রী’র সঙ্গে বচসা, রাগে 2 বছরের সন্তানকে আছড়ে মারল বাবা - বাবার হাতে ছেলে খুন

মদ খাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে বচসার জেরে নিজের 2 বছরের ছেলেকে খুন করল বাবা ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে ৷

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 10:21 PM IST

আলিগড়, 21 অক্টোবর: স্ত্রীয়ের থেকে 2 বছরের সন্তানকে ছিনিয়ে নিয়ে, মাটিতে আছড়ে ফেলে ছেলেকে খুন করলেন বাবা ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে ৷ জানা গিয়েছে, মদ খাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়, আর তার জেরেই এই কাণ্ড ঘটেছে ৷ শনিবার এই ঘটনাটি ঘটেছে ৷

জানা গিয়েছে, আলিগড়ের টপ্পল থানার অন্তর্গত আদমপুরের বাসিন্দা প্রেমচাঁদ ওরফে রবি চার বছর আগে বিয়ে করেন খুশবু নামে এক মহিলার সঙ্গে ৷ তাঁদের একটি ছেলে হয় ৷ নাম রাখা হয় লবকুশ ৷ প্রেমচাঁদের মদ্যপানের নেশা রয়েছে ৷ প্রায় রোজই সে মদ খেয়ে ঘরে এসে স্ত্রীয়ের সঙ্গে ঝামেলা করত ৷ শুক্রবারও তাদের মধ্যে ঝামেলা হয় ৷ খুশবু মদ খেতে নিষেধ করেন তাঁর স্বামীকে ৷ দুজনের মধ্যে বিবাদ ক্রমে বাড়তে থাকে ৷ অভিযোগ, ক্রমে দুজনের মধ্যে অশান্তি চরমে পৌঁছলে 2 বছরের ছেলেকে স্ত্রীয়ের থেকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মারে প্রেমচাঁদ ৷ মাথায় গুরুতর চোট পায় শিশুটি ৷

আরও পড়ুন: সুইস মহিলা হত্যাকাণ্ডে তদন্তে গতি, গ্রেফতার অভিযুক্ত বন্ধু

এরপর বাড়ির লোকেরা দ্রুত শিশুটিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু সেখানে চিকিৎসকরা লবকুশকে মৃত বলে ঘোষণা করে ৷ এই ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই ব্যক্তি প্রেমচাঁদ পলাতক বলে খবর ৷ এই ঘটনা প্রসঙ্গে মৃত শিশুটির মা খুশবু জানিয়েছেন, স্বামীর মদ খাওয়া নিয়ে তাদের মধ্যে অশান্তি হয়, আরও কোনও ঝামেলা তাদের মধ্যে নেই ৷ খুশবুর দাবি, ঘটনার সময় তাঁর কোলেই ছিল তাঁর শিশু পুত্রটি ৷ কিন্তু রাগের চোটে তাঁর কোল থেকে ছিনিয়ে নিয়ে ছেলেকে মাটিতে আছার মারে প্রেমচাঁদ ৷ টপ্পল থানার আধিকারিক পঙ্কজ মিশ্র জানিয়েছেন, শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ এই ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক, তার কড়া শাস্তির দাবি উঠেছে ৷

আলিগড়, 21 অক্টোবর: স্ত্রীয়ের থেকে 2 বছরের সন্তানকে ছিনিয়ে নিয়ে, মাটিতে আছড়ে ফেলে ছেলেকে খুন করলেন বাবা ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে ৷ জানা গিয়েছে, মদ খাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়, আর তার জেরেই এই কাণ্ড ঘটেছে ৷ শনিবার এই ঘটনাটি ঘটেছে ৷

জানা গিয়েছে, আলিগড়ের টপ্পল থানার অন্তর্গত আদমপুরের বাসিন্দা প্রেমচাঁদ ওরফে রবি চার বছর আগে বিয়ে করেন খুশবু নামে এক মহিলার সঙ্গে ৷ তাঁদের একটি ছেলে হয় ৷ নাম রাখা হয় লবকুশ ৷ প্রেমচাঁদের মদ্যপানের নেশা রয়েছে ৷ প্রায় রোজই সে মদ খেয়ে ঘরে এসে স্ত্রীয়ের সঙ্গে ঝামেলা করত ৷ শুক্রবারও তাদের মধ্যে ঝামেলা হয় ৷ খুশবু মদ খেতে নিষেধ করেন তাঁর স্বামীকে ৷ দুজনের মধ্যে বিবাদ ক্রমে বাড়তে থাকে ৷ অভিযোগ, ক্রমে দুজনের মধ্যে অশান্তি চরমে পৌঁছলে 2 বছরের ছেলেকে স্ত্রীয়ের থেকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মারে প্রেমচাঁদ ৷ মাথায় গুরুতর চোট পায় শিশুটি ৷

আরও পড়ুন: সুইস মহিলা হত্যাকাণ্ডে তদন্তে গতি, গ্রেফতার অভিযুক্ত বন্ধু

এরপর বাড়ির লোকেরা দ্রুত শিশুটিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু সেখানে চিকিৎসকরা লবকুশকে মৃত বলে ঘোষণা করে ৷ এই ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই ব্যক্তি প্রেমচাঁদ পলাতক বলে খবর ৷ এই ঘটনা প্রসঙ্গে মৃত শিশুটির মা খুশবু জানিয়েছেন, স্বামীর মদ খাওয়া নিয়ে তাদের মধ্যে অশান্তি হয়, আরও কোনও ঝামেলা তাদের মধ্যে নেই ৷ খুশবুর দাবি, ঘটনার সময় তাঁর কোলেই ছিল তাঁর শিশু পুত্রটি ৷ কিন্তু রাগের চোটে তাঁর কোল থেকে ছিনিয়ে নিয়ে ছেলেকে মাটিতে আছার মারে প্রেমচাঁদ ৷ টপ্পল থানার আধিকারিক পঙ্কজ মিশ্র জানিয়েছেন, শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ এই ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক, তার কড়া শাস্তির দাবি উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.