নয়াদিল্লি, 30 মার্চ : ন্য়াশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ করোনা আক্রান্ত ৷ আজ সকালে টুইট করে এই খবর জানিয়েছেন তাঁর ছেলে ওমর আবদু্ল্লাহ ৷
আজ সকালে করা টুইটে ওমর আবদুল্লাহ লেখেন, "আমার বাবা করোনা পজিটিভ ৷ বেশ কিছু উপসর্গ প্রকাশ পেয়েছে ৷ টেস্ট না হওয়া পর্যন্ত আমরা আইসোলেশনে থাকব ৷" পাশাপাশি তিনি আবেদন করেছেন, কয়েকদিনের মধ্য়ে যাঁরা তাঁর বাবার সংস্পর্শে এসেছেন তাঁরা অবশ্য়ই যেন করোনা গাইডলাইন মেনে চলেন ৷
আরও পড়ুন-করোনার কথা ভুলে সবাই ভোট নিয়ে ব্যস্ত, উদ্বিগ্ন চিকিৎসক মহল
এদিকে জম্মু ও কাশ্মীরে নতুন করে 235 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ এর ফলে সেখানে মোট করোনা আক্রান্ত 1 লাখ 30 হাজার ছাড়িয়েছে ৷ তবে গত 24 ঘণ্টায় নতুন করে কোনও মৃত্য়ু হয়নি ৷ গত 24 ঘণ্টায় যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্য়ে 58 জন পর্যটক ৷ অন্য়দিকে শ্রীনগরে 99 জন নতুন করে করোনা আক্রান্ত ৷ তার মধ্য়ে 40 জন পর্যটক ৷
দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ যদিও সরকারি তরফে এবিষয়ে কিছু বলা হয়নি এখনও ৷ মহারাষ্ট্রের অবস্থা বেশি চিন্তার ৷ পাশাপাশি, কেরল, বেঙ্গালুরুতেও করোনা আক্রান্ত বাড়ছে ৷ পরিস্থিতি সামলাতে সরকারের তরফে আরও বেশি করে করোনা টিকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷