ETV Bharat / bharat

National Conference: নারাজ ফারুক আবদুল্লা, ন্যাশনাল কনফারেন্সের সভাপতি কি এবার ওমর ! - জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা

আগামী 5 ডিসেম্বর ন্যাশনাল কনফারেন্সের (National Conference) সভাপতি পদে নির্বাচন ৷ সেই নির্বাচনে লড়বেন না বর্তমান সভাপতি ফারুক আবদুল্লা (Farooq Abdullah) ৷ এবার কি তাহলে দলের ব্যাটন যাবে ছেলে ওমরের (Omar Abdullah) হাতে ?

Farooq Abdullah not ready, will son Omar become National Conference president
National Conference: নারাজ ফারুক আবদুল্লা, ন্যাশনাল কনফারেন্সের সভাপতি কি এবার ওমর !
author img

By

Published : Nov 18, 2022, 6:18 PM IST

শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), 18 নভেম্বর: ন্যাশনাল কনফারেন্সের (National Conference) সভাপতি পদে আর থাকতে চান না ফারুক আবদুল্লা (Farooq Abdullah) ৷ দলের নেতাদের তিনি এই বিষয়টি জানিয়ে দিয়েছেন ৷ শুক্রবার ন্যাশনাল কনফারেন্সের (NC) তরফে টুইট করে বিষয়টি জানানো হয়েছে ৷ সেখানে দাবি করা হয়েছে যে ফারুক আবদুল্লাকে সভাপতি পদে থেকে যাওয়ার জন্য দলের নেতারা অনেক অনুরোধ করেছিলেন ৷ কিন্তু তিনি সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী 5 ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের ওই রাজনৈতিক দলের সভাপতি পদে নির্বাচন ৷ ন্যাশনাল কনফারেন্সের তরফে দলের সাধারণ সম্পাদক নির্বাচন পরিচালনার দায়িত্ব দলীয় সংবিধান মেনে দেওয়া হয়েছে ৷ ভোট না হওয়া পর্যন্ত ফারুক আবদুল্লার সভাপতি হিসেবে কাজ চালিয়ে যাবেন ৷

শেখ মুহাম্মদ আবদুল্লা (Sheikh Muhammad Abdullah) ছিলেন এই দলের প্রতিষ্ঠাতা ৷ তাঁর জন্মদিন 5 ডিসেম্বর৷ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অবলুপ্ত হওয়ার আগে পর্যন্ত এই দিনটিতে সরকারি ছুটি থাকত ৷

অন্যদিকে শেখ আবদুল্লার ছেলে ফারুক আবদুল্লা ৷ বাবার পর তিনি দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন ৷ মনে করা হচ্ছে যে তাঁর ছেলে ওমর আবদুল্লা (Omar Abdullah) পরবর্তী সভাপতি হতে পারেন ৷ তবে তিনি যদি রাহুল গান্ধির মতো দলের দায়িত্ব নিতে নারাজ হন, তাহলে আবদুল্লা পরিবারের বাইরের কেউ সভাপতির দায়িত্ব পেতে পারেন ৷

আরও পড়ুন: ফারুক আবদুল্লা-সহ অন্যদের থেকে 11 কোটি 86 লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), 18 নভেম্বর: ন্যাশনাল কনফারেন্সের (National Conference) সভাপতি পদে আর থাকতে চান না ফারুক আবদুল্লা (Farooq Abdullah) ৷ দলের নেতাদের তিনি এই বিষয়টি জানিয়ে দিয়েছেন ৷ শুক্রবার ন্যাশনাল কনফারেন্সের (NC) তরফে টুইট করে বিষয়টি জানানো হয়েছে ৷ সেখানে দাবি করা হয়েছে যে ফারুক আবদুল্লাকে সভাপতি পদে থেকে যাওয়ার জন্য দলের নেতারা অনেক অনুরোধ করেছিলেন ৷ কিন্তু তিনি সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী 5 ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের ওই রাজনৈতিক দলের সভাপতি পদে নির্বাচন ৷ ন্যাশনাল কনফারেন্সের তরফে দলের সাধারণ সম্পাদক নির্বাচন পরিচালনার দায়িত্ব দলীয় সংবিধান মেনে দেওয়া হয়েছে ৷ ভোট না হওয়া পর্যন্ত ফারুক আবদুল্লার সভাপতি হিসেবে কাজ চালিয়ে যাবেন ৷

শেখ মুহাম্মদ আবদুল্লা (Sheikh Muhammad Abdullah) ছিলেন এই দলের প্রতিষ্ঠাতা ৷ তাঁর জন্মদিন 5 ডিসেম্বর৷ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অবলুপ্ত হওয়ার আগে পর্যন্ত এই দিনটিতে সরকারি ছুটি থাকত ৷

অন্যদিকে শেখ আবদুল্লার ছেলে ফারুক আবদুল্লা ৷ বাবার পর তিনি দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন ৷ মনে করা হচ্ছে যে তাঁর ছেলে ওমর আবদুল্লা (Omar Abdullah) পরবর্তী সভাপতি হতে পারেন ৷ তবে তিনি যদি রাহুল গান্ধির মতো দলের দায়িত্ব নিতে নারাজ হন, তাহলে আবদুল্লা পরিবারের বাইরের কেউ সভাপতির দায়িত্ব পেতে পারেন ৷

আরও পড়ুন: ফারুক আবদুল্লা-সহ অন্যদের থেকে 11 কোটি 86 লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.