ETV Bharat / bharat

Father Raped Daughter: মেয়েকে দিনের পর দিন ধর্ষণ, 107 বছরের কারাদণ্ড বাবার - Father convicted for 107 years for raping daughter

নাবালিকা মেয়েকে ধর্ষণের অপরাধে কেরলের এক ব্যক্তির 107 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত (Father Raped Daughter)৷

ETV Bharat
Father Raped Daughter
author img

By

Published : Nov 28, 2022, 10:55 PM IST

কোচি, 28 নভেম্বর: বিশেষভাবে সক্ষম নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণের অপরাধে কেরলের এক ব্যক্তির 107 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত ৷ একইসঙ্গে 4 লক্ষ টাকা জরিমানা ধার্য করাও হয়েছে ৷ পাথানামথিট্টা পকসো কোর্ট 45 বছর বয়সি ওই ব্যক্তির বিরুদ্ধে এই সাজার ঘোষণা করেছে ৷ যদি জরিমানা দিতে ব্যর্থ হলে অতিরিক্ত আরও 5 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে ওই ব্যক্তিকে (Father convicted for 107 years RI for raping daughter) ৷

দোষী সাব্যস্ত ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, নিজের 13 বছর বয়সি নাবালিকা মেয়ের উপর সে যৌন অত্যাচার চালিয়েছে, করেছে ধর্ষণ ৷ 2020 সালে ঘটনাটি সামনে আসে ৷ জানা গিয়েছে, মেয়েটির মা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন ৷ বাবার সঙ্গেই থাকত এই কিশোরী ৷ সেই সুযোগেই দিনের পর দিন মেয়েকে ধর্ষণ করে গিয়েছেন ওই ব্যক্তি (Father Raped Daughter) ৷

আরও পড়ুন: আফতাবের প্রিজন ভ্যানে হামলায় আটক একাধিক, বাজেয়াপ্ত অস্ত্র

একদিন বাড়ি থেকে পালিয়ে যায় ওই কিশোরী ৷ পরে স্কুলের শিক্ষকদের সবটা জানায় সে ৷ তখনই বিষয়টি জানা যায় ও চাইল্ডলাইনের তরফে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় (differently abled daughter raped by father) ৷ ভারতীয় দণ্ডবিধির 376 ধারা ও তার একাধিক উপ-ধারায় ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে আদালত ৷ জরিমানার টাকা নিগৃহীতাকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷

কোচি, 28 নভেম্বর: বিশেষভাবে সক্ষম নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণের অপরাধে কেরলের এক ব্যক্তির 107 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত ৷ একইসঙ্গে 4 লক্ষ টাকা জরিমানা ধার্য করাও হয়েছে ৷ পাথানামথিট্টা পকসো কোর্ট 45 বছর বয়সি ওই ব্যক্তির বিরুদ্ধে এই সাজার ঘোষণা করেছে ৷ যদি জরিমানা দিতে ব্যর্থ হলে অতিরিক্ত আরও 5 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে ওই ব্যক্তিকে (Father convicted for 107 years RI for raping daughter) ৷

দোষী সাব্যস্ত ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, নিজের 13 বছর বয়সি নাবালিকা মেয়ের উপর সে যৌন অত্যাচার চালিয়েছে, করেছে ধর্ষণ ৷ 2020 সালে ঘটনাটি সামনে আসে ৷ জানা গিয়েছে, মেয়েটির মা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন ৷ বাবার সঙ্গেই থাকত এই কিশোরী ৷ সেই সুযোগেই দিনের পর দিন মেয়েকে ধর্ষণ করে গিয়েছেন ওই ব্যক্তি (Father Raped Daughter) ৷

আরও পড়ুন: আফতাবের প্রিজন ভ্যানে হামলায় আটক একাধিক, বাজেয়াপ্ত অস্ত্র

একদিন বাড়ি থেকে পালিয়ে যায় ওই কিশোরী ৷ পরে স্কুলের শিক্ষকদের সবটা জানায় সে ৷ তখনই বিষয়টি জানা যায় ও চাইল্ডলাইনের তরফে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় (differently abled daughter raped by father) ৷ ভারতীয় দণ্ডবিধির 376 ধারা ও তার একাধিক উপ-ধারায় ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে আদালত ৷ জরিমানার টাকা নিগৃহীতাকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.