ETV Bharat / bharat

UP Assembly Election 2022 : উত্তরপ্রদেশের চতুর্থ দফার ভোটে নজরে উন্নাও - Fate of Unnao rape victims mother to be decided in fourth phase of UP Assembly election

59টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনে জাতীয় রাজনীতির নজরে উন্নাও বিধানসভা (Unnao is Main Attraction in Fourth Phase Election of UP) ৷ যেখানে কংগ্রেসের প্রার্থী হয়েছেন উন্নাও গণধর্ষণে নির্যাতিতার মা আশা সিং ৷ সেই সঙ্গে উত্তরপ্রদেশের আইনমন্ত্রী সহ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে চতুর্থ দফার ভোটে (UP Assembly Election 2022) ৷

UP Assembly Polls 2022
UP Assembly Election 2022 Fate of Unnao Rape Victims Mother to be Decide in Fourth Phase Election
author img

By

Published : Feb 23, 2022, 9:58 AM IST

লখনউ, 23 ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশে আজ চতুর্থ দফার নির্বাচন (UP Assembly Election 2022) ৷ যেখানে সবার নজর রয়েছে উন্নাও বিধানসভা কেন্দ্রে ৷ যে কেন্দ্রে কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়ছেন উন্নাও গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার মা আশা সিং (Fate of Unnao rape victims mother to be sealed today) ৷ তিনি বিজেপি প্রার্থী পঙ্কজ গুপ্তার বিরুদ্ধে লড়াই করছেন ৷ এছাড়াও পিলভিট, লখিমপুর খেরি, সীতাপুর, লখনউ, রায় বরেলি, ফতেহপুরের মতো গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে আজ নির্বাচন রয়েছে ৷ মোট 59টি বিধানসভা কেন্দ্রে 624 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ ৷ নির্বাচন শান্তিপূর্ণ করতে এবং বহিরাগতদের প্রবেশ রুখতে নেপাল সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, অতিরিক্ত আধাসেনা এবং রাজ্য পুলিশের বাহিনী মোতায়েন করা হয়েছে নেপাল সীমান্তবর্তী এলাকায় ৷

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আজ চতুর্থ দফার ভোট ৷ যেখানে যোগী মন্ত্রিসভার আইনমন্ত্রী ব্রজেশ পাঠক, রায়বরেলির বিধায়ক অদিতি সিং এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর রাজেশ্বর গুপ্তার মতো বিজেপির হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হচ্ছে ৷ তাঁদের সঙ্গেই ভাগ্য নির্ধারণ হচ্ছে, উন্নাও বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা উন্নাও গণধর্ষণের শিকার নির্যাতিতার মা আশা সিংয়ের ৷ তিনি কংগ্রেসের হয়ে ভোট দাঁড়িয়েছেন ৷

উত্তরপ্রদেশের আইনমন্ত্রী ব্রজেশ পাঠক এবার লখনউ ক্যান্টনমেন্ট থেকে প্রার্থী হয়েছেন ৷ তাঁর প্রতিপক্ষ সমাজবাদী পার্টির প্রার্থী সুরেন্দ্র সিং গান্ধি ৷ তিনি দু’বারের কর্পোরেটরও ৷ উত্তরপ্রদেশের সরোজিনী নগর কেন্দ্রেও এ বার নজর রয়েছে রাজনীতির হুজ হু-দের ৷ যে কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর রাজেশ্বর গুপ্তা ৷ আজ লখিমপুর খেরি কেন্দ্রে পুনর্নির্বাচন রয়েছে ৷ বিজেপি প্রার্থী যোগেশ বর্মার আবেদনে এখানে ফের নির্বাচন হচ্ছে ৷

আরও পড়ুন : Yogi Adityanath Interview : নৈরাজ্য ছড়াতে দেব না, বিজেপির পাশেই উত্তরপ্রদেশের মানুষ : মুখোমুখি যোগী

কৃষক আন্দোলনের সময় সবচেয়ে বড় মুখ হয়ে উঠেছিল এই লখিমপুর খেরি ৷ যেখানে আন্দোলনকারী কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে ৷ এই কেন্দ্রে একাধিক রাজনৈতিক দলের মধ্যে লড়াই হচ্ছে ৷ বিজেপির যোগেশ বর্মা, সপার উৎকর্ষ বর্মা মধুর, বসপার মোহন বাজপেয়ী, কংগ্রেসের ড. রবিশঙ্কর ত্রিবেদী, আপের খুশি কিন্নর এবং এআইএমআইএম এর উসমান সিদ্দিকি ৷

59টি বিধানসভা কেন্দ্রে মোট 624 জন প্রার্থী ভোটে লড়ছেন চতুর্থ দফায় ৷ এই কেন্দ্রগুলির মধ্যে 3টি কেন্দ্র স্পর্শকাতর এবং 590টি এলাকাকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে উত্তরপ্রদেশ পুলিশ ৷ মোট 860 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সিএপিএফ মোতায়েন করা হয়েছে চতুর্থ দফার ভোটে ৷

লখনউ, 23 ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশে আজ চতুর্থ দফার নির্বাচন (UP Assembly Election 2022) ৷ যেখানে সবার নজর রয়েছে উন্নাও বিধানসভা কেন্দ্রে ৷ যে কেন্দ্রে কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়ছেন উন্নাও গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার মা আশা সিং (Fate of Unnao rape victims mother to be sealed today) ৷ তিনি বিজেপি প্রার্থী পঙ্কজ গুপ্তার বিরুদ্ধে লড়াই করছেন ৷ এছাড়াও পিলভিট, লখিমপুর খেরি, সীতাপুর, লখনউ, রায় বরেলি, ফতেহপুরের মতো গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে আজ নির্বাচন রয়েছে ৷ মোট 59টি বিধানসভা কেন্দ্রে 624 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ ৷ নির্বাচন শান্তিপূর্ণ করতে এবং বহিরাগতদের প্রবেশ রুখতে নেপাল সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, অতিরিক্ত আধাসেনা এবং রাজ্য পুলিশের বাহিনী মোতায়েন করা হয়েছে নেপাল সীমান্তবর্তী এলাকায় ৷

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আজ চতুর্থ দফার ভোট ৷ যেখানে যোগী মন্ত্রিসভার আইনমন্ত্রী ব্রজেশ পাঠক, রায়বরেলির বিধায়ক অদিতি সিং এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর রাজেশ্বর গুপ্তার মতো বিজেপির হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হচ্ছে ৷ তাঁদের সঙ্গেই ভাগ্য নির্ধারণ হচ্ছে, উন্নাও বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা উন্নাও গণধর্ষণের শিকার নির্যাতিতার মা আশা সিংয়ের ৷ তিনি কংগ্রেসের হয়ে ভোট দাঁড়িয়েছেন ৷

উত্তরপ্রদেশের আইনমন্ত্রী ব্রজেশ পাঠক এবার লখনউ ক্যান্টনমেন্ট থেকে প্রার্থী হয়েছেন ৷ তাঁর প্রতিপক্ষ সমাজবাদী পার্টির প্রার্থী সুরেন্দ্র সিং গান্ধি ৷ তিনি দু’বারের কর্পোরেটরও ৷ উত্তরপ্রদেশের সরোজিনী নগর কেন্দ্রেও এ বার নজর রয়েছে রাজনীতির হুজ হু-দের ৷ যে কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর রাজেশ্বর গুপ্তা ৷ আজ লখিমপুর খেরি কেন্দ্রে পুনর্নির্বাচন রয়েছে ৷ বিজেপি প্রার্থী যোগেশ বর্মার আবেদনে এখানে ফের নির্বাচন হচ্ছে ৷

আরও পড়ুন : Yogi Adityanath Interview : নৈরাজ্য ছড়াতে দেব না, বিজেপির পাশেই উত্তরপ্রদেশের মানুষ : মুখোমুখি যোগী

কৃষক আন্দোলনের সময় সবচেয়ে বড় মুখ হয়ে উঠেছিল এই লখিমপুর খেরি ৷ যেখানে আন্দোলনকারী কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে ৷ এই কেন্দ্রে একাধিক রাজনৈতিক দলের মধ্যে লড়াই হচ্ছে ৷ বিজেপির যোগেশ বর্মা, সপার উৎকর্ষ বর্মা মধুর, বসপার মোহন বাজপেয়ী, কংগ্রেসের ড. রবিশঙ্কর ত্রিবেদী, আপের খুশি কিন্নর এবং এআইএমআইএম এর উসমান সিদ্দিকি ৷

59টি বিধানসভা কেন্দ্রে মোট 624 জন প্রার্থী ভোটে লড়ছেন চতুর্থ দফায় ৷ এই কেন্দ্রগুলির মধ্যে 3টি কেন্দ্র স্পর্শকাতর এবং 590টি এলাকাকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে উত্তরপ্রদেশ পুলিশ ৷ মোট 860 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সিএপিএফ মোতায়েন করা হয়েছে চতুর্থ দফার ভোটে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.