ETV Bharat / bharat

Father-Daughter Death in Tamil Nadu : তামিলনাড়ুতে ই-বাইকের আগুনে ঘরভর্তি ধোঁয়া, শ্বাসরোধে মৃত্যু বাবা ও মেয়ের - Father daughter duo dead in e scooter blast in Tamil Nadu

তামিলনাড়ুতে ই-বাইক চার্জ করার সময় আগুন লাগে ৷ আগুনের ধোঁয়া বাড়িতে ছড়িয়ে পড়লে দম বন্ধ হয়ে মৃত্যু হয় বাবা ও মেয়ের (Father daughter death in e bike fire) ৷ মৃত ব্যক্তির নাম দুরাইবর্মা ৷ তিনি পেশায় একজন ভিডিওগ্রাফার ৷

Father-Daughter Dead
Father-Daughter Dead
author img

By

Published : Mar 26, 2022, 5:36 PM IST

ভেলোর (তামিলনাড়ু), 26 মার্চ : তামিলনাড়ুর চিন্না আল্লাহপুরমে ই-বাইকের আগুনে 49 বছর বয়সি এক ব্যক্তি এবং তার 13 বছর বয়সি মেয়ের মৃত্যু হয়েছে ৷ ই-বাইক আগুনে পুড়ে যাওয়ার পরে তার ধোয়াঁয় দম বন্ধ হয়ে মারা গিয়েছেন বাবা ও মেয়ে (Father daughter duo dead in e scooter blast in Tamil Nadu) ৷

ভেলোর জেলায় শনিবারের ঘটনাটি ঘটে ৷ পুলিশ জানিয়েছে, মৃত দুরাইবর্মা এবং তাঁর মেয়ে মোহনা প্রীথিকে (Mohana Preethi) শৌচাগারের ভিতরে মৃত অবস্থায় পাওয়া গেছে । দুরাইবর্মা, একজন পেশাদার ভিডিওগ্রাফার ৷ তিন দিন আগে ওকিনাওয়া ওখি ই-স্কুটারের ডেলিভারি নিয়েছিলেন তিনি । বাড়ির ভিতরে সারা রাত চার্জে দিয়ে রেখেছিলেন বাইকটি, আর সেখান থেকেই বাইকে আগুন ধরে যায় এবং পুরো ঘরটি ধোঁয়ায় ভরে যায় বলে জানা গিয়েছে । ঘর ছোট হওয়ায় তাঁরা বাড়ি থেকে বের হতে পারেনি বলে পুলিশ জানান । আর তার ফলেই তাঁদের মৃত্যু হয় (Father daughter death in e bike fire) ৷

আরও পড়ুন : Father Carries Daughter's Body : ছত্তিশগড়ে মেয়ের মৃতদেহ কাঁধে নিয়ে 10 কিলোমিটার হাঁটলেন বাবা, তদন্তের নির্দেশ প্রশাসনের

চারিদিকে ধোঁয়ায় ভর্তি হয়ে যাওয়ায় জেগে ওঠেন প্রতিবেশীরা ৷ তারাই ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস কর্মী ও পুলিশকে খবর দেন । টয়লেট থেকে উদ্ধার করা বাবা ও মেয়ের নিষ্প্রাণ দেহগুলিকে পোস্টমর্টেমের জন্য ভেলোর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

ভেলোর (তামিলনাড়ু), 26 মার্চ : তামিলনাড়ুর চিন্না আল্লাহপুরমে ই-বাইকের আগুনে 49 বছর বয়সি এক ব্যক্তি এবং তার 13 বছর বয়সি মেয়ের মৃত্যু হয়েছে ৷ ই-বাইক আগুনে পুড়ে যাওয়ার পরে তার ধোয়াঁয় দম বন্ধ হয়ে মারা গিয়েছেন বাবা ও মেয়ে (Father daughter duo dead in e scooter blast in Tamil Nadu) ৷

ভেলোর জেলায় শনিবারের ঘটনাটি ঘটে ৷ পুলিশ জানিয়েছে, মৃত দুরাইবর্মা এবং তাঁর মেয়ে মোহনা প্রীথিকে (Mohana Preethi) শৌচাগারের ভিতরে মৃত অবস্থায় পাওয়া গেছে । দুরাইবর্মা, একজন পেশাদার ভিডিওগ্রাফার ৷ তিন দিন আগে ওকিনাওয়া ওখি ই-স্কুটারের ডেলিভারি নিয়েছিলেন তিনি । বাড়ির ভিতরে সারা রাত চার্জে দিয়ে রেখেছিলেন বাইকটি, আর সেখান থেকেই বাইকে আগুন ধরে যায় এবং পুরো ঘরটি ধোঁয়ায় ভরে যায় বলে জানা গিয়েছে । ঘর ছোট হওয়ায় তাঁরা বাড়ি থেকে বের হতে পারেনি বলে পুলিশ জানান । আর তার ফলেই তাঁদের মৃত্যু হয় (Father daughter death in e bike fire) ৷

আরও পড়ুন : Father Carries Daughter's Body : ছত্তিশগড়ে মেয়ের মৃতদেহ কাঁধে নিয়ে 10 কিলোমিটার হাঁটলেন বাবা, তদন্তের নির্দেশ প্রশাসনের

চারিদিকে ধোঁয়ায় ভর্তি হয়ে যাওয়ায় জেগে ওঠেন প্রতিবেশীরা ৷ তারাই ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস কর্মী ও পুলিশকে খবর দেন । টয়লেট থেকে উদ্ধার করা বাবা ও মেয়ের নিষ্প্রাণ দেহগুলিকে পোস্টমর্টেমের জন্য ভেলোর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.